মুরসির মহিলা সমর্থক প্রতিবাদকারীরা মনসুরায় নিহত

মনসুরায় আজ রাতে প্রাক্তন মিশরীয় রাষ্ট্রপতি মোহাম্মেদ মুরসির সমর্থনে একটি প্রতিবাদে “সহযোগী গুণ্ডা”দের দ্বারা আক্রান্ত হয়ে অন্তত তিন জন নারী নিহত হয়েছেন।  কয়েক ডজন মানুষ শটগান এবং ছুরির আঘাতে আহত হয়েছেন বলেও জানা গেছে।

মিশরীয় ব্লগার জেইনোবিয়া জানাচ্ছেন:

এবং @ইজিরেভুলেশন১২ আরও বলেছে [আরবী ভাষায়]:

মনসুরায় ইখয়ান প্রতিবাদ শুরু হয় নামাজের পর এবং এর প্রায় অর্ধেকই ছিল মহিলা। সম্পূর্ণ পরিবার / তাদের উপর আক্রমণ ক্ষমা করা যায় না।

ইব্রাহিম এলঘারি যারা নারী হত্যার অজুহাত দায়ের করেছেন তাঁদের কাজে বিস্মিত হয়েছেন। তিনি লিখেছেন:

আসুন আমরা আমাদের মূল্যবোধ বিক্রি করে দিই এবং নারীদের হত্যার ব্যাপারে চুপচাপ থাকি। আমাদের বিবেকের বিরুদ্ধে যাই এবং বলি, তাঁদের (মহিলাদের) সেখানে (প্রতিবাদ) কে নিয়েছে ?

মিশরীয়রা গত ৩০ জুন তারিখে মুসলিম ব্রাদারহুডের প্রার্থী রাষ্ট্রপতি মোহামেদ মুরসি কে, অপসারনের দাবিতে রাস্তায় নেমে আসে। ৩ জুলাই, মুরসির এক বছরের শাসনামলের ইতি ঘটে এবং একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। মুরসিকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তাঁর সমর্থকরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .