আর এস এস ফিড পাতা

GV RSS feeds

গ্লোবাল ভয়েসেস অনলাইন এর সমস্ত লেখা সংশ্লিষ্ট দেশ, অঞ্চল, বিষয় এবং লেখক অনুযায়ী তালিকাভুক্ত করে রাখে। আপনারা আপনাদের নিজস্ব ওয়েবসাইটে আপনার পছন্দের অংশটুকু তুলে ধরতে পারেন। আমাদের বিষয়বস্তু তুলে ধরার নীতিমালা দেখতে পারেন তা করার আগে।

আর এস এস কি?

আর এস এস মানে হচ্ছে “খুব সহজে ভাগ করার” একটি ব্যবস্থা যা ওয়েবের বিভিন্ন স্থান থেকে অনলাইন পত্রিকা, ম্যাগাজিন ও ব্লগ ইত্যাদির বিভিন্ন বিভিন্ন বিষয়বস্তু সংগ্রহ ও তুলে ধরাকে সহজ করে।

আর এস এস ফিডে সম্প্রচারিত বিষয়বস্তু “নিউজ রিডার” বা “অ্যাগ্রেগেটর” নামক সফ্টওয়্যার দ্বারা পঠিত হয়। আরও জানার জন্যে এ সংক্রান্ত উইকিপিডিয়ার ভুক্তি দেখুন।

পুরো সাইটের ফিড (অনেক তথ্য সম্প্রচার করে)

  • RSSপুরো সাইটের ফিড (সবকিছু)
  • RSSশুধু বড় পোস্টগুলো (বাম পাশে থাকা)
  • RSSশুধু ছোট রাউন্ডআপগুলো (ডান পাশে থাকে)

নির্দিষ্ট কিছু ফিড

  • RSSনির্বাচিত আর্টিকেল (সম্পাদক নির্বাচন করেন)
  • RSSভিডিও সহ পোস্ট
  • RSSছবিসহ পোস্ট

সংশ্লিষ্ট প্রকল্পের ফিডগুলো

লেখকদের ফিড

আপনারা যদি নির্দিষ্ট লেখকদের অনুসরণ করতে চান তাহলে তাদের প্রোফাইল পাতায় গিয়ে তাদের নামের পাশে কমলা রংয়ের “ফিড” লেখা বোতামে চাপ দেবেন। এখানে সব লেখকদের তালিকা রয়েছে.

অঞ্চলভিত্তিক ফিড

দেশভিত্তিক ফিড

বিষয়বস্তু অনুযায়ী ফিড

বিশেষ কাভারেজের ফিড