বাংলাদেশ : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ekush.jpg

জ ২১শে ফেব্রুয়ারী ইউনেস্কোর উদ্দ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হচ্ছেএর মুল লক্ষ্য হচ্ছে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির স্বকীয়তাকে তুলে ধরাএটি আসলে একুশে ফেব্রুয়ারীবা বাংলাদেশের মাতৃভাষা আজ ২১শে ফেব্রুয়ারী ইউনেস্কোর উদ্দ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হচ্ছে এর মুল লক্ষ্য হচ্ছে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির স্বকীয়তাকে তুলে ধরাএটি আসলে একুশে ফেব্রুয়ারীবা বাংলাদেশের মাতৃভাষা দিবসেরই আর্ন্তজাতিক স্বীকৃতি১৯৫২ সালে পাকিস্তানী সশস্ত্র বাহিনী বাংলাকে মাতৃভাষা হিসাবে প্রতিষ্ঠার জন্যে আন্দোলন রত বাঙালীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল

শাওন৬৮ গর্বের সাথে জানাচ্ছে:

”Ekush” হচ্ছে বাংলায় ২১, এবং ”Ekusheyমানে ২১ তারিখবাংলাদেশে একুশে মানেই একুশে ফেব্রুয়ারী, যেই দিনটিতে বাংলাদেশ ১৯৫২ সালের শহীদদের স্মরন করে এবং গর্বের সাথে বাংলা ভাষা আন্দোলনকে উদযাপন করে

পিনাকি ভাষা আন্দোলনে সম্পৃক্ত ব্যক্তিদের এবং এর শহীদদের একটি তালিকা তৈরি করেছে

ইতিহাসের পাতা থেকে: ১৯৪৭ সালে ভারত ভাগ হয়ে পৃথিবীর বুকে জন্ম নেয় প্রায় ১৬০০ মাইল দুরে অবস্থিত, ও ভারত দ্বারা বিচ্ছিন্ন্ পাকিস্তানের দুটি অংশ, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানএই বিভক্তির পেছনে কাজ করেছে মোহাম্মদ জিন্নাহর ধর্মভিত্তিক দ্বিজাতিত্তযা ভাষা ও সংস্কৃতিকে বিবেচনায় না রেখে শুধু মাত্র ধর্মের মিলকেই জাতি গঠনের জন্যে গুরুত্বপুর্ন বলে বিবেচনা করেনবগঠিত পাকিস্তানের অধিকাংশের বাস ছিল পূর্ব পাকিস্তান এবং তাদের মাতৃভাষা বাংলাএই ভাষার গৌরবময় ঐতিহ্য হাজার বছরেরও বেশী বছর ধরে রয়েছেবাংলা উন্নত সংস্কৃতিও হাজার বছরের পুরোন যার সাথে পশ্চিম পাকিস্তানের সংস্কৃতির সাথে অল্পই মিল রয়েছে১৯৫২ সালে যখন পাকিস্তানের নব্য ঔপনিবেশিক উদ্ধত শাষকেরা হুন্কার দেয়, ’ উর্দ্দু, শুধু উর্দ্দু ই হবে সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষাপুর্ব পাকিস্তানের মানুষেরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠার আন্দোলনে ফেটে পরে যা পরবর্তীতে ভাষা আন্দোলনে রুপ নেয়। (স: , )

shahid-minar.jpg

এই ভাষা আন্দোলনকে এবং এর শহীদদের স্মরনীয় করে রাখতে, যে স্থানে পুলিশ গুলি চালিয়েছিল সেখানে শহীদ মিনারগড়ে তোলা হয়েছেএই ভাবগাম্ভীর্যপূর্ন এবং রুপক ভাষ্কর্যটি বাঙালী জাতীয়তাবাদেরও একটি গুরুত্বপুর্ন নিদর্শন প্রতি বছর একুশে ফেব্রুয়ারী ভোর থেকে লাখো মানুষ খালি পায়ে হাতে ফুল নিয়ে শহীদ মিনারে যায় তাদের শ্রদ্ধা জানাতেসবার গায়ে থাকে সাদা ও কালোর সংমিশ্রনে ঐতিহ্যবাহী পোশাক এবং কন্ঠে শহীদ স্মরনে গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি

জাহান্গীর আলম কিছু ছবি দিয়েছেন যা দেখে বোঝা যাবে বাংলাদেশে একুশে ফেব্রুয়ারী কিভাবে উদযাপিত হয়

১৯৭২ সাল থেকে প্রতি বছর বাঙলা একাডেমি প্রাঙনে একুশে বই মেলার আয়োজন করা হয়ে থাকেএরশাদ এবছর বইমেলার কিছু ছবি দিয়েছেন তার ফটোব্লগে

বিশ্বের প্রায় ২৭% ভাষা এখন নিশ্চিহ্ন হয়ে যাবার পথেবিপন্ন ভাষা রক্ষা ফাউন্ডেশনেরবক্তব্য পৃথিবীর ৮৩% ভাষা নির্দিষ্ট দেশের মধ্যেই সীমাবদ্ধ যা উক্ত দেশগুলোর নীতিমালা দ্বারা নিয়ন্ত্রিত হয়ফলে কোন সরকারের হঠকারী সিদ্ধান্ত একটি ভাষার মৃত্যুর কারন হয়ে দাড়াতে পারে

২০০৭ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে মাতৃভাষার সাথে মাল্টিলিঙুয়ালিজমের সম্পর্ক

গ্লোবাল ভয়েসেস অনলাইনও ভাষার স্বকীয়তা ও ভিন্নতাকে তুলে ধরতে পক্ষপাতীঅচিরেই এটি তার নিজস্ব সাইটে মুল ইংরেজীর পাশাপাশি বাংলা, চাইনিজ, ফরাসী, পর্তুগীজ, রাশিয়ান ও স্প্যানিস এই কয়েকটি ভাষায় অনুবাদকৃত লেখা তুলে ধরবেফলে একটি নির্দিষ্ট ভাষার লোকদের পক্ষে সম্ভব হবে নিজের ভাষায় অন্য ভাষার লোকের মন্তব্য পড়বার

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .