গ্লোবাল ভয়েসেস নেটওয়ার্ক পোস্টার

নীচের কমলা বোতামটি টেপার মাধ্যমে আপনি ২৫ মার্কিন ডলার বা এর বেশী দান করতে পারবেন এবং আমরা আমাদের নতুন পোস্টারটি আপনার কাছে পাঠিয়ে দেব। এই প্রাচীরপত্রে দেখা যাবে গ্লোবাল ভয়েসেস আর ২০১১ সালের সবচেয়ে বেশী কৌতুহলোদ্দীপক কথোপকথনের প্রতি “মনোযোগের গুচ্ছ”। আমরা খুব অল্প সংখ্যক প্রাচীরপত্র প্রকাশ করেছি যা শুধুমাত্র নীচের লিংকের মাধ্যমে পাওয়া যাবে।



এই সংগ্রহে রাখার মত পোস্টারটি যারা নাগরিক গণমাধ্যমে সম্পর্কে উৎসাহী তাদের জন্যে একটি দারুণ উপহার হতে পারে।

উপরি পাওনা হিসেবে আমাদের প্রতীক, সংশোধনাতীত জিভি ফেরেট, আপনাকে চিরকাল ভালবাসবে।

গ্লোবাল ভয়েসেস পোস্টার

আপনি যদি চান তাহলে এই স্বল্প মানের পোস্টারটি প্রিন্ট করে ব্যবহার করতে পারেন এবং যাকে পোস্টারটি দেবেন তাকেও জানাতে পারেন। আপনি যদি নিজেই পোস্টারটি রেখে দিতে চান তাহলে আমরা কিছু বলব না। জানুয়ারী ২০১২ থেকে পোস্টার পাঠানো শুরু হবে।

আমাদের প্রাচীরপত্রের সহযোগী হচ্ছে মর্নিংসাইড অ্যানালিটিক্স, যারা গ্লোবাল ভয়েসেস বা অনুরূপ সাইটকে লিংক করে এমন ব্লগারদের “মনোযোগের গুচ্ছ” বিশ্লেষণ করেছেন। এই পোস্টারের মাধ্যমে গ্লোবাল ভয়েসেস সমাজের উদ্দেশ্য চিত্রায়িত হয়েছে যেখানে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বছর এবং তার উপর নাগরিক গণমাধ্যমের প্রভাবকে শৈল্পিকভাবে উপস্থাপিত হয়েছে। এই পোস্টারটি শুধুমাত্র উপরের লিংকের মাধ্যমে পাওয়া যাবে যা আপনার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে। আমরা জানুয়ারী ২০১২ থেকে পোস্টারটি ডাকে পাঠাবো।

সকল সাহায্য গ্রহণ করবে ফ্রেন্ডস অফ গ্লোবাল ভয়েসেস (গ্লোবাল ভয়েসেস এর বন্ধুরা), একটি স্বাধীন ৫০১(সি)৩ অলাভজনক প্রতিষ্ঠান যা বিশ্বব্যাপী নাগরিক এবং অনলাইন গণমাধ্যমকে সহায়তা করতে প্রতিজ্ঞ। ফ্রেন্ডস অফ গ্লোবাল ভয়েসেস (গ্লোবাল ভয়েসেস এর বন্ধুরা) এ করা দান মার্কিন নাগরিকদের জন্যে করমুক্ত। পেপালের সহায়তায় (অ্যাকাউন্ট থাকার দরকার নেই) অধিকাংশ ক্রেডিট কার্ড এর মাধ্যমে অর্থ পাঠানো যাবে।

আরও তথ্য দরকার? আমরা বিশ্বব্যাপী আমাদের ৫০০ জনেরও অধিক লেখকদের নিয়ে একটি ভিডিও তৈরি করেছি যাদের আপনি সহায়তা করবেন:

আমাদের কাছে টুইটারের মাধ্যমে @globalvoices প্রশ্ন পাঠান, এবং গ্লোবাল ভয়েসেস এর অংশ হবার জন্যে ধন্যবাদ। #givegv (#গিভজিভি)