ভুলক্রমে ইতালীয় সংবাদপত্র নেলসন ম্যান্ডেলাকে ‘এপার্টহাইড-এর জনক’ বলে অভিহিত করেছে

Mandela, called the "father of apartheid" by Il Gionale

ইতালীয় সংবাদপত্র ইল জিওরনালের শিরোনামের স্ক্রিনশট, যেখানে নেলসন ম্যান্ডেলাকে “এপার্টহাইড নামক বর্ণবাদের” জনক হিসেবে অভিহিত করা হয়।

৫ ডিসেম্বর, ২০১৩ তারিখে যখন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি, বিশ্বের প্রাণপ্রিয় নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যু সংবাদ ওয়েবের বিভিন্ন প্রান্তে পৌঁছায়, তখন সকল প্রকার অনলাইন প্রকাশনা দ্রুত তাদের শিরোনাম আপডেট করা শুরু করে, শোক সংবাদ প্রকাশ করে, এবং ছবি প্রকাশ করে, তারা এমন একজন মানুষের কাহিনী তুলে ধরে এবং তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে যে আসলে পৃথিবীকে সুন্দর স্থানে পরিণত করে গেছে।

এই ক্ষেত্রে কেউ অন্যের চেয়ে ভালো করেছে। ইতালি, যেখানে সংবাদপত্র বাজেট কর্তনের মুখোমুখি হচ্ছে এবং সংবাদের মান প্রায়শই সমালোচনার মুখে পড়ছে, সেখানে সেখানে বেশ কয়েকটি জাতীয় পত্রিকা তাদের ওয়েবসাইটের শিরোনামে নেলসন ম্যান্ডেলাকে “এপার্টহাইড-এর জনক” (এপার্টহাইড- দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী নীতির নাম) বলে অভিহিত করে”। ঘটনা হচ্ছে ম্যান্ডেলা এপার্টহাইড নির্মূলে ছিল একাগ্র, যেটি ছিল দক্ষিণ আফ্রিকার এক বর্ণবাদী পদ্ধতি।

দেশটি ডান-পন্থী সংবাদপত্র ইল জিওরনালে, সাথে ইল মাত্তিনো ও ইল মাসেগ্রো নামক সংবাদপত্রে শিরোনামে তা দৃশ্যমান হয়, যা অনলাইনে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।

Italian newspaper Il Messaggero's headline calling Nelson Mandela "the father of apartheid".

ইতালীয় সংবাদপত্র ইল মেসাগ্রোর শিরোনামের স্ক্রিনশট, যেখানে নেলসন ম্যান্ডেলাকে “এপার্টহাইড-এর জনক” হিসেবে অভিহিত করা হয়।

A screenshot of Italian newspaper Il Mattino's headline calling Nelson Mandela "the father of apartheid"

ইতালীয় সংবাদপত্র ইল মাত্তিনোর শিরোনামের স্ক্রিনশট, যেখানে নেলসন ম্যান্ডেলাকে “এপার্টহাইড-এর জনক” হিসেবে অভিহিত করা হয়।

যদিও প্রকাশ হওয়ার কিছুক্ষণের মধ্যে এই ভুল সংশোধন করা হয়, কিন্তু বেশ কিছু প্রকাশনা এই শিরোনাম কপি করে, যেমন সংবাদ পোর্টাল ইল পোস্ট

টুইটারে, আন্দ্রেয়া করটেল্লারি, যিনি এই শিরোনামের জনক, তিনি সহ ইন জিওরনালের প্রতিনিধিরা-এর জন্য জোড় হস্তে ক্ষমা প্রার্থনা করে:

এক ক্ষমাহীন ভুল। যেমনটা আপনারা কল্পনা করে নিতে পারে, এই শিরোনামে বলতে চাওয়া হয়েছিল ” এর বিরুদ্ধে লড়াইয়ের সূত্রপাতের যিনি জনক…। “ক্ষমা চাওয়া ছাড়া আর কি করতে পারি”।

প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি এবং ইতালির বামপন্থীদের প্রতি পক্ষপাতের কারণে অনেকে তাকে এবং এই সংবাদপত্রকে আক্রমণ করে থাকে।
যেমন উদাহরণ হিসেবে, টুইটার ব্যবহারকারী আইসহার্টপি, এই ক্ষমার উত্তর প্রদান করেছে:

@একরটেল্লারি, উদ্বিগ্ন হবার কিছু নেই। জীবনে এর চেয়েও অপমানজনক অনেক কিছু আছে। যেমন ইল জিওরনালের জন্য লেখা।

বিশেষ করে ইতা্লীয় সাংবাদিকদের মাঝে এটা একটা অস্বাভাবিক মনোভাব, এই বিষয়ের প্রেক্ষিতে অন্যেরা এই ক্ষমা প্রার্থনার প্রশংসা করেছে। এদিকে উক্ত পত্রিকার সম্পাদক আলসান্দ্রো সালুস্তিকে উল্লেখ করা প্রখ্যাত সাংবাদিক গাড লেরনার প্রশ্ন করেছে:

সালুস্তির পত্রিকা ইল জিওরনালে ম্যান্ডেলাকে “এপার্টহাইড-এর জনক বলে” অভিহিত করেছে, তারপর ক্ষমা প্রার্থনা করেছে। কিন্তু সুপ্রতিষ্ঠিত পত্রিকার এরকম অজ্ঞতা কি ক্ষমাযোগ্য?

এই দুর্ঘটনা, যথেষ্ট জিনিসপত্র না থাকা, বাজেট কর্তন এবং সম্পাদকীয় বিভাগে কর্মী কমিয়ে আনার মাঝেও রিয়াল টাইমে প্রকাশিত সংবাদপত্রের মান ধরে রাখার বিষয়ে এক বড় আকারের আলোচনার সূত্রপাত করেছে। কয়েকজন এর পক্ষে যুক্তি দেখিয়েছেন।

ইতালীয় সাংবাদিক জিয়ান্নি রিওট্টা শিরোনামের এই ভুলকে ইতালির সংবাদপত্রের বাজে অবস্থার প্রমাণ হিসেবে উল্লেখ করেছে:

সংবাদপত্র নেলসন ম্যান্ডেলাকে “এপার্টহাইড এর জনক” বলে উদযাপন করছে, যা বেদনাদায়ক প্রমাণ যে, এই পেশায় পরিস্থিতি আসলে কতটা বাজে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .