মায়ানমার: বৌদ্ধভিক্ষুদের প্রতিবাদে লাখো লোকের যোগদান

মায়নমারের (বার্মার) প্রাক্তন রাজধানী ও সর্ববৃহৎ শহর ইয়ান্গুনে আজ যে বিশাল প্রতিবাদ সমাবেশ হয়েছে তার ভিডিও ও ছবি পোস্ট করছেন মায়ানমারের ব্লগাররা। এই প্রতিবাদে নেতৃত্ব দিয়েছেন বৌদ্ধভিক্ষুরা। বার্মার সামরিক জান্তার বিরুদ্ধে মাসব্যপী প্রতিবাদের এটিই সর্বশেষ। এর শুরু হয়েছিল তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে।

বার্মা ডাইজেস্টের সৌজন্যে

নিন্মোক্ত ব্লগগুলোতে প্রতিবাদ সমাবেশের ছবি রয়েছে (ব্লগ অফ নিন চান ইয়ার মারফত প্রাপ্ত):

নিকনেইমান ব্লগ
জাস্টিস এন্ড ইনজাস্টিস
সোনসিয়ার ব্লগ (ইয়ান্গুনের রাস্তা থেকে একটি ভিডিও ক্লিপ)
মায়ানমার মিডিয়া, এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ওয়াচ

সা-নারে-নার উক্ত ব্লগে কমেন্ট করছেন:

আমি আমার সমস্ত ডাক্তার বন্ধুদের অনুরোধ করব এই সব ভিক্ষুদের সাহায্য করতে। আমার মনে হয় এরা ঠিক কাজটিই করছে। তোমার কাছের ডাক্তারদের আহত ভিক্ষুদের কথ্যগুলো জানাও যাতে তারা তাদের কাছে গিয়ে শুশ্রূষা করতে পারে। ডাক্তার, গ্রাম্য চিকিৎসক বা নার্স যে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে।

- প্রীতম রাই

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .