জিভি অভিব্যক্তিঃ কেভিন রথরক এবং আন্দ্রেই সেলকভের সাথে #রাশিয়ানির্বাচন ২০১৩ উপলব্ধি

গত ৮ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে কয়েক লক্ষ রুশ সারা দেশজুড়ে স্থানীয় এবং আঞ্চলিক নির্বাচনে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছিলেন। ইয়েকাতেরিনবার্গ ও মস্কোর মেয়রের পদ সহ কয়েক ডজন কার্যনির্বাহ এবং বিধান সম্বন্ধীয় শূন্য পদ দখলের জন্য সেখানে প্রতিযোগিতা চলেছে। বিরোধীদলীয় প্রসিদ্ধ ব্লগার এলেক্সি নাভালনি এবং ইভজেনি রোয়েজমান এই স্থিতাবস্থাকে স্বতন্ত্রভাবে প্রতিযোগিতার দৌড়ে চ্যালেঞ্জ জানিয়েছেন।

আমাদের রুনেট ইকো’র সম্পাদককেভিন রথরক এবং আন্দ্রেই সেলিকভ গত ১৩ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে গুগল হ্যাংআউটের সম্প্রচারে #রাশিয়ানির্বাচন – এর ফলাফল নিয়ে আলোচনা করতে এক সাথে হয়েছেন। আলোচনার পাশাপাশি তাঁরা রাশিয়ার উত্তেজনাকর এবং প্রায়শ হাস্যকর নাগরিক প্রচার মাধ্যমের দৃশ্যতেও চোখ রেখেছেন।

তাঁরা এই প্রশ্নগুলোতে আলোকপাত করেছেনঃ

১। রাশিয়ার সাম্প্রতিক নির্বাচনে সামাজিক মাধ্যম এবং নাগরিক সাংবাদিকতার ব্যবহার কি এমন কিছু, যা সক্রিয়ভাবে ভোট প্রদানের আচরণে এবং ভোটের ফলাফলের প্রতিক্রিয়ায় প্রভাব রেখেছে ?

২। রাশিয়ার দু’জন প্রধান বিরোধীদলীয় সদস্য মেয়রের দপ্তরের জন্য লড়ছেন। তাঁদের মধ্যে মস্কোতে এলেক্সি নাভালনি এবং ইয়েকাতেরিনবার্গে লড়ছেন ইভজেনি রোয়েজমান। এই দু’জন লোকই বেশ সক্রিয় ব্লগার এবং তাঁদের দু’জনই সামাজিক প্রচার মাধ্যমে তাঁদের উপস্থিতিকে তাঁদের নির্বাচনী প্রচারাভিযানে কাজে লাগিয়েছেন। তাঁদের প্রচারাভিযানে তাঁদের ব্লগ প্রকৃতপক্ষে কি ভূমিকা পালন করেছে ? এই প্রার্থীদেরকে “ব্লগার” হিসেবে সনাক্তকরন কতোটা যুক্তিযুক্ত ? এই পরিচয়ে তাঁরা কি পেয়েছেন আর কি হারিয়েছেন ?

৩। আরো সাধারনভাবে, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নাগরিক সাংবাদিকতার ব্যবহার কি এমন কিছু যা পুরো প্রচারাভিযানটিকেই (শুধুমাত্র ভোট প্রদানে নয়) আকার দিয়েছে ? যখন সবগুলো যন্ত্রই ইতোমধ্যে সহজপ্রাপ্য ছিল, তখন ২০১১ এবং ২০১২ সাল থেকে কি এবং কীভাবে পরিবর্তন হল ? অথবা প্রচারাভিযানের সফলতাই কি মাঠে সবকিছু নির্ধারন করেছে ?

৪। একটি আধুনিক রাজনৈতিক প্রচারাভিযানকে অনলাইন তথ্য বিভ্রাট কতোটা প্রভাবিত করে ? বিশেষভাবে কাল্পনিক মতবাদে মেরু অভিমুখী করা রুনেটের বিশ্বে নেতিবাচক প্রচারাভিযান কতোটা প্রভাবিত করেছে ?

৫। মস্কো মেয়র নির্বাচনের ফলাফলের নাভালনি প্রচারাভিযানের প্রতিযোগিতার অনুসরনে নাভালনির অভিযোগ এবং দাপ্তরিক ফলাফল বাতিলের জন্য তাঁর যৌক্তিক প্রস্তাবের প্রতি অনলাইনে প্রচলিত প্রধান ধারাগুলো কি কি ?

৬। প্রচারাভিযানের বাইরে জনগনের কাছ থেকে সমর্থন আদায় করার জন্য বা প্রতিযোগীতার জন্য চেষ্টা করার সময় কি কি কৌশল এবং যন্ত্র ব্যবহার করা হয়েছে ? এই কৌশলগুলো কি কার্যকর হয়েছে ?

@গ্লোবালভয়েসেস – এর #রাশিয়ানির্বাচন– এ টুইট করুন অথবা এই বিষয়গুলোতে আপনাদের ভাবনা আমাদের জানাতে নিচে মন্তব্য করুন। আমাদের বিশেষ কভারেজ পেজ রাশিয়া নির্বাচন এ আরও বিস্তারিত পড়ুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .