কিউবা: ক্যাস্ট্রোর বক্তৃতা

” রাউল ক্যাস্ট্রো সাধারন কিউবাবাসীর আগ্রহের বিষয় বিশালাকার সমস্যাগুলো নিয়ে বললেন… তিনি জনগনের কাছে এই আশার বেলুন ফোলাচ্ছেন যে একটি বড় ধরনের পরিবর্তন আসছে.. যা তার দেয়া প্রতিশ্রুতিগুলো ভবিষ্যতে পুরনে সাহায্য করবে।” – লিখছেন দ্যা কিউবান ট্রায়াঙল ক্যাস্ট্রোর ২৬শে জুলাই বক্তৃতা সম্পর্কে।

ওদিকে চাইল্ড অফ দ্যা রেভল্যুশন (বিপ্লবের সন্তান) বলছেন: “ক্যামাগুয়েতে রাউল ক্যাস্ট্রোর দেয়া বক্তৃতা সম্পর্কে আপনাদের কি মনে হয়? সংস্কারপন্থী? নাকি এর বেশী কিছু? পরস্পরবিরোধিতায় পূর্ন?

- জানিন মেন্ডেস ফ্রান্কো

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .