তাইওয়ানে দুইটি বাচ্চা উদবিড়াল উদ্ধার

Eurasian otter. Photo by Flickr user David Cook. CC BY-NC 2.0

ইয়রেশিয়ান উদবিড়াল। ছবি ফ্লিকার ব্যবহারকারী ডেভিড কুক এর। সিসি বাই-এনসি ২.০

তাইওয়ানের কিমেন দ্বীপে নির্মাণ কাজের ফলে উদবিড়ালের আবাস ধ্বংস হলে মা উদবিড়াল তাঁর দুই বাচ্চাকে ছেড়ে চলে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় দুই বাচ্চা উদবিড়াল স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে।

কিমেন ন্যাশনাল পার্কের দেওয়া তথ্যের ভিত্তিতে [মান্দারিন] দুইটি ইউরেশীয় বাচ্চা উদবিড়াল গত ১ এপ্রিল, ২০১৪ তারিখে আবিষ্কৃত হয়। বড় বাচ্চাটির ওজন প্রায় ৫৩০ গ্রাম (আধা কেজির সামান্য বেশি) এবং অন্যটির ৪৮০ গ্রাম। পার্ক বিশেষজ্ঞরা অনুমান করছেন, বাচ্চা দুটি প্রায় দুই সপ্তাহ বয়সী হবে।

বাচ্চাগুলকে তাইপেইতে নেওয়া হয়েছে এবং তাইপেই চিড়িয়াখানায় নেওয়ার জন্য এখন যত্ন নেওয়া হচ্ছে।

তাইওয়ানের প্রধান দ্বীপটির ইউরেশীয় উদবিরালগুলো [মান্দারিন] নদী দূষণের কারণে ১৯৮৬ সালে বিলুপ্ত হয়ে যায়। তবে, কিমেন দ্বীপের কিমেন ন্যাশনাল পার্কে এখন ১০০ এরও কম প্রাণীর বাস রয়েছে।

কিমেন ন্যাশনাল পার্ক ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ২৭ টি উদবিড়াল গ্রহণ করে। কিন্তু, এখন পর্যন্ত মাত্র তিন টি বেঁচে আছে।

লিউই ঝং ফেসবুকে একটি ভিডিও এর মাধ্যমে উদবিড়াল দুটির অবস্থার কথা জানিয়েছেন:

金門國家公園管理處的新聞稿出來了
也有附一段照顧的畫面
分享給大家看看

由於金門水獺救傷的紀錄太少
不管是縣府還是金管處 
大家都很努力的想把這珍稀的物種保留下來
或許之前有些不好的經驗
但 還請大家給金管處多點鼓勵
照顧的同仁 聽說一夜沒有闔眼
後續也希望台北動物園接手的夥伴
努力讓他們長大

এই মৃতপ্রায় উদবিড়াল দুটিকে বাঁচানোর জন্য সবাই কঠোর পরিশ্রম করছে।

হয়তো পূর্বে আমাদের অনেকেরই বাজে অভিজ্ঞতা রয়েছে, তবে দয়া করে কিমেন ন্যাশনাল পার্ককে তাঁদের কঠোর পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা জানান। আমি শুনেছি, বাচ্চা উদবিড়াল দুটিকে যত্ন নেওয়া পার্কের স্টাফরা রাতের বেলা একবারের জন্যও তাঁদের চোখ বন্ধ করতে পারেননি। আমরা আশা করি, পরবর্তীতে ​​তাইপেই চিড়িয়াখানার যেসব কর্মীরা সেগুলোর যত্ন নেওয়ার দায়িত্ব নিবেন, তারাও তাদের যথাসাধ্য চেষ্টা করবেন। 

Screenshot from Liwei Zhong's Facebook video of the two rescued baby otters.

লিউ ঝং এর ফেসবুক ভিডিও থেকে উদ্ধারকৃত দুটি উদবিড়ালের স্ক্রিনশট।  

এছাড়াও কিমেন ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ কিমেনের উদবিড়ালগুলো কিভাবে রক্ষা করা যাবে তা ব্যাখা করেছে [মান্দারিন]:

金門各水域水獺活動跡象較以往縮減且有分布破碎化趨勢,金門國家公園管理處林永發處長呼籲相關單位、民眾在工程施工時能多加注意周遭環境

কিমেনে উদবিড়ালের জন্য পানির উপযুক্ত পরিবেশ হ্রাস পাচ্ছে এবং ছোট থেকে ছোট অঞ্চলে বিভক্ত হয়ে পড়ছে। স্থানীয় বাসিন্দা এবং প্রাসঙ্গিক বিভাগের কাছে যেকোনো নির্মাণ কাজ করার সময় পার্শ্ববর্তী এলাকায় পরিদর্শন করার জন্য কিমেন ন্যাশনাল পার্ক প্রশাসন প্রধান ইউং-ফা লিন আহ্বান জানিয়েছেন।   

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .