মিশরীয়রা #জুন৩০ তারিখে মুসলিম ব্রাদারহুডের শাসন পতনের জন্য প্রতিবাদের পরিকল্পনা করছে

এই পোস্টটি মিশর বিপ্লব ২০১১ সম্বন্ধে প্রকাশিত আমাদের বিশেষ কাভারেজের অংশ।

মিশরীয়রা আবার এক হতে চলেছে, আগামী ৩০ জুন তারিখে “সরকার পতন” আন্দোলনের পরিকল্পনা করছে। তারিখটি হ্যাশট্যাগ #জুন৩০ অধীনে সামাজিক মিডিয়াতে প্রচারিত হচ্ছে, যে দিন মুসলিম ব্রাদারহুড প্রার্থী রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসির শাসনের প্রথম বার্ষিকী পূরণ হতে যাচ্ছে। মোহাম্মদ মুরসি গত ২৫ জানুয়ারী, ২০১১ তারিখে একটি বৃহদায়তন বিক্ষোভ শুরু হোসনি মুবারককে উৎখাতের পর নির্বাচিত হন।

এই বছরে, অনেক মিশরীয় বিশ্বাস করেন যে মুরসির শাসনের সময় মিশর আরো বেশি বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। রাষ্ট্র সকল ধরণের অবনতি জনগণকে ক্রমেই রাগান্বিত করে তুলছে, যেটি গোটা দেশব্যাপি #জুন৩০ প্রতিবাদের পরিকল্পনার মুলে রসদ যোগাচ্ছে। বিক্ষোভে প্রধান দাবি হচ্ছে, “রাষ্ট্রপতি ও মুসলিম ব্রাদারহুডের শাসনের পতন করা”।

দৃঢ় আহ্বান এবং এই ব্যাপারে সাধারণ চুক্তি সত্ত্বেও, এখনো অস্বস্তির সমান শক্তিশালী অনুভূতি এবং সেই সাথে অনিশ্চয়তার কালো মেঘ পুরো ঘটনার দিকে এগিয়ে আসছে।

বর্তমানে সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি উচ্চারিত হচ্ছে তা হল, আমাদের কি কোন পরিকল্পনা আছে? এম.যে.ওআই প্রশ্ন করেছেন:

@সটসয়ঃ #জুন৩০ এর জন্য আমাদের পরিকল্পনা কি? যদি তারা সফল হয় তবে বিরোধীরা সে জায়গায় কি কিছু করতে পারবে? #তামারোড

একই প্রশ্নের উত্তরে, জিয়াদ এম বলেন [আরবি ভাষায়]:

@ZiadM: يعنى فى الفتره اللى فاتت مفيش ولا حزب سياسى نجح انه يقدم كيان قادر انه يقدم حلول بديله لمشاكل اداره البلد !! كله كلام عايم

বিগত সময়ে কোন একক রাজনৈতিক দল দেশ চালানোর জন্য বিকল্প সমাধান দিতে পারেনি, তারা শুধু কথা বলেছে।

ব্লগার জয়নাব সামির বিশ্বাস করেন যে, অংশগ্রহণ করা এবং রাস্তায় “না” বলতে উত্সাহিত করা একটি দায়িত্ব। সে তার ব্লগপস্টে লিখেছেন [আরবি ভাষায়]:

إنت نازل عشان البنزين أو العيش أو الكهربا أو النيل أو قناة السويس أو الديون أو الجنود اللي بتتخطف أو العيال اللي بتموت في حوادث أتوبيسات أو عشان نازل تقول لأ للإسلاميين اللي صدموك

আপনি প্রতিবাদ করতে যাচ্ছেন, কারণ আপনি জ্বালানীর অভাব, বিদ্যুৎ, নীল নদের উভয় সঙ্কট, সুয়েজ খাল, আমাদের ঋণ, সিনাইয়ে আমাদের অপহৃত সৈন্য এবং যারা ​​দৈনিক বাস দুর্ঘটনায় মরা যান তাঁদের জন্য অথবা আপনি ইসলামবাদীদের না বলতে এই প্রতিবাদ করছেন।

অন্য পক্ষ বা পুরাতন শাসনের সমর্থকরা যারা মিলিটারি শাসন ফিরে আসার পক্ষপাতী, তাঁরা এই সমাবেশে বিপুল অংশগ্রহণ বিষয়ে আলোচনা করছেন। তবুও সামরিক শাসনের পতনের সংগ্রামে যারা দেড় বছর ধরে কোন সহযোগিতা করে নি জনসাধারণ তাঁদের স্বাগত জানাবে না। মিশরীয় কবি আমিন হাদ্দাদ [আরবী ভাষায়] তা নিশ্চিত করেছেন:

@AminFHaddad: نطالب بانتهاء حكم الإخوان لا بانتهاء الإخوان ونطالب بأهداف الثورة لا بعودة حكم مبارك والعسكر.

আমাদের দাবি হচ্ছে, মুসলিম ব্রাদারহুডের শাসনের অবসান এবং বিপ্লবের লক্ষ অর্জন করা, মুবারক অথবা সুপ্রিম কাউন্সিল ফর আর্মড ফোরস [এসসিএএফ] কে ফেরত পাওয়ার জন্য নয়।

অয়েল ইস্কান্দার লিখেছেনঃ

@অয়েলইস্কান্দারঃ ফেলুলরা তাঁদের ব্যবসার কাছে এবং ইসলামবাদীরা তাঁদের নেতার কাছে অনুগত, কিন্তু অধিকাংশ বিপ্লবীরাই অনুগত তাঁদের মূল্যবোধের কাছে।

হতবুদ্ধিতা এবং দ্বিধার ভাব কেটে গেছে; একজন বিপ্লবি, প্রতিবাদকারি, সিদ্ধান্ত নেওয়া ব্যক্তি অথবা সিদ্ধান্তহীনতায় ভোগা যে কেউ – সিরিয়ার সংহতির ব্যাপারে মিশরিয় প্রেসিডেন্টের বক্তৃতা প্রদানের পর পরই তাঁরা তাঁদের অবস্থান পরিবর্তন করে ফেলে। অংশগ্রহণের ব্যাপারে দ্বিধায় ভোগা ফাথি সাদ বলেছেনঃ

@fathysaad: شكرًا #مرسي فقد كنت متردد في النزول يوم ٣٠ يونيو ولكن بعد سماعي لخطابك الغبي حسمت امري وسوف انزل بإذن الله

মুরসি আপনাকে ধন্যবাদ। ৩০ জুনে রাস্তায় প্রতিবাদে অংশগ্রহণের ব্যাপারে আসলে আমি দ্বিধায় ছিলাম, কিন্তু আপনার স্টুপিড ভাষণ শুনে আমি আমার মন স্থির করে ফেলেছি যে আমি সেখানে অংশ নেব।

#জুন৩০ হতে সময় আছে আর মাত্র ১০ দিন। অধিকাংশ গভর্নোরেটরা ইতিমধ্যে প্রতিদিন বিক্ষোভ শুরু করেছেন – এবং ক্রোধের ঢেউ পরিকল্পনার চেয়ে একটু বেশিই বলে মনে হচ্ছে।

টুইটারে আরো প্রতিক্রিয়া জানতে, #জুন৩০ হ্যাশট্যাগটি দেখুন।

এই পোস্টটি মিশর বিপ্লব ২০১১ সম্বন্ধে প্রকাশিত আমাদের বিশেষ কাভারেজের অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .