মিশরঃ দুই ব্লগার গ্রেপ্তার

মিশরের ওয়াচম্যান ব্লগ জানিয়েছেন যে আনা বাহেবেক ইয়া মাসর (আমি মিশরকে ভালবাসি) ব্লগের আহমেদ এল গেইজাওয়ি  আর মানফা ব্লগের মোয়াতাজ আদেল  আজ গ্রেপ্তার হয়েছে।

এরা মিশরের একটা সামরিক আদালতে মুসলিম ব্রাদারহুডের একটা কেস দেখতে যাচ্ছিল। মিশরের ওয়াচম্যান ব্লগ বাক স্বাধীনতায় বিশ্বাসীদের সকলকে আহ্বান করেছেন এই দুই আটক ব্লগার এর পাশে এসে দাঁড়াতে।

এই গ্রেপ্তার সম্বন্ধে তিনি মন্তব্য করেছেন: “মনে হয় যে ব্লগাররা রাজনৈতিক মামলা সম্পর্কে লিখতে গেলে নিরাপত্তা বিভাগ চিন্তিত হয়ে যায়, যদিও ব্লগাররা এই ধরনের রিপোর্টিং খুব ভালভাবে করে।”

তাহিইস ব্লগ ইতিমধ্যে ময়াতাজ আদেলের মুক্তির কথা জানিয়েছে যদিও গেইজাওয়িকে এখনও জিগাসাবাদ করা হচ্ছে।

ব্লগারদের গ্রেপ্তার করা বর্তমানে মিশরে একটা প্রায় নিয়মিত ব্যাপারে পরিণত হচ্ছে বিশেষ করে সেই সব ব্লগাররাই হন লক্ষ্যবস্ত যারা মিশরের রাজনৈতিক অবস্থা তুলে ধরছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .