“চীনা নিউইয়র্ক টাইমস?” ধনকুবের চেন গুয়াংবায়োর স্বপ্নকে স্বাগতম

চেন গুয়াংবায়ো একজন চাইনিজ কোটিপতি। দান কার্যের জন্য চমকপ্রদ ঘটনা ঘটানো তাঁর পছন্দ। নিউইয়র্ক টাইমস পত্রিকাটি সারা পৃথিবীতেই খুব পরিচিত। এই নামী দামী পত্রিকাটি বিক্রয়ের উর্ধ্বে প্রকাশকের এমন মন্তব্য সত্ত্বেও গত ৩১ ডিসেম্বর, ২০১৩ তারিখে চেন দাবি করেছেন, নুতন বছর উদযাপনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের সময় দ্যা নিউইয়র্ক টাইমস পত্রিকাটি তিনি কিনে নেওয়ার পরিকল্পনা করেছেন।

চাইনিজ ট্যাবলয়েড দ্যা গ্লোবাল টাইমসে এই ধনী ব্যবসায়ী লিখেছেন, তাঁর সারা জীবনের সঞ্চয় খরচ করে হলেও তিনি দ্যা নিউইয়র্ক টাইমস কিনেতে আগ্রহী। একবার এই অর্জন সম্পূর্ণ হওয়ার পর, পত্রিকাটির বিশ্বাসযোগ্যতা এবং বস্তুনিষ্ঠতা বাড়িয়ে তিনি এটির সংস্কার করতে চান।

অতীতে জনসম্মুখে ঘটানো তাঁর খামখেয়ালী আচরণের কয়েকটি এখানে উল্লেখ করা হল। যেমন, বেইজিং শহরের একটি রাস্তায় তিনি ১০০ ইয়ুয়ান (১৬ মার্কিন ডলারের সমপরিমাণ) করে পেপার বিল বিতরণ করেছেন। দিয়াইয়ু দ্বীপ কেনার জন্য অনলাইনে ক্যানভর্তি বাতাস বিক্রি করেছেন। তাই বেশীরভাগ চীনা নাগরিক এই খবরটিকে একই ধরণের আরেকটি কাজ হিসেবেই দেখছেন।

Cartoonist D.S.X posted a caricature of Chen Guangbiao's attempt to acquire the giant media corporation.

কার্টুনিস্ট ডিএসএক্স বিশাল মিডিয়া কর্পোরেশনকে করতলগত করতে চেন গুয়াংবায়োরের প্রচেষ্টার একটি ব্যঙ্গচিত্র এঁকেছেন। 

এমনকি এটি প্রমাণিত হয়ে গেছে যে চেন এই বিষয়ে একটি সফল চুক্তি করার মতো ততোটা ধনী নন। সাম্প্রতিক সময়ে চেনের সম্পদের মূল্য এক শত কোটি ইয়ুয়ান (১৬ মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য)। সেখানে দ্যা নিউইয়র্ক টামস পত্রিকার বর্তমান বাজার মূল্য ২.৪ বিলিয়ন মার্কিন ডলার। আর্থিক প্রশ্নের মুখোমুখি করা হলে, চেন তাঁর বৈশিষ্ট্যসূচক পাগলাটে ভঙ্গিতে বলেছেন, এই পত্রিকাটি কেনার মতো যথেষ্ট পরিমান অর্থ যদি তাঁর না থাকতো তবে তিনি একটি পেজ [চৈনিক ভাষায়] কিনে নিতেন। সে পেজের শীর্ষে তিনি শিরোনাম লিখতেন “চীনা নিউইয়র্ক টাইমস”।

দেশে ফিরে চীনের ওয়েব ব্যবহারকারীরা চেনের এই বিরাট পদক্ষেপ নিয়ে হাসিঠাট্টা করেছেন। এর পরিবর্তে তারা তাকে দ্যা পিপলস ডেইলি অথবা গ্লোবাল টাইমসের মতো স্থানীয় পত্রিকা কেনার পরামর্শ দিয়েছেন।

চীনের জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট সিনা ওয়েইবোতে একজন শিল্পী, সিলিং বেন লক্ষ্য করেছেন, চীনের হঠাত ধনী বনে যাওয়াদের বদ অভ্যাসের একটি আদর্শস্বরূপ উদাহরণ হচ্ছেন চেনঃ 

陈光标轰轰烈烈的飞美国去了,标哥做事一向只为博眼球,感觉这次又是个新年笑料,而《纽约时报》回应不对谣言置评,不啻是一记耳光。 #司令点评#一个国家如果不能在基本价值观念方面与世界融合并提高国民的人文素养,钱再多也只能出产土豪土鳖和无厘头奇葩,在世界舞台不可能得到真正的尊重。

চেন গুয়াংবায়ো ব্যাপক একটি উত্তেজনা সৃষ্টি করেছেন এবং এমন দৃষ্টিনন্দন ভঙ্গিতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন, যা তাঁর একটি বৈশিষ্ট্যসূচক আচরণ। নুতন বছরে এটি তাঁর একটি কৌতুক মাত্র। দ্যা নিউইয়র্ক টাইমস এই গুজব নিয়ে কোন মন্তব্য করেনি। এই আচরণ তাঁর মুখে একটি চড় বসিয়ে দেয়ার মতই। যখন একটি দেশ কিছু মৌলিক বিষয়ে বিশ্বের সাথে দর কষাকষি করতে এবং দেশটির জনগণের মাঝে কোন মানবিক বিষয়কে সংশ্লিষ্ট করতে পারে না, তখন দেশটি কতোটা ধনী অথবা খুনি গুণ্ডাদের বা রাজবংশীয় ব্যক্তিবর্গের মতো বিত্তবানদের কাজে কিছু যায় আসে না। 

ওয়েইবো ব্যবহারকারী “বড় ভল্লুক” আরো সংযত কন্ঠে একই যুক্তি উপস্থাপন করেছেঃ 

陈光标做了许多慈善,这一点我无可厚非,令人敬佩,但这并不能掩盖他的无知和幼稚,试问纽约时报离开美国人自由的思想还是纽约时报吗?你是想谋杀它吗?

চেন গুয়াংবায়ো অনেক পরহিতকর কাজ করেছেন। তাঁর এই কাজগুলো বেশ সম্মানজনক। কিন্তু তাঁর বদান্যতা, তাঁর অজ্ঞতাকে ঢেকে দিতে পারেননি। আমেরিকার স্বাধীনতার প্রতি বিশ্বাস ছাড়া দ্যা নিউইয়র্ক টাইমস কি আজকের দ্যা নিউইয়র্ক টাইমস হয়ে উঠতে পারে? 

সাংঘাই ভিত্তিক ওয়েইবো ব্যবহারকারী চেন জিঙ্গুও, চেন গুয়াংবায়ো এবং দ্যা নিউইয়র্ক টাইমসের মালিকের মাঝে একটি কাল্পনিক কথোপকথন পুনরায় পোস্ট করেছেনঃ   

话说陈光标来到纽约,《纽约时报》老板与标哥谈判。问:“你是做什么的。”答:“我是收废品的,包括废铜、废铁还有废纸,废物利用。”问:“那你怎么想起收纽约时报了呢。”答:“废报纸我也收啊”。

নিউইয়র্ক শহরে চেন গুয়াংবায়োর আগমনের সাথে সাথে গল্পটি শুরু হয়েছে। দ্যা নিউইয়র্ক টাইমসের মালিক এবং চেনের মাঝে সমঝোতা আলোচনাটি এভাবে শুরু হয়েছে। প্রশ্নঃ  “আপনি প্রধানত কিসের ব্যবসা করেন?” উত্তরঃ “আমি মূলত কপার, লৌহ এবং পুনরায় ব্যবহার উপযোগী যেকোন কিছু পুনর্ব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করে থাকি।” প্রশ্নঃ “আপনি দ্যা নিউইয়র্ক টাইমস কেন কিনে নিতে চান?” উত্তরঃ “আমি কাগজও পুনর্ব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করে থাকি!” 

চলচ্চিত্র সমালোচক ঝৌ লিমিং বরং নিউইয়র্ক টাইমসের পরিবর্তে চেনকে হোয়াইট হাউজ কেনার পরামর্শ দিয়েছেনঃ 

我希望标哥直接收购白宫,然后让他的手下人轮流坐庄。收购成本可以靠卖门票回收。收购《纽约时报》,太小儿科了。

আমি ভাবছি, তাঁর পরিবর্তে ভাই বায়ো হোয়াইট হাউজ কিনে নিন। এরপর তিনি টিকিট বিক্রি করার জন্য তাঁর লোকেদের বাড়িটির প্রবেশ পথে বসিয়ে দিতে পারবেন, যেন বাড়িটি কেনার খরচ পুষিয়ে নেয়া যায়। দ্যা নিউইয়র্ক টাইমস কেনার চুক্তিটি খুব বেশী সামান্য হয়ে যায়। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .