সংসদে প্রকাশ্যে গুলি ছুঁড়লেন এক জর্দানিয়ান সংসদ সদস্য

@fooqalsada shares this cartoon of Jordanian MP Sharif, who fired his Kalashnikov at his colleague after an argument today.

টুইটারে @ফুগালসাদা জরদানিয়ান এমপি'র এই কার্টুন শেয়ার করেছেন, যিনি সংসদে তাঁর সহকর্মীকে গুলি করেছেন। অবশ্য এতে কেউ হতাহত হয়নি।

আজ জর্দানে সংসদ অধিবেশন চলাকালে এক সংসদ সদস্য অন্য আরেকজন এমপিকে লক্ষ করে প্রকাশ্যে গুলি ছুঁড়েছেন। এই ন্যাকারজনক ঘটনায় কেউ আহত হয়নি – যেটি মূলত: আগের ঘটনারই প্রতিচ্ছবি যেখানে, সংসদ সদস্যরা একে অপরকে জলের বোতল এবং জুতা ছুড়ে মেরেছিলেন।

ফিলিস্তিনি সাংবাদিক দাউদ কুত্তাব সেই গুলি বর্ষণের একটি ভিডিও চিত্র শেয়ার করেছেন, যেখানে আজ সংসদ অধিবেশন চলাকালে বাইরের একটি কক্ষে কি ঘটেছে তা দেখানো হয়েছে। সেখানে একটি একে-৪৭ থেকে গুলি করার শব্দ ভিডিওতে পরিষ্কার:

সংসদে গুলি বর্ষণের ভিডিও @আম্মাননেট 

তিনি আরো ব্যাখ্যা করেছেন:

#জু সংসদে ৩৩ বছর বয়সি তালাল শারিফ তার গাড়ী থেকে আনা একটি একে কালাশনিকভ ব্যবহার করে গুলি ছুঁড়েছেন।

তিনি আরও লিখেছেনঃ

#জু সংসদে কালাশনিকভ ব্যবহার করে গুলি ছোঁড়া এমপি তালাল শারিফকে বহিষ্কারের জন্য সংসদে উপস্থিত ১৩৬ জন সদস্যের মধ্যে ১৩৪ জনই ভোট দেন।

ক্রিস্টেন ম্যাক্টিঘ বিস্ময় প্রকাশ করেছেন এই ভেবে যে, একজন এমপি কীভাবে সংসদের ভেতর কালাশনিকভ নিয়ে প্রবেশ করেনঃ

একটি প্রশ্ন, কিভাবে একটি কালাশনিকভ নিয়ে সংসদের মধ্যে কেউ প্রবেশের সুযোগ পায় ? #জর্দান

জর্দানিয়ান ইয়াসমিনা আলনাসের অন্য আরেকটি প্রশ্ন তুলেছেন [আরবী ভাষায়]:

আপনি কি মনে করেন যে, বন্য প্রাণীদের চিড়িয়াখানায় রাখা উচিৎ ? কিভাবে এসব এমপি বাইরে আসে [চিড়িয়াখানার] ? #জর্দান

এবং জর্দানিয়ান আলী দাহমাস বলেছেন:

নির্বাচিত প্রিয় সংসদ সদস্য, কালাশনিকভের জন্য অভিনন্দন। বৃহস্পতিবার আগে একে অপরকে হত্যা করতে ভুলবেন না, যাতে আমরা আরামে থাকতে পারি। আপনার বিনীত, নাগরিক সম্প্রদায়।

বাহরাইন থেকে ব্লগার ইয়াদ ইব্রাহিম ঘটনাটিকে দারুণ হিসাবে বর্ণনা করেছেন – “খুবই দারুণ”:

জর্দানিয়ান এমপি একে অপরকে গুলি করেছেন। দারুণ। খুবই দারুণ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .