দক্ষিন এশিয়া ব্লগ রিভিউ: ক্রিকেট জয় ও আপসেট

২০০৭ এর বিশ্বকাপ ক্রিকেট সপ্তাহান্তে জন্ম দিয়েছে অনেকগুলো বিস্ময়ের৷ আয়ারল্যান্ড পাকিস্তানকে হারিয়েছে আর বাংলাদেশ তাদের নিজস্ব খেলায় হারিয়েছে ভারতকে৷ দুটো ফলাফলই ছিলো অপ্রত্যাশিত, বিশেষ করে প্রথমটি৷ ব্লগস্ফিয়ার জুড়ে তাই হার জিত নিয়ে চলেছে মন্তব্য এবং ভাবনা৷ রিজওয়ান মন্তব্য করেছেন ভারতে বাংলাদেশ দল সম্পর্কে যে ধারনা তা নিয়ে৷

এই উদাহরনকে আর কি বলা যায়? দম্ভ এবং অন্যদেরকে খাটো চোখে দেখার জন্য ভারতের খেসারত৷ যেমটা প্রচলিত কথা আছে, যারা অন্যদের বিচারে নিজেদের সম্পর্কে খুব উচু ধারনা পোষন করে তারাই সবচেয়ে খারাপ বিচারক৷ বাংলাদেশ দল ২০০৬ সালে যথেষ্ট উন্নতি করেছে যা সম্পর্কে উদাসীন ছিলো ভারত৷ বাংলাদেশের টেকনিকে উন্নতি হয়েছে এবং অনেক বিরোধী দলকে হারিয়ে দেওয়ার সাফল্য দেখিয়েছে তারা৷

আনহার্ড ভয়েসেস-এ ব্যক্তিগত বেশ কিছু মতামতের সংগ্রহ করা হয়েছে যারা এর পাঠকদের কাছে মতামত চেয়েছিলো৷

কোথায় ছিলেন আপনি গত রাতে যখন মুশফিক জয়ের জন্য করা চার রানটি করে এবং আপনি কিভাবে এই উত্‍সবটি উযযাপন করেছেন৷ আমাদের সাথে গল্পটি শেয়ার করুন এবং যে জায়গাতেই আপনি ছিলেন তার ছবি পাঠিয়ে দিন৷ আমরা তা প্রকাশ করবো৷

অন্যদিকে পাকিস্তানের হয়েছে দুইগুন ক্ষতি৷ তারা আয়ারল্যান্ডের সাথে হারা ছাড়াও তাদের দলের কোচ বব উলমার মারা গেছেন জ্যামাইকাতে

ভারত এবং পাকিস্তানে অবস্থাদৃষ্টিতে মনে হচ্ছে তারা ভুলে গেছে যে এটা একটি খেলা মাত্র৷ চৌরঙ্গী যেমন লিখেছে কিভাবে পুরো দলকে আত্নহত্যা করা এবং দেশে না ফেরা উচিত৷ এ থেকে প্রতিয়মান যে মিডিয়া ছাড়াও, সমর্থকরা খেলাকে একটি অসুস্থ এবং পাগলামীর পর্যায়ে নিয়ে গেছে৷

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .