স্পেনের সাথে ঐতিহাসিক বিজয়ের পর চিলিতে উৎসব

Celebraciones

এন্টার্কটিকাতে উদযাপন। টুইটারে ছবিটি পোস্ট করেছেন @prensaantartica.

চিলির জাতীয় ফুটবল দল ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে ২০১০ সালের শিরোপা জয়ী স্পেনকে পরাস্ত করে ২০১৪ ফিফা ব্রাজিল বিশ্বকাপ টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠা নিশ্চিত করেছে। দ্বিতীয় রাউন্ডে সেরা ১৬ টি দল অংশ নিবে।  

চিলির জনগণ তাঁদের ফুটবল বীরদের এমন কৃতিত্বে উৎসবে মেতে উঠেছে, যদিও সেদিনটি ছুটির দিন ছিল না। আরিকা থেকে এন্টার্কটিকা পর্যন্ত #EliminamosAlCampeónMundial (আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের পরাজিত করেছি) এবং #LaRojaEsChilena (চিলির জনগণের লাল রং) হ্যাশট্যাগ দুটি ব্যবহার করে টুইটারে পোস্ট করা ছবিগুলো আমরা একত্রিত করেছি। এখান ‘লা রোজা’  বা লাল রঙ শুধু স্প্যানিশদের নয়, চিলিয়ানদেরও। কারণ, চিলিয়ানদের জাতীয় দলের রঙ লাল।

এন্টার্কটিকাতেও উদযাপন চলছে। 

ভালপারাইসো শহরের ইতালি পার্কে ভক্তদের একটি বড় জমায়েত। 

আরিকার মরো দে আরিকা পাহাড় থেকে নেওয়া ছবি।  

চিলি ২- স্পেন ০! সান্তিয়াগো এর করডীলেরা অঞ্চলে আজকের উদযাপন। ছবিটি রবার্ট আন্টেজানার সৌজন্যে।

গ্যালারি: রাজধানী শহর সান্তিয়াগোর প্লাজা ইতালিয়ায় উৎসব থেকে নেওয়া সেরা ছবি। 

২০১৪ বিশ্বকাপের সময় চিলিতে উদযাপনের ছবি। 

এমনকি প্রেসিডেন্ট বাচেলেটও এই উৎসবে যোগ দিয়েছেন:

প্রেসিডেন্ট বাচেলেট ও সচিবের সঙ্গে ‘লা রোজা'র ঐতিহাসিক জয়ের উদযাপন। 

ফুটবল এবং ভাল খেলাধুলায় দক্ষতা আত্মা থেকে মুক্ত, উভয় দলের গোলরক্ষকরা ম্যাচের পর তাঁদের টি শার্ট বিনিময় করছেন। 

ইকার ক্যসিয়াস এবং ক্লাউডো ব্রাভো স্পেন-চিলি ম্যাচের শেষে তাঁদের টি শার্ট বিনিময় করছেন। 

এখন চিলি সাও পাওলোর এরিনা করিন্থীয় স্টেডিয়ামে আগামী ২৩ জুন তারিখ, সোমবার নেদারল্যান্ডের বিরুদ্ধে তাঁদের গ্রুপ বি এর শেষ খেলার জন্য অপেক্ষা করছে। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .