ভিডিও: ইন্টারনেট নিয়ন্ত্রণ করে কে ?

Cloud cartoon from Fundacion Karisma video.

ফাউন্ডেশন কারিশমার মেঘের কার্টুন (সিসি বাই-এসএ)

এই পোস্টের মূল সংস্করণটি রেডপাটোডোসে স্প্যানিশ ভাষায় দেখা যাবে।

আমরা সবাই ইন্টারনেটের গুরুত্ব সম্পর্কে জানি, কিন্তু কিভাবে এটি নিয়ন্ত্রিত হয় সে সম্পর্কে বা এটি রক্ষার মৌলিক কিছু বিষয়ে আমরা খুব কমই জানি। “ইন্টারনেট গভর্নেন্স” শব্দটি ইন্টারনেটের বিবর্তনে অবদান রাখা এবং এটি ব্যবহারের কৌশল বিশেষভাবে নীতি, নিয়ম, পদ্ধতি এবং প্রোগ্রামের উন্নয়নকে বোঝায়। ইন্টারনেট গভর্নেন্স সম্পর্কে ব্যবহারকারীদের আরো জানানোর জন্য, মজিলার আর্থিক সহায়তায় কলম্বিয়ার এনজিও, ফাউন্ডেশন করিশমা এই ভিডিওটি তৈরি করেছে। ফাউন্ডেশন করিশমা থেকে স্বেচ্ছাসেবকরা এবং গ্লোবাল ভয়েসেস স্ক্রিপ্টটি ইংরেজিতে অনুবাদ করেছে। 

দ্রষ্টব্য: ইংরেজি সাবটাইটেল স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত না হলে, ভিডিও পর্দার নীচে বাম পাশের ভাষা ট্যাবে ক্লিক করুন এবং “ইংরেজি” নির্বাচন করুন।

পোস্টটি অনুবাদ করেছেন এলেরি বিড্ডেল। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .