রাইজিং ভয়েসেস মাইক্রোগ্রান্ট এর আবেদনের শেষ তারিখ ৩রা ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে

দরখাস্ত জমা দেয়ার শেষ তারিখঃ ডিসেম্বর ৩, ২০০৭

উন্নয়নশীল দেশের জন্য ৫,০০০ ইউ এস ডলার পর্যন্ত মাইক্রোগ্রান্টের সিটিজেন মিডিয়া আউট্রিচ প্রোগ্রাম (নাগরিক মাধ্যম প্রসার প্রকল্প) এর আবেদনের শেষ তারিখ ৩রা ডিসেম্বর, সোমবার পর্যন্ত বাড়ানো হয়েছে। আদর্শ প্রার্থীরা বিস্তারিত আর উদ্ভাবনমূলক প্রস্তাব দেবেন যেখানে তারা সুবিধাবন্চিত জনগনকে নাগরিক মিডিয়ার কলাকৌশল আর ব্লগিং, ভিডিও ব্লগিং পডকাস্টিং ইত্যাদি নতুন মিডিয়া টুল সম্পর্কে জানাবে ও শিক্ষা দেবে এবং তাদের কাছে এই প্রযুক্তিগুলো সহজলভ্য করবে যাতে তারা অন্য সবার মত নিজেদের প্রকাশ করতে পারে বিশ্বের কাছে।

দ্বিতীয়বারের আর্থিক অনুদান পদ্ধতি প্রথমবারের চেয়ে একটু আলাদা। আগের মতো ইমেইলে দরখাস্ত জমা দেয়া যাবে তবে এবার উইকিতে তা উন্মুক্তভাবে প্রকাশও করা যাবে। সুখবর হচ্ছে যে এখানে ফিডব্যাকের সুবিধা রয়েছে যা থেকে জানতে পারবেন যে কি করে এই প্রস্তাব আরো অনুদানের উপযোগী করা যায়। এই ধরনের প্রস্তাব যে কোন সময় প্রকাশ করা যাবে উইকিতে আর যে কোন সময় দরকার মতো ঠিক করা যাবে। অবশ্য সব দরখাস্ত নতুন তারিখ ডিসেম্বর ৩, ২০০৭ এর সময়সীমার মধ্যে চুড়ান্ত করতে হবে।

আপনি যদি নিজের জন্য অনুদানের আবেদন না করতেও চান তারপরও আপনি এই বারের আবেদনকারীদের সাহায্য করতে পারেন তাদের খোলা প্রস্তাবে মতামত দিয়ে। সব আবেদনের লিস্ট পাওয়া যাবে রাইজিং ভয়েস উইকির প্রথম পাতায়। যেকোন একটাপ্রকল্প প্রস্তাবে মতামত দিতে পাতার উপরের মন্তব্য ট্যাবে চাপ দিন।

উইকি ব্যবহার করা জানতে নীচের স্ক্রিনঙ্কাস্ট দেখতে পারেন বা উইকির নির্দেশিকাও দেখতে পারেন। ইমেইলে দরখাস্ত জমা দিতে চাইলে ফর্মটি ডাউনলোড করে ডিসেম্বর ৩, ২০০৭ এর মধ্যে outreach@globalvoicesonline.org এই ঠিকানায় পাঠান। দেরীতে পাওয়া দরখাস্ত বিবেচনা করা হবে না।

আবেদনপত্র ডাউনলোড করুন (.doc format)

আবেদনপত্র ডাউনলোড করুন (.pdf format)

Rising Voices Screencast

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .