দুই বছর কারাবাসের পর সৌদি একটিভিস্টের মুক্তি

নিরঙ্কুশ রাজতন্ত্রের বিরুদ্ধে এক শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়ার কারণে প্রখ্যাত মানবাধিকার কর্মী মোহাম্মদ আল বাজাদী মার্চ ২০১১ থেকে কারাগারে আটক রয়েছেন। আজ, ৬ আগস্ট সকালে, সে তার পরিবারকে এই তথ্য দেওয়ার জন্য ফোন করে যে, তার ছেড়ে দেওয়ার জন্য এক আদেশ জারী করা হয়েছে। এর কয়েক ঘণ্টা পরে, অবশেষে তাকে ছেড়ে দেওয়া হয়। আল বাজাদি দেশটির স্বাধীন নেতৃস্থানীয় মানবাধিকার অধিকার আন্দোলন সংগঠন, সৌদি নাগরিক ও রাজনৈতিক অধিকার সংস্থা (সৌদি সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস এ্যাসোসিয়েশন বা এ্যাকপ্রা)-এর অন্যতম প্রতিষ্ঠাতা।

২০ মার্চ ২০১১ তারিখে, আল বাজাদি দেশটির রাজধানী রিয়াদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এক বিক্ষোভে অংশগ্রহণ করে। রাষ্ট্রীয় নিরাপত্তা আদালতে হাজির করার আগে তার গোপন বিচারের চেষ্টা করা হয় এবং অনুমোদনহীন সংগঠন স্থাপন এবং অবৈধ পুস্তক রাখার মত অভিযোগের দায়ে তাকে চার বছরের কারাদণ্ড প্রদান করা হয়। বিগত আড়াই বছরে, তাকে রিয়াদ এবং জেদ্দার কারাগারে রাখা হয়, এবং সে ন্যায়বিচারের দাবীতে বেশ কয়েকবার অনশন ধর্মঘট পালন করে।

সৌদি টুইটার জগতে এই সংবাদ অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করা হয়। তার অনুসারীর সংখ্যা কয়েক ঘণ্টার মধ্যে দ্রুত বেড়ে ৪০০০ থেকে ২২০০০ জনে পরিণত হয় [ এই সংখ্যা এই লেখা প্রকাশ হওয়া পর্যন্ত] ।

তার ভাই মেদাদ আল বাজাদি, বিকেল ৫.০৬ মিনিটে এই সংবাদ প্রকাশ করেন ও টুইট করেন [ আরবী ভাষায়]:

#محمد البجادي. خبر عاجل تم الافراج عنه الحمدللله انا الان متوجه للتوقيع

@টি৩আন: মোহাম্মদ আল-বাজাদি…তাজা সমাচার, সে মুক্তি লাভ করতে যাচ্ছে। পরম করুণাময়কে ধন্যবাদ। স্বাক্ষর করার জন্য আমি সেখানে উপস্থিত হয়েছি।

আকপ্রা সদস্য আবদুল্লাহ আল সাইদি ব্যাখ্যা করেছেন:

اتصل #محمد_البجادي وأفاد بخروجه غداً بإذن الله تعالى وطلب من أشقائه الذهاب الى سجن الطرفية للتوقيع المصدر ابن عمه

@আবদুল্লাহ১৪০৬:মোহাম্মদ আল-বাজাদি তার পরিবারকে ফোন করে এবং জানায় যে আগামীকাল তাকে ছেড়ে দেওয়া হবে। স্বাক্ষর করার জন্য সে তার ভাইকে তেরফিয়া কারাগারে উপস্থিত থাকতে বলে। সুত্র- তার চাচাতো ভাই।

রাত ৮.৩৬ মিনিটে তার ভাই মেদাদ টুইট করে:

تم خروجه النهائي الان الف مبروك للجميع

@টি৩আন: অবশেষে সে কারাগার থেকে বের হয়ে এসেছে। সকলকে অভিনন্দন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .