জিভি অভিব্যক্তিঃ ব্যাংকক অচলবস্থা এবং এর উত্তরণের উপায়

প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সরকারের পতনের দাবিকে তীব্রতর করতে এই সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের প্রধান মোড়গুলোতে বিরোধী দলের দশ হাজারেরও বেশি প্রতিবাদকারী অবস্থান নিয়েছেন।

সাবেক সাংসদ সুথেপ থাগসুবানের নেতৃত্বে এই প্রতিবাদের লক্ষ্য হচ্ছে, কয়েক দিনের জন্য অথবা ইংলাক ক্ষমতা থেকে অপসারিত না হওয়া পর্যন্ত ব্যাংকক ‘অচল’ করে দেওয়া।

ইংলাকের বিরুদ্ধে অভিযোগ, তিনি এখনও তার বড় ভাই, সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার একটি পুতুল হিসেবে কাজ করছেন। থাকসিন ২০০৬ সালে একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হলেও নির্বাচনে তার দল বিজয়ী হয়। স্থানীয় একটি আদালত তাঁকে লুটতরাজে দোষী সাব্যস্ত করার পর তিনি নির্বাসিত হন।

জিভি অভিব্যক্তির এই পর্বে আমরা জার্মানি ভিত্তিক একজন থাই রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক সাক্সিথ সেয়াসোম্বুট, আমাদের থাইল্যান্ডের লেখক এইম সিনপেং ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সম্পাদক মং পালাটিনো’র সাথে কথা বলেছি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .