· মে, 2015

গল্পগুলো আরও জানুন বাহরাইন মাস মে, 2015

টুইট করার অপরাধে মানবাধিকার রক্ষা কর্মী নাবিল রজবের ছয় মাসের কারাদণ্ড বহাল রাখল বাহরাইনি আদালত

জিভি এডভোকেসী  19 মে 2015

বাহরাইনের একটি আদালত আজ মানবাধিকার রক্ষা কর্মী নাবিল রজবের বিরুদ্ধে জারিকৃত ছয় মাসের কারাদণ্ডাদেশ বহাল রেখেছে। তিনি টুইটারে আইএসআইএস সম্পর্কে মন্তব্য করেছিলেন। তাঁর সেই মন্তব্যের কারনে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছিল।