বিশেষ প্রতিবেদন : জলবায়ু পরিবর্তন ২০০৭

cop13_logo_160_2301.jpg

আজকে ইন্দোনেশিয়ার বালীতে বিশ্ব নেতৃবৃন্দ, কর্মি আর ছাত্রছাত্রীরা একত্র হবেন জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘের সম্মেলনে। এই সম্মেলন হচেছ সেপ্টেম্বর ২০০৭ এ নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকের ফসল। গ্লোবাল ভয়েসেস সেই বৈঠকের কিছু আলোচনা লিপিবদ্ধ করেছিল যা বর্তমান বালি সম্মেলনের জন্য অনুপ্রেরনার কারন হয়েছে। নিউইয়র্কের বৈঠকের সময় প্রায় সর্বসম্মতভাবে একমত হওয়া গেছে যে জলবায়ু পরিবর্তন একটি বিশ্ব সমস্যা আর এর জন্য সার্বজনীন ব্যবস্থা আর অঙ্গীকার দরকার ।

যখন আলোচনা শুরু হয়েছে আর কিয়োটো প্রটোকলের একটা উত্তরসূরি খোঁজা হচ্ছে তখন ‘গ্লোবাল ভয়েসেস পরিবেশ’ জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বব্যাপী ব্লগারদের চিন্তা তুলে ধরছে । এই সপ্তাহব্যাপী জলবায়ু পরিবর্তনের উপর তাদের মতামত আর পরামর্শ তুলে ধরা হবে। জলবায়ু পরিবর্তনকে ঘিরে যে রাজনীতি হচ্ছে সে ব্যাপারে তারা কি মনে করেন? বালীর আলোচনা নিয়ে তারা কি আশাবাদী ? এইসব বৈশ্বিক আলোচনার মধ্যে তাদের এলাকার জন্য কোনটা কাজের? এর জন্য গ্লোবাল ভয়েসেস একটা ‘বিশেষ প্রতিবেদন পাতা’ খুলেছে যেখানে বিশ্বের পরিবেশবাদী ব্লগারদের চিন্তা সরাসরি প্রতিফলিত হবে । এই পাতার সাথে লিন্ক থাকবে ‘গ্লোবাল ভয়েসেস পরিবেশ’ এর ব্লগারদের বিস্তারিত লেখার বিবরন ।

বালি ২০০৭ এর প্রতিবেদনের পাশাপাশি ৮ ডিসেম্বর শনিবার নির্ধারিত হয়েছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যে বিশ্বব্যাপী পালিত দিবস। বিশ্বব্যাপী বিশ্ব জলবায়ু আন্দোলনের আয়োজকরা বিক্ষোভের আয়োজন করেছে আর আমরা আশা করছি যে এ নিয়ে প্রতিটি দেশে কি হচ্ছে তা নাগরিক মিডিয়া আমাদের জানাবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .