ল্যাটিন আমেরিকার উত্তর আমেরিকান কংগ্রেস এবং গ্লোবাল ভয়েসেস এর মাঝে অংশীদারিত্ব স্থাপন

গ্লোবাল ভয়েসেস এবং ল্যাটিন আমেরিকার উত্তর আমেরিকান কংগ্রেস (নাকলা) একটি নতুন অংশীদারিত্ব চালু করেছে। এটি নাগরিক মিডিয়ায় গ্লোবাল ভয়েসেস এর পর্যালোচনা এবং সে অঞ্চলে আমাদের পাঠকদের জন্য মূল, গভীরতার সংবাদ তুলে আনতে নাকলার বিশ্লেষণ ও দক্ষতাকে একত্রিত করবে।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত নাকলা একটি স্বাধীন, অলাভজনক প্রতিষ্ঠান যেটি ল্যাটিন আমেরিকার তথ্য ও বিশ্লেষণ প্রদান করে “সীমানা অতিক্রম করে জ্ঞান অর্জন”  এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার জটিল সম্পর্কের উপর আলোচনা করে।

“আমরা বিশ্বাস করি, পরিবর্তনের জন্য  জ্ঞান অপরিহার্য । তাই বিশ্বকে পরিবর্তন করার জন্য কি দরকার তা বোঝানোর জন্য মানুষকে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদানের লক্ষে আমরা তথ্য / মিডিয়া কাজকর্ম এবং জনপ্রিয় শিক্ষার একটি অনন্য সংমিশ্রণ ব্যবহার করেছি।”

NACLA logo

প্রতি মাসে, গ্লোবাল ভয়েসেস এবং নাকলার লেখকরা একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কিত বিষয়বস্তু প্রদানে একসঙ্গে কাজ করবেন। সাক্ষাৎকার, বিশ্লেষণ, এবং পোস্ট বিশ্লেষণ বিষয়ে অতিরিক্ত প্রতিবেদনের সঙ্গে একটি পডকাস্ট মাস শেষে পাওয়া যাবে।

অভিবাসী ভ্রমন 

আমরা আমাদের অংশীদারিত্ব শুরু করেছি “অভিবাসী ভ্রমণ” বিষয়বস্তুকে কেন্দ্র করে। জুলাই মাসে আমরা অভিবাসন সম্পর্কিত সমস্যার বিস্তৃত বিষয়বস্তু নিয়ে আলোচনা করবঃ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আলোচিত ইমিগ্রেশন বিল থেকে শুরু করে মধ্য আমেরিকা এবং মেক্সিকোর মাধ্যমে অভিবাসীদের উত্তরের দিকে বিপজ্জনক ভ্রমণের গল্প পর্যন্ত।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .