মায়ানমার টাইমস সংবাদপত্রে প্রকাশিত খবরের মাধ্যমে বার্মিজ জান্তাকে লুকানো সংকেত

মায়ানমারের কয়েকজন ব্লগার ২৩ জুলাই ২০০৭, সোমবারের মিয়ানমার টাইমসে প্রকাশিত একটা বিজ্ঞাপন নিয়ে আলোচনা করছেন। ধারনা করা হচ্ছে যে তাতে কোন লুকানো সংকেত আছে।
ব

এন৩ নামক ব্লগার বলছেন যে ট্রাভেল এজেন্সির বিজ্ঞাপন হিসাবে প্রকাশিত বার্তাটি উলটো ভাবে দেয়া ছিল। লুকানো বার্তার প্রথম অংশে “Freedom” (স্বাধীনতা) আর দ্বিতীয় অংশে “Killer Than Shwe” (খুনি থান সুই) লেখা আছে।

মে১১ ব্লগ এই ধরনের বার্তার কারন বের করার জন্য বিজ্ঞাপনের সূত্র খুজেছেন এবং বলছেন:

বিজ্ঞাপনটি দেখে মনে হচ্ছিল যে স্ক্যান্ডিনেভিয়ান দেশ থেকে বার্মাতে টুরিষ্ট আসার ব্যাপারে উৎসাহ দিচ্ছে, আসলে এতে বারমিজ জান্তার জন্য একটা গোপন বার্তা ছিল। (বিজ্ঞাপনে উল্লেখিত) কবিতার প্রত্যেক লাইনের প্রথম শব্দ দিয়ে “freedom” (স্বাধীনতা) আর বোর্ড অফ আইসল্যান্ডিক ট্রাভেলস এজেন্সির নাম উল্টোভাবে বানান করলে “Killer Than Shwe” (খুনি থান সুই) হয়।

জেনারেল থান সুই হচ্ছেন মায়ানমারের শাসক সামরিক জান্তার নেতা ।

ইতিমধ্যে নিয়েইন চান ইয়ার এই বিজ্ঞাপন কাগজে ছাপানোর জন্য এর পেছনের দলকে ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপনটি ড্যানিশ স্ট্রিট আর্ট গ্রুপ সারেন্ড দ্বারা প্রেরিত। সারেন্ড ইরানেও একবার একই ধরনের চালাকি করেছিল।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .