ক্যারিবিয়ান দ্বীপপুন্জ: ভূকম্পন

(নভেম্বর ২৯, ২০০৭:) কয়েক ঘন্টা আগে মারটিনিক এর উপকুল থেকে একটা শক্তিশালী ভূকম্পন সৃষ্টি হয়ে বেশ কয়েকটা ক্যারিবিয়ান দ্বীপে আঘাত হেনেছে । এর একটু পরেই স্থানীয় ব্লগাররা সাময়িক ঝটকা কাটিয়ে উঠে কম্পিউটারে বসে তাদের এই অভিজ্ঞতার কথা ব্লগে লিখেছেন …

গতকাল স্টিভস ডোমিনিকা প্রথমে “একটি ছোট কম্পন” এর কথা জানিয়েছিলেন তার ব্লগে:

সকাল ১০:১৯ – একটা ৪.৮ কম্পন আমাদেরকে নাড়া দিয়েছে। আসলেই একটা ছোট জিনিষ, মারটিনিকের পূর্বে কেন্দ্রীভূত।

যখন একেবারে সাম্প্রতিক কম্পন আঘাত হেনেছে তার লেখার শিরোনাম পাল্টিয়ে হয়েছে ”বিশাল কম্পন”, যার পরে ছিল একটা রিপোর্ট কম্পনের বিস্তারিত বর্ণনা দিয়ে:

এখনই আমরা একটা বড় মাপের ভূকম্পন অনুভব করেছি – ৭.৩ মাত্রার , মারটিনিকের পশ্চিম থেকে এর কেন্দ্র খুব একটা দূরে না। এটিকে ভীতিকর বলব– প্রায় ২ মিনিট দীর্ঘ কম্পন। গাড়ি, মোটরবাইক কেঁপেছে, পানির ট্যাংক কেঁপে পানি উঁপচিয়ে পড়েছে।

ক্যারিবিয়ান দ্বীপপুন্জের আরও ভিতরে কিছু বারবাডোস ব্লগও তাদেও এই অভিজ্ঞতার কথা বলছিল। বারবাডোস আন্ডারগ্রাউন্ড ব্লগ কম্পনকে ‘নার্ভ নাড়িয়ে দেয়া’ বলেছেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত কি হযেছে তার ঘন্টা ভিত্তিক বিবরন দিয়েছেন। চিজ অন ব্রের্ড বলেছেন যে তাকে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে কিন্তু কম্পিউটারে ফিরতে পারার সাথে সাথে সে একটি বিশদ বিবরন দিয়েছেন:

ট্রাফিক জট লেগে গেছে বিশেষ করে শহরের কাছে আর খবর এসেছে ব্রড স্ট্রিটে রয়েল ব্যাঙ্ক অফ ক্যানাডা থেকে ছাদের টালি খুলে পড়ে আর একটা গাড়ির ক্ষতি করে এবং রাস্তা বন্ধ হয়ে যায়। সেন্ট জর্জ এর একটা বাড়ির কিছু অংশ ভেঙে পড়ে গিয়েছে। মানুষ রাস্তায় নেমে এসেছে আর খোলা জায়গার দিকে যাচ্ছে। সেল ফোন নেটওযার্ক কিছুটা নষ্ট হয়েছে যার ফলে যোগাযোগের অসুবিধা হচ্ছে। কুইন এলিজাবেথ হাসপাতাল থেকে কিছু রোগীকে সরিয়ে নেয়া হয়েছে। গুয়াডেলুপে খবর এসেছে যে একটা ৩ বছরের মেয়ে মারা গেছে আর তার বোন আহত হয়েছে।

ক্যারিবিয়ান লায়নেস এটিকে বর্ণনা করেছেন সম্ভবত বারবাডসের সব থেকে শক্তিশালী ভূমিকম্প হিসাবে, আর যোগ করেছেন যে ’পুরো দ্বীপ এখনও একটু এলোমেলো আর টালমাটাল আছে।’

আমি আমার টেবিলে বসে ছিলাম যখন মাথা ঘুরে গেল – মনে হলো আমার মাথা সাঁতার কাটছে । কয়েক সেকেন্ডের মধ্যে আমার সহকারীরা চিৎকার করে উঠলো আর তখন আমি বুঝতে পারলাম যে এই জিনিষ শুধু আমার সাথে হয়নি। সত্যি বলতে কি, আমি আতঙ্কে ছিলাম। আমি জমে গিয়ে আমার টেবিল চেপে ধরে ছিলাম এই আশায় যে এটা কেটে যাবে কিন্তু মাটি কাঁপতে থাকলো তো থাকলোই। আমি মনে মনে ভাবছিলাম, ”হায় ইশ্বর, আমরা এখনও নড়ছি, কেন এখনও নড়ছি?”

কিন্তু প্রায় ৪৫ মিনিট পর সে ভূমিকম্পের একটি ’মজার’ খবর দিতে পেরেছে:

গারডিয়ান জেনারেল কোম্পানি সাথে সাথে এসে স্টারকম রেডিওর ভুমিকম্পের উপর ইমার্জেন্সি প্রচারকে সপ্নসর করেছে। যার জন্য প্রতি ১৫ মিনিট পর পর ভুমিকম্পের খবরের পাশাপাশি ”গারডিয়ান জেনারেল – বিশ্বাস রাখেন, আমরা ওখানে থাকবো” বিজ্ঞাপন প্রচার করছে! মার্কেটিং আর কাকে বলে!!

নোটস ফ্রম দা মারজিন লিখেছে মানুষের তখন কিভাবে প্রতিক্রিয়া হয়েছে, নিজেদের থেকে নিজেদের প্রিয়জনের নিরাপত্তার জন্য তারা বেশী চিন্তিত ছিল :

আমরা সবাই দরজার দিকে দৌড় দিয়েছি যখন আমরা আমাদের পায়ের নিচের মাটি কাঁপতে দেখেছি। সবাই জিজ্ঞাসা করছে যে কি হয়েছে কিন্তু কেউ কিছু বলতে পারছেনা। মোবাইলে ফোনে ’নেটওয়ার্ক ব্যস্ত’ মেসেজ উঠছিল, আর ল্যান্ডলাইনের ফোনগুলোও ব্যস্ত ছিল। কেউ আহত হয়নি কিন্তু সবাই তার প্রিয়জনের খবর নিতে চাচ্ছে দেখার জন্য যে তারা ঠিক আছে কিনা। লোককে ফোনে ভীত শোনাচ্ছে নিজেদের জন্য না বরং তারা তাদের প্রিয়জনের জন্য চিন্তিত বলে। ”আমার স্বামী একটা নির্মান স্থানে আছে.” ” আমার বাবা -মা প্লেনে আসছে, বিমানবন্দর ঠিক আছে তো?” ” আমি আমার বাচ্চাদের স্কুলে যোগাযোগ করতে পারছি না। আমি ভাবছি তারা ঠিক আছে তো?”

পুল ! পুশ! ব্লগের অমিত বলেছেন:

গুগুল সব খবর দিচ্ছে ..

সে আসলে আইএম এ (ইন্সট্যান্ট মেসেন্জারে) আমার সাক্ষাত পেয়েছে ( আমি ওই সময় আমার নিজের পোস্ট প্রকাশ করছিলাম) আর আমরা তথ্য আদান প্রদান করলাম:

অমিত: হাই . মনে হয় তুমি ভুমিকম্পের কথা শুনেছো/অনুভব করেছো ?
আমি: হ্যা! ! তোমার দিকের জঙলের ধারে এটা কত খারাপ ছিল?
অমিত: প্রথমবার আমি কোন ভুকম্পন অনুভব করেছি। মনে হয় পানিতে আমি নৌকাতে আছি। আমি বাড়িতে ছিলাম ।
আমি: গত বছর আমাদের এখানে একটা ভয়ঙ্কর ভুকম্পন হয়েছিল , কিন্তু এইবারেরটা দীর্ঘ ছিল ।
অমিত: আমি একটা পুরো ব্লগ পোস্ট করেছি এরমধ্যে। ইউএসজিসি মারটিনিকের কাছে প্রায় ৭.৩ স্কেলের বলেছে ।
আমি: অবিশাস্য। তবে পরের কম্পনগুলো আরও জোরদার হবে ।
অমিত: হায় কপাল
আমি: আমি জানি।
অমিত: আমার জীবনে এটা প্রথমবার।


লিভিং গায়ানা
কম্পন অনুভব করার কথা বলেছেন:

গায়ানার তীরে এই বিকালে ৩.০৪ মিনিটে কয়েক সেকেন্ডের জন্য একটি শক্তিশালী কম্পন অনুভুত হয়েছে যা এখানের বাড়ি কাঁপিয়ে দিয়েছে । জর্জটাউনের বাড়ি, অফিস থেকে মানুষ হুড়মুড়িয়ে বেরিয়ে রাস্তায় দৌড় দিয়েছে ভয় পেয়ে।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ব্লগ ও লিখেছে:

একটি শক্তিশালী ভূকম্পন ( রিক্টার স্কেলে ৭.৩) ক্যারিবিয়ান দ্বীপপুন্জকে কে নাড়িয়ে দিয়েছে, দক্ষিন আমেরিকার গায়ানা আর সুরিনাম পর্যন্ত কম্পন অনুভুত হয়েছে। ডোমিনিকার রাজধানি রোজিও এর দক্ষিন পূর্ব থেকে ২৩ মাইল দুরে ভূমিকম্পের কেন্দ্র ছিল, যেখানে কম্পন ২০ সেকেন্ড স্থায়ী ছিল।

ক্যারিবিয়ান দ্বীপপুন্জের লোক যখন পরবর্তী কম্পনের জন্য তেরি হচ্ছে তখন মারজিনাল বলেছেন:

এখন সময় নিজের পরিবারকে জড়িয়ে ধরে রেখে প্রার্থনা করা কারন পরিস্থিতি আরও খারাপ হতে পারতো।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .