ব্রাজিল: এবছর বড়দিনের জন্যে সামাজিক ব্লগিং

ইয়াসুদা (পর্তুগীজ ভাষায়) অন্যান্য ব্রাজিলের ব্লগারদের একটি “সামাজিক ব্লগিং” অভিযানে যোগ দেয়ার জন্যে অনুরোধ করেছেন। এই ধারনাটি হচ্ছে যে ব্লগাররা প্রত্যেকে একটি বেসরকারী সংস্থা বা এনজিওকে বেছে নেবে এবং তাদের ব্লগের মাধ্যমে সেটিকে সাহায্য করবে। তারা ওই এনজিও সম্পর্কে ব্লগে লিখবে এবং সবার কাছে তাদের জন্যে সাহায্য চাইবে: খেলনা, বড়দিনে গরীবদের খাওয়ানো, খাদ্য, বস্ত্র অথবা শুধু কিছুটা সময় (নিজের হাতে সাহায্য করার জন্যে)।  “এটুকুই। আমি এই উপসংহারেই আসতে চাই যে ওয়েব সত্যিকারের একটি অংশগ্রহনমুলক সামাজিক টুল। সব দিক দিয়েই।”

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .