নাইজারে সামাজিক ঐক্য নির্মাণে ফুটবল

Football tournament organised in the region of Tahoua, Niger. Republished with permission from Mapping for Niger blog

নাইজার-এর তাহুয়া অঞ্চলে ফুটবল টুর্নামেন্টে আয়োজন করা হয়েছে। ম্যাপিং ফর নাইজেরিয়া ব্লগ–এর অনুমতিক্রমে পুনরায় প্রকাশ করা হয়েছে।

নাইজার, আয়তনে ফ্রান্সের দ্বিগুণ, এটি আটটি অঞ্চল এবং ছয়টি ভিন্ন ভিন্ন জাতিতে বিভক্ত। একই সাথে ২০১২ সালের মানব উন্নয়ন সূচক তালিকায় দেশটির অবস্থান ছিল সবচেয়ে নীচে। এই সমস্ত উপাদান নাইজারে সামাজিক ভারসাম্যকে নাজুক করে তুলেছে, বিশেষ করে ক্রমশ বাড়তে থাকা বৈষম্য এবং জনসংখ্যাগত ভিন্নতা। একটা পর্যায়ে খেলাধুলা হচ্ছে নাইজারের বিভিন্ন সম্প্রদায়ের মাঝে সামাজিক সম্পর্ক পুনঃস্থাপনে এক আদর্শ মাধ্যম। আর এ কারণে তাহুয়া এলাকার কালফু সম্প্রদায় এক বার্ষিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে, এতে উক্ত এলাকার বিভিন্ন ক্লাবকে তারা একত্রিত করে।

হামজাজাবা, রাইজিং ভয়েসেস-এর এক প্রকল্প ম্যাপিং ফর নাইজার-এর একজন সদস্য যিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তিনি বলেন [ফরাসী ভাষায়]:

Ce tournoi a été organisé par un ressortissant d’un village appelé « Guidan Toudou ». Le tournoi est composé de huit (8) villages qui sont répartis en deux poules A et B. La poule A est composée de : Guidan Toudou, Alibou, Toudouni et Tounga et la poule B est composée de : Samo, Karaji Sud, Guidan Gara et Galmawa. [..] la finale a opposée Guidan Toudou& Karaji Sud avec un score de 3 buts à 0 en faveur de Guidan Toudou suite au forfait de Karaji Sud. Ce tournoi s'est déroulé dans une parfaite ambiance, pleine de faire play et l’objectif a donc été atteint. J’ai rencontré pas mal des jeunes et même des collègues avec qui j'ai été au collège. Guidan Toudou a gagné le trophée avec comme récompense 70 000 FCFA; le 2ème, Karaji Sud, a été recompensé de 40 000 FCFA et le 3ème Galmawa 20 000 FCFA. Toutes les équipes qui ont participé ont bénéficié d’un ballon.

গ্রামের একটি দল গুইডান টোউডু নামকে গ্রামের দলটি এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় আটটি গ্রাম অংশগ্রহণ করে, যারা দুটি গ্রুপে বিভক্ত ছিল, এ ও বি গ্রুপ। গ্রুপ এ-তে ছিল, গুইডান টোউদু, আলিবু, টোউডোউনি এবং গালমাওয়া নামক দল, অন্যদিকে বি গ্রুপে ছিল সামো, কারাজি, সুদ, গুডান গারা এবং গালমাওয়া। […] প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় গুইডান টোউডু এবং কারাজি সুদ-এর মাঝে, গুইডান টোউডু এর আগে এই দলের কাছে পরাজিত হলেও ফাইনালে তারা ৩-০ গোলে কারাজি সুদকে পরাজিত করে। চমৎকার এক পরিবেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, সবগুলো খেলা ছিল সুন্দর আর এভাবে এর লক্ষ্য অর্জিত হয়। আমি কয়েকজন তরুণ খেলোয়াড়ের সাথে সাক্ষাৎ করি এবং এমনকি আমার কয়েকজন সাথে দেখা হয়, যাদের সাথে আমি মাধ্যমিক বিদ্যালয়ে আমার সহপাঠী ছিল। গুইডান টোউডু এই প্রতিযোগিতায় জয় লাভ করে, আর পুরস্কার হিসেবে ৭০,০০০ আফ্রিকান ফ্রাঁ লাভ করে, দ্বিতীয় স্থান অর্জনকারী দল কারাজি সুদ ৪০,০০০ আফ্রিকান ফ্রাঁ এবং তৃতীয় স্থান অর্জনকারী দল গালমাওয়া ২০,০০০ আফ্রিকান ফ্রাঁ লাভ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দল একটি করে ফুটবল লাভ করেছে।

Le département de Tahoua, cartographié par le projet Mapping for Niger

তোহুয়া অঞ্চল, ম্যাপিং ফর নাইজেরিয়া প্রকল্প- এর মানচিত্র তৈরী করেছে। বৃহৎ মানচিত্রটি এখানে দেখুন।


নাইজার-এর অধিবাসীদের কাছে ফুটবল সব সময় একটা উন্মাদনা। নাইজারের অন্যতম এক সেলিব্রেটি হচ্ছেন দেশটির প্রাক্তন ফুটবলার, মুসা কানফিদেনি, যিনি ৮০-এর দশকে জাতীয় দলের অধিনায়ক ছিলেন। ভবিষ্যৎ ফুটবল অধিনায়কদের জন্য তৈরী করা প্রথম ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র তার নামে করে, তার নামকে অমর করা হয়েছিল, সেটি সৌলে একাডেমি স্পোর্টস (সাকা-স্পোর্টস)। তরুণ নাইজেরিয়ানদের (নাইজারে অধিবাসীদের আফ্রিকায় নাইজেরিয়ান হিসেবে অভিহিত করা হয়) শিক্ষার ক্ষেত্রে সাধারণভাবে এই প্রশিক্ষণ কেন্দ্র এবং ফুটবলের ভূমিকা ব্যাখ্যা করছে [ফরাসী ভাষায়]:

L’ambition de la Souley Académie Sports est claire : combler un grand vide en contribuant non seulement à la formation du champion, mais aussi de l’intellectuel de demain. En d’autres termes, le centre vise à forger le citoyen modèle, préparé pour évoluer dans l’adversité, la concurrence.

সৌলে একাডেমি স্পোর্টসের লক্ষ্য পরিষ্কার: বিশাল এক ফাঁক পূরণ করা এবং কেবল চ্যাম্পিয়নদের নয়, সাথে আগামীর বুদ্ধিজীবীদের প্রশিক্ষণ প্রদান করা। অন্য কথায় এই কেন্দ্রের উদ্দেশ্য হচ্ছে আদর্শ নাগরিক গঠন করা, জটিলতা এবং প্রতিযোগিতার মুখোমুখি হতে শেখানো।

Tournoi de football dans le département de la Tahoua, Niger. avec la permission du projet mapping for Niger

নাইজারের তোহুয়া অঞ্চলের ফুটবল প্রতিযোগিতা। ম্যাপিং ফর নাইজার-এর অনুমতিক্রমে পুনরায় প্রকাশিত।

আটচা একাডেমিয়ার [ফরাসী ভাষায়] মত অন্য একাডেমিও ক্রীড়ার মাধ্যমে তরুণদের শিক্ষা প্রদানের কর্মসূচি গ্রহণ করেছে। একইসাথে সম্প্রতি নাইজারের রাজধানী নিয়ামের উত্তরে নাইজার ফুটবল ফেডারেশন (নাইজেরিয়ান ফেডারেশন অফ ফুটবল বা ফেনিফুট)–এর টেকনিক্যাল সেন্টার স্থাপন করা হয়েছে। এ নিয়ামে নামক সংবাদ ব্লগ এই সেন্টারের লক্ষ্য ব্যাখ্য করছে [ফরাসী ভাষায়]:

Les premiers pensionnaires du centre sont au total 52 jeunes talents, de moins de 15 ans, qui ont été présélectionnés sur l’ensemble du territoire national. le Niger compte sortir de ces jeunes formés l’équipe nationale qui va représenter le pays à la Coupe d’Afrique des moins de 17 ans prévue en 2015 à Niamey.

এই স্পোর্টস সেন্টারের প্রথম সদস্যরা হচ্ছে ১৫ বছরের নীচের ৫২ জন প্রতিভাবান কিশোর, যারা জাতীয় পর্যায়ে বিভিন্ন অঞ্চল থেকে প্রাক নির্বাচনী বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত হয়েছে। ২০১৫ সালে নিয়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্দ্ধ-১৭ আফ্রিকান কাপের জন্য নাইজার প্রশিক্ষণ গ্রহণ করা এই সমস্ত খেলোয়াড়দের বিবেচনা করছে, যারা উক্ত প্রতিযোগিতায় নাইজারের প্রতিনিধিত্ব করবে।

জাতীয় ফুটবল দল একই সাথে ঐক্য এবং জাতীয় মিলনের অন্যতম বাহন। নীচের ভিডিওটিতে নাইজার ফুটবল দলের সদস্যরা দেশটির দুর্ভিক্ষ সম্বন্ধে বার্তা প্রদান করছে:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .