বিবৃতিঃ মেধাবী তাজিক শিক্ষার্থী আলেকজান্ডার সোডিকোভের মুক্তির দাবি জানাল গ্লোবাল ভয়েসেস

Alex Sodiqov with his wife and baby. Photo used with permission.

স্ত্রী ও সন্তানের সাথে অ্যালেক্স সোডিকভ। ছবিটি অনুমতিক্রমে ব্যবহৃত।  

গ্লোবাল ভয়েসেস সম্প্রদায় আলেকজান্ডার সোডিকভের মুক্তি দাবি জানিয়েছে। টরোন্টো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি’তে অধ্যয়নরত তাজিক শিক্ষার্থী এবং গ্লোবাল ভয়েসেসের এই লেখককে সম্প্রতি তাজিকিস্তানে কারাবন্দী রাখা হয়েছে।

তাজিকিস্তানের স্বায়ত্ত শাসিত গর্নো-বাদাখশান অঞ্চলে গত ১৬ জুন তারিখে এলেক্সকে গ্রেপ্তার করা হয়। তিনি এক্সটার বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে পরিচালিত একটি প্রকল্পের কাজের অংশ হিসেবে সংকট নিরসন বিষয়ে গবেষণা করছেন। তাজিকিস্তানের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির বিরোধী দলীয় আঞ্চলিক প্রতিনিধি আলিম শারজামনোভের সাক্ষাৎকার নেয়ার উদ্দেশ্যে তাঁর সাথে দেখা করতে গেলে সাদা পোশাকে থাকা পুলিশ কর্মকর্তারা তাকে অপহরণ করেন। তাদের বিবরণ অনুসারে, তিনি তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য বলে চিহ্নিত করেছেন।

তাজিক জাতীয় নিরাপত্তা কমিটি তাকে গ্রেপ্তারের পর একটি বিবৃতি প্রকাশ করেছে। এই বিবৃতিতে তাঁর গ্রেপ্তার নিশ্চিত করা হয়েছে এবং সন্দেহ করা হচ্ছে, সোডিকভ অপ্রকাশিত বিদেশী সরকারের পক্ষে গুপ্তচর হয়ে কাজ করছেন। তবে সোডিকভ তাদের হেফাজতে আছেন কিনা তা কর্মকর্তারা নিশ্চিত করেননি।

উত্তরোত্তর ক্রমবর্ধমানভাবে আলেকজান্ডারের কারাবন্দী অবস্থা দেখে মনে হচ্ছে যেন জোর করে তাকে অদৃশ্য করে রাখা হয়েছে। যদি তাই হয়ে থাকে, তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী তা একেবারেই অবৈধ। হিউম্যান রাইটস ওয়াচ একটি বিবৃতিতে উল্লেখ করেছে, যখন রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী “কাউকে আটক রাখা বা ব্যক্তির ভাগ্য বা অবস্থান সম্পর্কে সত্যতা স্বীকার করতে চায় না, এই উপায়ে বন্দী ব্যক্তিকে আইনের সুরক্ষার বাইরে রেখে দেয়”।

১৬৭ টি দেশের বিভিন্ন ব্লগার, সক্রিয় কর্মী, লেখক এবং অনুবাদকদের একটি গোষ্ঠী হচ্ছে গ্লোবাল ভয়েসেস। আমাদের প্রধান উদ্দেশ্যের সারকথা হল, বাক স্বাধীনতার সার্বজনীন মানবাধিকার। গোষ্ঠীটির প্রধান উদ্দেশ্য হচ্ছে, সারা বিশ্বের সব না বলা খবরগুলো প্রকাশ করা এবং কোন রকম ভয় না পেয়ে প্রত্যেকের মুক্তভাবে কথা বলার অধিকার রক্ষা করা। একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে এলেক্স তাঁর দেশে রাজনৈতিক বিতর্কের নানা আঙ্গিকে প্রতিটি মানুষের গল্পগুলোকে আলোকিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাক স্বাধীনতার অধিকার লঙ্ঘনের এই ঘটনায় আমাদের প্রতি চরম নিষ্ঠুর আচরণ করা হয়েছে। আমরা তাঁর নিরাপত্তা নিয়েও বেশ উদ্বিগ্ন। আমরা চাই তাজিক নিরাপত্তা বাহিনী কোন রকম শর্ত ছাড়া অতি শীঘ্রই এলেক্সকে মুক্তি দিবে।    

যেভাবে সমর্থন জানাবেনঃ 

আলেক্সের মুক্তির জন্য অফিসিয়াল প্রচারাভিযান সাইটটি ভিজিট করুন (ইংরেজি এবং রুশ ভাষায়)। 

এবং আপনার/সংস্থার নাম আলেক্সের মুক্তির আবেদনে যোগ করুন। 

#ফ্রিঅ্যালেক্সসোডিকভ হ্যাশট্যাগটিতে টুইট ও অনুসরন করুন।  

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .