ফিলিস্তিনের স্বপক্ষে বিশ্বঃ প্রতিটি মহাদেশে অনুষ্ঠিত হচ্ছে বিক্ষোভ

সম্প্রতি যখন থেকে গাজায় ইজরায়েল হামলা চালানো শুরু করেছে, সেদিন থেকে ফিলিস্তিনের সমর্থনে বিশ্বের অজস্র শহরে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়েছে এবং চলমান এই হামলা বন্ধের দাবী জানানো হচ্ছে। ফিলিস্তিনের প্রতি একাত্মতা প্রদর্শনের প্রয়োজনীয়তাকে স্বীকৃতি প্রদানের জন্য এই সমস্ত বিক্ষোভ নথিভুক্ত করার লক্ষ্যে একটি টাম্বলার একাউন্ট তৈরী করা হয়েছে। ছদ্মনামের এই একাউন্ট থেকে বিবৃতি প্রদান করা হয়েছে যে এটি তৈরীর উদ্দেশ্য হচ্ছে ইজরায়েল-এর এই চলমান হামলা এবং সামগ্রিক শাস্তি প্রদানের ঘটনায় ফিলিস্তিনের প্রতি একাত্মতা প্রর্দশনের “ছবি, ভিডিও এবং সংবাদ সংগ্রহ”। সারা বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত বিক্ষোভের মধ্যে থেকে সামান্য কয়েকটি ছবি নীচে তুলে ধরা হল।

"World Cup protests in Brazil become Gaza protests."

“ব্রাজিলে বিশ্বকাপ বিরোধী বিক্ষোভ, গাজার জন্য বিক্ষোভে পরিণত হয়েছে-জুলাই ১২, ২০১৪।”

Kabul, Afghanistan - July 13, 2014.

কাবুল, আফগানিস্তান–জুলাই ১৩, ২০১৪।

Hyderabad, India - July 13, 2014.

হায়দ্রাবাদ, ভারত–জুলাই ১৩, ২০১৪।

Helsinki, Finland - July 12, 2014.

হেলসিঙ্কি, ফিনল্যান্ড–জুলাই ১২, ২০১৪।

Istanbul, Turkey - July 12, 2014.

ইস্তাম্বুল, তুরস্ক–জুলাই ১২, ২০১৪।

San Francisco, CA (US) - July 12, 2014.

সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া (যুক্তরাষ্ট্র )–জুলাই ১২, ২০১৪।

South Korea - July 12, 2014.

সিউল, দক্ষিণ কোরিয়া–জুলাই১২, ২০১৪।

The Hague, Netherlands - July 12, 2014.

দি হেগ, নেদারল্যান্ডস–জুলাই ১২, ২০১৪।

Japan - July 12, 2014.

জাপান–জুলাই ১২, ২০১৪।

"Today, the people of South Africa marched in support of the Palestinians that are suffering under the Occupation. Nelson Mandela once said “We know too well that our freedom is incomplete without the freedom of the Palestinians.” So today we stood up to be the voice of the voiceless." - July 13, 2014.

“দক্ষিণ আফ্রিকার নাগরিকরা দখলদারিত্বের মাঝে যন্ত্রণা ভোগ করা ফিলিস্তিনি নাগরিকদের সমর্থনে আজকে এক শোভাযাত্রা বের করেছে। নেলসন ম্যান্ডেলা একবার বলেছিলেন “ আমরা খুব ভালো ভাবে জানি যে ফিলিস্তিনি নাগরিকদের স্বাধীনতা ছাড়া আমাদের স্বাধীনতা অসম্পূর্ণ”। কাজে আজ আমরা কণ্ঠস্বরহীন নাগরিকদের কণ্ঠস্বর প্রদানে উঠে দাঁড়িয়েছি–জুলাই ১৩, ২০১৪।

Indonesia - July 12, 2014.

ইন্দোনেশিয়া–জুলাই ১২, ২০১৪।

"Montreal protesters holding the longest Palestinian flag in the world during Gaza Solidarity protest on Friday July 11, 2014."

“শুক্রবার, ১১ জুলাই ২০১৪-এ মন্ট্রিলে অনুষ্ঠিত গাজার প্রতি একাত্মতা বিক্ষোভ–এ বিক্ষোভকারীরা বিশ্বের সবচেয়ে লম্বা ফিলিস্তিনি পতাকা হাতে ধরে রাখে।”

Maldives - July 12, 2014.

মালদ্বীপ–জুলাই ১২, ২০১৪।

Tunis, Tunisia - July 13, 2014.

তিউনিস, তিউনিসিয়া–জুলাই ১৩, ২০১৪।

Valparaiso, Chile - July 12, 2014.

ভ্যালপারাইজো, চিলি–জুলাই ১২.২০১৪।

Berlin, Germany - July 12, 2014.

বার্লিন, জার্মানি–জুলাই ১২, ২০১৪।

Canberra, Australia - July 18, 2014.

ক্যানবেরা, অস্ট্রেলিয়া–জুলাই ১৮, ২০১৪।

"On July 12th a group of people organised a silent protest in Krakow – in solidarity with Gaza. Protesters printed names of all the children martyred in Gaza during operation “Protective Edge”."

“১২ জুলাই তারিখে গাজার প্রতি একাত্মতা প্রদর্শন করে ক্রাকাও (পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর)-এর একদল নাগরিক এক নীরব প্রতিবাদের আয়োজন করে। বিক্ষোভকারীরা ‘প্রটেকটিভ এজ’ নামের ওই হামলায় নিহত সকল শহীদ শিশুর নাম ছাপিয়েছে”।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .