২২ ফেব্রুয়ারি পালিত হবে আন্তর্জাতিক অবাধ তথ্য দিবস

বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ব্লগার, হ্যাকার, ডিজাইনার, পরিসংখ্যানবিদ এবং ​​অন্যান্য নাগরিকরা, যারা অবাধ তথ্য এবং স্বচ্ছতায় আগ্রহী, তাঁরা আগামী ২২ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখে আন্তর্জাতিক অবাধ তথ্য দিবস উপলক্ষে অনলাইন এবং অফলাইন উদ্যোগে সামিল হবেন। অনুষ্ঠানটির মাধ্যমে সরকারী তথ্যের অবাধ প্রবাহকে উৎসাহিত করা হবে।   

অবাধ তথ্য দিবস হচ্ছে সারা বিশ্বের শহরগুলোতে নাগরিকদের একটি জমায়েত, যেটি অ্যাপ্লিকেশন লিখতে তথ্য মুক্ত করা, দৃশ্য নির্মাণ ও অবাধ সরকারি তথ্য ব্যবহার করে বিশ্লেষণ প্রকাশের জন্য সমর্থন প্রদর্শন এবং বিশ্বের স্থানীয়, আঞ্চলিক এবং জাতীয় সরকারকে অবাধ বা মুক্ত তথ্য নীতি গ্রহণে উৎসাহিত করবে।

যে কেউ তাদের শহরে একটি স্থানীয় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন, যতক্ষণ পর্যন্ত না অন্য যে কেউ চাইলেই সেখানে যোগদান করতে পারবেন। অবাধ বা মুক্ত তথ্য সম্পর্কিত যেকোন কিছু তৈরীতে যোগদানকারীরা অংশ নিতে পারবেন। স্থানীয় বা আন্তর্জাতিক অ্যাপ্লিকেশন, ভিজুয়ালাইজেশনের মাধ্যমে এর সঙ্গী হওয়ার পাশাপাশি অন্যদের জন্য তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সরকারি ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন। এমনকি সরকারি কর্মকর্তা, সাংবাদিক বা মুক্ত তথ্য দ্বারা প্রভাবিত অন্যান্য অংশীদারের সাথে একাধিক কর্মশালা আয়োজন করতে পারবেন।

ইভেন্টটির জন্য #ওডিডি২০১৪ হ্যাশট্যাগটি ব্যবহৃত হবে। কিছু টুইটার ব্যবহারকারী ইতিমধ্যে হ্যাশট্যাগটি ব্যবহার করে তাদের মন্তব্য পোস্ট করতে শুরু করেছেন।  

#অবাধতথ্য দিবস আপনার কাছাকাছি একটা সম্প্রদায়, যেটি একটি সময়ের মধ্যে পরিচালিত।  

কয়েক ডজন শহরের অধিবাসীরা ইন্টারনেট ব্যবহারকারীদের এই হ্যাকাথনে অংশ নিচ্ছেন। 

International Open Data Hackathon

আন্তর্জাতিক মুক্ত তথ্য হ্যাকাথন

এছাড়াও বিভিন্ন জায়গায় স্থানীয় ইভেন্টের জন্য টুইটারে ঘোষনা দেওয়া হয়েছে। 

মিশরে অবাধ তথ্য দিবস , http://t.co/PdqDzokxcP

#ওডিডি২০১৪ উপলক্ষে কম্বোডিয়াতে কি কিছুর আয়োজন করা হয়েছে ? 

হুররে ! অবাধ তথ্য দিবসে @অ্যান্টনিওকুগা এবং পেরুতে স্বাগতম। 

দৃশ্যত, জাপানের কর্মীরা তাঁদের নিজেদের #অবাধতথ্য দিবস-২০১৪ তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

তালিকায় আপনার শহরের নাম না থাকলে তা যুক্ত করুন এবং সেখানে একটি স্থানীয় ইভেন্টের জন্য পরিকল্পনা হাতে নিন।  

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .