পুতিনের পাইক মাছ নিয়ে হাস্যরস

ভ্লাদিমির পুতিনের প্রেসিডেন্সিয়াল ছবি প্রচার প্রতি বছর আরো বেশি হাস্যকর হচ্ছে এবং অনলাইন উপহাসের ক্ষেত্রে এটি একটি নির্ভরযোগ্য রসদ। তার সর্বশেষ প্রচার দেখা যায়, ক্রাসনয়ার্স্কে ক্রাই এবং তিভা প্রজাতন্ত্রে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এবং প্রতিরক্ষা মন্ত্রি সেরগেই শোইগু এর সাথে পুতিন একটি মাছধরা সফরে যোগ দিয়েছেন। সেই মুহূর্ত থেকে ক্রেমলিনের প্রেস অফিস থেকে এই প্রমোদ ভ্রমণের বেশকিছু ছবি প্রকাশ করা হয়েছে। এই ছবিগুলো নেটিজেনদের মাঝে পরিহাসের ঢেউয়ের সঞ্চার করে।

Vladimir Putin poses with his catch, Krasnoyarsk, Russia, 20 July 2013, Kremlin photo service, public domain.

গত ২০ জুলাই, ২০১৩ তারিখে রাশিয়ার ক্রাস্নোইয়ারস্কে ভ্লাদিমার পুতিন তাঁর ধরা মাছ নিয়ে পোজ দিচ্ছেন। সূত্র ক্রেমলিন ফোটো সার্ভিস, পাবলিক ডোমেইন।

গ্রানি.আরইউ ওয়েবসাইটটির টুইটার এ্যাকাউন্টে তাৎক্ষনিকভাবে কিছু ছবির পাদটীকা লিখতে ওয়েব ব্যবহারকারীরা একত্রিত হয়েছেনঃ

Путин! Щука! Магадан! Давайте придумаем подпись под фото

পুতিন! একটি পাইক মাছ! চলুন এই ছবিটির জন্য একটি শিরোনাম খুঁজে বের করি

একজন টুইটার ব্যবহারকারী মজা করে পুতিনের সাম্প্রতিক বিবাহ বিচ্ছেদের প্রতি ইঙ্গিত করে প্রতিক্রিয়া জানিয়েছেনঃ

“Люда, вернись!”

“লুদা, ফিরে এসো”!

পুতিনের নিজের ধরা মাছে চুমু খাওয়ার একটি ছবির প্রতিক্রিয়ায় টুইটার ব্যবহারকারী সেভা চাগায়েভ লক্ষ্য করেছেনঃ

Дед совсем с ума сошел.

দাদা তাঁর মানসিক ভারসাম্য পুরোপুরি হারিয়ে ফেলেছেন।

মাছ ধরারত শার্টবিহীন পুতিনের চারটি ছবি পুনরায় পোস্ট করে আন্দ্রেই মালজিন [রুশ] পরোক্ষে ইঙ্গিতের সাথে পর্যবেক্ষন করে লাইভজার্নালে লিখেছেন যে ফটোগ্রাফারটি হয়তোবা মেদভেদেভ ছিলেন।

 লাইভ জার্নালের ভিকিং_নোরড এর মতো কিছু ব্লগাররা পুতিনের সম্প্রতি ঘোষিত বিবাহ বিচ্ছেদ এর সাথে তাঁর মাছ ধরার বিষয়টিকে জড়িয়ে মজা করেছেন। উপরের ছবিতে অর্থোডক্স চার্চে পুতিনের সাবেক স্ত্রীকে সরিয়ে স্থান দখল করেছে একটি পাইক মাছ। 

একজন মন্তব্যকারী মন্তব্যচ্ছলে বলেছেন, সম্ভবত ছবিগুলো রাশিয়ার সাম্প্রতিককালের “সমকামীতার সমর্থন লাভের জন্য সংঘবদ্ধ প্রচারকার্য” নিষিদ্ধকারী আইন লঙ্ঘন করেছেঃ

вообще, от фоток попахивает запрещенной пропагандой.

সাধারণভাবে বলা যায়, ছবিগুলো নিষিদ্ধ সংঘবদ্ধ প্রচারকার্যের পক্ষে একটি বাতাসের ঝাপ্টা দিয়েছে।

আরেকজন এলজে ব্যবহারকারী ঠাট্টা করেছেনঃ

а где Светлана??? Или теперь нет вопросов- ради кого развёлся путин??

এবং ভেতলানা কোথায় ??? অথবা কোন প্রশ্ন কি এখন আসে না, কে পুতিনের সংসার ভেঙেছে ??

একজন গুরুগম্ভীর মন্তব্যকারী বলেছেনঃ

Кстати, меня, как женщину с консервативными, традиционными взглядами […], эти фотографии смущают. Я считаю, что их место, в лучшем случае, в семейном альбоме, но никак не в официальных источниках о досуге главы государства.

যাইহোক, রক্ষনশীল, প্রচলিত মূল্যবোধের একজন মহিলা হিসেবে… […] এই ছবিগুলো আমাকে পীড়া দেয়। আমি মনে করি, খুব বরজোড় এই ছবিগুলোকে পারিবারিক এ্যালবামে রাখা যায়, কিন্তু নিঃসন্দেহে রাষ্ট্র প্রধানের দাপ্তরিক দলিল দস্তাবেজে নয়।

এর প্রতিক্রিয়ায় অন্য মন্তব্যকারী লিখেছেনঃ

видимо, у них противоположная целевая аудитория..

নিশ্চিতভাবে তাঁরা ভিন্ন মাত্রার কিছু দর্শককে উদ্দেশ্য করে এটা করেছেন…

ইউরি ভরকিন নামক মন্তব্যকারী ক্রেমলিনলোজিস্ট বাজিয়েছেনঃ

В прошлый раз, когда они рыбачили под Астраханью, Медведев узнал о своем желании выдвинуть Путина в президенты. Не узнал ли в этот раз Медведев о своем желании подать в отставку? 23 сентября покажет.

গতবার তাঁরা যখন আস্ত্রাখানে মাছ ধরতে গিয়েছিলেন, তখন মেদভেদেভ পুতিনকে [তৃতীয় মেয়াদে] প্রেসিডেন্ট প্রার্থীতা প্রদান করার অভিপ্রায় সম্বন্ধে জেনেছেন। এই বার কি মেদভেদেভ তাঁর পদত্যাগের ইচ্ছা সম্বন্ধে জেনেছেন ? ২৩ সেপ্টেম্বর এই উত্তর প্রকাশিত হবে।

অতঃপর, ক্রেমলিনের প্রেস সহকারী দিমিত্রি পেসকভ প্রচার মাধ্যমকে বলেছেন যে পুতিনের ধরা মাছটির ওজন ২১ কিলোগ্রাম (৪৬.২ পাউন্ড)। তাঁর এই দাবিতে অনেক ব্লগারের অবিশ্বাস্যতা আরো বাড়িয়ে দিয়েছে। এসকল ব্লগাররা বিভিন্ন জেলের ধরা একই আকারের পাইক মাছের অনেক ছবি [রুশ] পোস্ট করেছে, যেগুলোর ওজন কেবলমাত্র এর অর্ধেক হবে।

পুতিনের ধরা মাছ সম্পর্কে প্রসিডেন্টের প্রেস সচিবের দাবি করা ওজন নিয়ে ব্লগাররা কথা বলেছেন। উপরের বামের পাইকের ওজন ৯.২ কেজি, নিচের বামের পাইকের ওজন ১২.৭ কেজি এবং পুতিনের ধরা মাছটির ওজন ২১ কেজি।  

রাশিয়ান গণিতবিদ এবং অর্থনিতিবিদ আলফ্রেড কোখ পুতিনের মাছের ওজন নিয়ে অংক কষেছেন এবং পরিশেষে বলেছেনঃ

Таким образом пойманная Путиным щука весит от силы 10 – 11 кг., а не 21 как врет Песков.

Странные у них представления о числах, объемах, количестве. То на митинге численностью в 100 000 чел. они видят только 10 000.

তাহলে পুতিন ১০ থেকে ১১ কেজি ওজনের একটি পাইক মাছ ধরেছেন – ২১ [কেজির] নয়, পেসকভ মিথ্যা বলেছেন।

সংখ্যা, পরিমান এবং ওজন নিয়ে তাঁদের একটি অদ্ভুত বোঝাপড়া আছে। একটি [রাজনৈতিক, সরকার বিরোধী] বিক্ষোভ সমাবেশে যেখানে ১ লক্ষ লোক হয়েছিল, সেখানে তাঁরা দেখলেন ১০ হাজার লোক।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .