কেনিয়া: নাইরোবিয়ানদের ২২টি স্বভাব

গার্ল ইন দ্যা মিডো ব্লগ তালিকা দিয়েছে নাইরোবিয়ানদের ঘৃনা-ভালবাসার ২২টি স্বভাবের:

১. নাইরোবিয়ানরা সন্তান সম্ভবা মহিলাদের দিকে তাকিয়ে থাকতে পছন্দ করে (ঘৃনা)।
২. নাইরোবিয়ানরা এমনি তাকিয়ে থাকতে পছন্দ করে (ভালবাসা) যা আত্মসম্মানবোধকে জাগাতে সাহায্য করে।
৩. নাইরোবিয়ানরা সব সময় দৌড়ের উপর থাকে।
৪. কিন্তু আপনি যদি কোন ফাঁকা স্থানে তাকিয়ে থাকেন তবে ৩ নম্বর স্বভাব সত্যি হওয়া সত্যেও নাইরোবিয়ানরা থামবে এবং আপনার সাথে তাকিয়ে থাকবে।
৫. নাইরোবিয়ানদের বিদেশীদের সম্পর্কে অহেতুক ভয় নাই। তারা মানুষকে ভালবাসে (ভালবাসা)
৬. আপনি বাসের ভাড়া না দিয়ে বাড়ী ফিরতে পারবেন। আপনার মানিব্যাগ হারিয়ে গেছে বলে গল্প ফাঁদেন (তারা মানূষ ভালবাসে)…..

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .