জিভি অভিব্যক্তিঃ হংকং এ নাগরিকদের নেতৃত্বে ভোটাধিকারের উপর গণভোট

ভোটের অধিকারের উপর একটি নাগরিক নেতৃত্বাধীন, প্রযুক্তি চালিত গণভোট অনুষ্ঠানের জন্য গত দুই বছর ধরে একসঙ্গে কাজ করছেন হংকং এর সক্রিয় কর্মী এবং পণ্ডিতরা। গণভোটটি গত জুন মাসের শেষে সম্পন্ন হয়েছে। হংকং এর মোট ভোট প্রদানের যোগ্য জনসংখ্যার এক পঞ্চমাংশ, প্রায় ৮,০০,০০০ মানুষ চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চলের সমস্ত নাগরিকদের জন্য সার্বজনীন ভোটাধিকারের পক্ষে তাদের ভোট দিয়েছেন।

জিভি অভিব্যক্তির এই সংস্করণে জিভি চীনা সম্পাদক এবং হংকং স্বাধীন মিডিয়ার অ্যাডভোকেট ওয়াইন লাম এই গণভোটের কৌশল ও প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেছেন। পাশাপাশি হংকং এর নির্বাচনী অধিকার আন্দোলনের একেবারে পুরোভাগের সমর্থনকারীদের জন্য এর পর কি অপেক্ষা করছে সে সম্পর্কেও আমাদের সাথে তাঁর ধারণা শেয়ার করেছেন। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .