· জুন, 2013

গল্পগুলো আরও জানুন বাহরাইন মাস জুন, 2013

স্কাইপি ও ভাইবার এর জন্য নতুন নিয়ম চালু করল বাহরাইন

বাহরাইনে একটি নতুন আইন চালুর পিছনে "নিরাপত্তা বিবেচ্য বিষয়" কারণ হিসাবে উদাহৃত হচ্ছে, যেটি সেখানে স্কাইপি, হোয়াটস অ্যাপ, ভাইবার এবং ট্যাঙ্গোর মতো ইন্টারনেটের জনপ্রিয় সেবাগুলোর ব্যবহার বন্ধ করে দিতে পারে। কিছু সরকারি কর্মকর্তারা বলছেন, যোগাযোগ মন্ত্রণালয় ভিওআইপি প্রযুক্তির ব্যবহারের উপর নিয়ন্ত্রণ স্থাপনের উদ্দেশ্যে সেখানে একটি গবেষণা শুরু করেছে।