রাশিয়া: ১৯৩৭ সালের শহীদদের স্মরণ; তাদের নাম পডকাস্টের মাধ্যমে উচ্চারন

১৯৩৭ সালের স্ট্যালিনের বৃহৎ সন্ত্রাসের সত্তুর বছর অতিক্রান্ত হয়েছে কিন্তু এখনও বহু রাশিয়ান তাদের দেশের জঘন্য অতীত সম্পর্কে অজ্ঞাত; জানাচ্ছে উইন্ডোজ অন ইউরেশিয়া। তবুও, শতশত লোক গতকাল লুবিআন্কাতে এসেছিল হাজার হাজার মৃতের নামগুলো পড়তে; এবং পডন্ট্যানশিয়া নামে মস্কো বেইজড ফাউন্ডেশন ফর ইন্ডেপেন্ডেন্ট রেডিও ব্রডকাস্টিং একটি পডকাস্টিং প্রকল্প এই ১২ ঘন্টা ব্যাপি অনুষ্ঠানটি রেকর্ড করেছে এবং এখানে পোস্ট করেছে (রাশিয়ান ভাষায়)।

- ভেরোনিকা খখলোভা

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .