এনএসএ নজরদারীর উপর কার্টুন জমা দিন এবং জিতে নিন ১০০০ ডলার

Commander Keith Alexander on bridge

 সেতুর উপর কমান্ডার কিথ আলেক্সান্ডারের এই কার্টুনটি শেয়ার করেছে ডাঙ্কিহটি (CC BY-SA 2.0)

অনলাইনে নজরদারি এবং গোপনীয়তার অধিকারের উপর একটি মৌলিক কার্টুন তৈরি করে “আমরা যে ওয়েব চাই” সংগঠনটি আগামী ১১ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখে “আমাদের রুখে দাঁড়ানোর দিন” এ যোগ দিতে কার্টুনিস্ট, সৃষ্টিশীল এবং শিল্পীদের আমন্ত্রণ জানিয়েছে। কার্টুনটি এমন উপায়ে এনএসএ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক ডিজিটাল নজরদারির জন্য জবাবদিহিতা দাবি করবে যে মানুষ তা দেখে ক্লিক করে শেয়ার করতে চাইবে।   

কার্টুন জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা ৮ ফেব্রুয়ারি।

পুরস্কারঃ

১ম স্থান: ১০০০ মার্কিন ডলার

২য় স্থান: ৫০০ মার্কিন ডলার  

৩য় স্থান: ২৫০ মার্কিন ডলার

নিয়মাবলীঃ

১। যে কেউ অংশ নিতে পারবেন।

২। কাজ জমা দিয়ে, স্বত্বাধিকারীকে তা ক্রিয়েটিভ কমন্স ৪.০ লাইসেন্সের আওতায় লাইসেন্স করার জন্য সম্মত হতে হবে। যত খুশি কার্টুন জমা দেওয়া যাবে।  

৩। কার্টুনিস্ট কাজ জমা দেওয়ার সময় একটি নাম বা ছদ্মনাম ব্যবহার করবেন। উপরন্তু, বিজয়ীদের কাছে ব্যক্তিগত বিবরণ চেয়ে অনুরোধ করা হবে – কিন্তু তাদের আসল নাম কার্টুনিস্টদের অনুরোধের ভিত্তিতে গোপন রাখা হবে।  

৪। বিজয়ীদের নাম আগামী ১১ ফেব্রুয়ারী, ২০১৪ তারিখে ঘোষণা করা হবে। “আমরা যে ওয়েব চাই” নির্বাহী কমিটির সদস্যরা বিজয়ীদের বাছাই করবেন।

৫। পুরস্কার ঘোষণার ৩০ দিনের মধ্যে পুরস্কার বিজয়ীদের কাছে স্থানান্তর করা হবে।

যা জমা দিতে হবে:

১। ই-মেইলের মাধ্যমেঃ হাই ডেফিনিশন, ডট যেপিজি, ডট পিডিএফ, ডট এসভিজি বা ডট পিএনজি ব্যবহার করে আপনার কার্টুনটি grants@webfoundation.org ঠিকানায় পাঠিয়ে দিন। বিষয়ঃ ৮ ফেব্রুয়ারির কার্টুন।

২। টুইটারেঃ #ওয়েবউইঅয়ান্ট হ্যাশট্যাগটি ব্যবহার করে @ওয়েবউইঅয়ান্ট এ আপনার কার্টুনটি আপলোড করুন।  

৩। আপনার জাতীয়তা এবং দেশের নাম দেওয়া ঐচ্ছিক কিন্তু আমরা এতে অত্যন্ত উৎসাহ দিচ্ছি।  

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .