লিঙ্গুয়া প্রকল্প

মোহাম্মেদ এলগোহারি

মোহাম্মেদ এলগোহারি, লিঙ্গুয়া ব্যবস্থাপক, ফিলিপাইন্সের সেবুতে অনুষ্ঠিত গ্লোবাল ভয়েসেস সামিটে। ছবি তুলেছেন জেরেমি ক্লার্ক, গ্লোবাল ভয়েসেসের প্রযুক্তি পরিচালক।

লিঙ্গুয়া প্রকল্প পৃথিবীজুড়ে শত শত স্বেচ্ছাসেবী অনুবাদক কর্তৃক ইংরেজী ছাড়া অন্যান্য ভাষায় মূল ইংরেজি গ্লোবাল ভয়েসেস সাইটের বিষয়বস্তু তুলে ধরার প্রচেষ্টায় রত। মোহাম্মেদ এলগোহারি হচ্ছেন এই প্রকল্পের লিঙ্গুয়া ব্যবস্থাপক। আমাদের অনুসরণ করুন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেঃ ফেসবুক, টুইটার, গুগল প্লাস, এবং আমাদের কমিউনিটি ব্লগের মাধ্যমে।

যদি আপনি অংশগ্রহণ করতে আগ্রহী হন তবে এই আবেদন ফর্মটি ব্যবহার করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্যে। কোন প্রশ্ন আছে? তাহলে আমাদের লিঙ্গুয়া স্বেচ্ছাসেবক প্রদায়ক সংক্রান্ত তথ্য দেখুন।

এই প্রকল্পের ইতিহাস

ভারতে অনুষ্ঠিত গ্লোবাল ভয়েসেস সামিট ২০০৬ এ একটি সেসনে ছিল গ্লোবাল ভয়েসেস এবং ভাষা নিয়ে একটি ওয়ার্কশপ। সেটির দ্বারা অনুপ্রাণিত হয়ে একদল ফরাসী ভাষাভাষী ব্লগার গ্লোবাল ভয়েসেস এর প্রতিষ্ঠাতা ইথান জুকারম্যান এবং রেবেকা ম্যাকিনন এবং তাইওয়ানের স্বেচ্ছাসেবক পোর্টনয়ের কাছে প্রস্তাব দেয় পোর্টনয়ের জনপ্রিয় গ্লোবাল ভয়েসেস এর চাইনিজ ভার্সন এর মত একটি ফরাসী ভাষার সাইট খোলার জন্যে। অন্যান্য ভাষার কমিউনিটিরা আগ্রহ প্রকাশ করে এবং লিঙ্গুয়া প্রকল্প চালু হয়।

আপনারাও অংশ নিন

ভাষার ব্যবহার কোন সম্প্রদায়ের চলমানতাকে প্রতিফলিত করে। লিঙ্গুয়া প্রকল্পের সেচ্ছাসেবী অনুবাদকরা প্রথম পাতা বা উপরের পাতায় তাদের কৃতিত্ব সম্পর্কে উল্লেখিত হন। তারা অনুবাদক হিসাবে তাদের অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করতে পারেন এবং গুরুত্বপূর্ণ স্থানে উপস্থাপিত হতে পারেন। লিঙ্গুয়া অনুবাদকেরা বিশ্বের অঞ্চল/ভাষাগুলোর মধ্যে সেতুবন্ধন করছে এবং ভাষার সম্প্রসারণ করছে। আপনি যদি অংশগ্রহণ করতে চান তবে সংশ্লিষ্ট ভাষা প্রকল্পের সাইট ব্যবস্থাপকের সাথে অনুগ্রহ করে যোগাযোগ করুন এই ফর্মের মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে। ধন্যবাদ। নতুন কোন ভাষা যোগ করতে চাইলে আমাদের অনুরোধ পাঠান!