নিঃসঙ্গ সৌদি প্রতিবাদকারীর ১৮ মাসের কারাগার

২০১১ সালের ১১ই মার্চ সৌদি আরবে যখন বিক্ষোভ দিবসের ডাক দেওয়া হয়, তখন মুষ্টিমেয় কয়েকজন প্রতিবাদকারী বহু পুলিশের উপস্থিতিকে চ্যালেঞ্জ জানিয়ে বিক্ষোভ করেন। তাঁদের মধ্যে একমাত্র আটককৃত ছিলেন খালেদ আল-জোহানি। যে জায়গায় বিক্ষোভ করার পরিকল্পনা করা হয়েছিল সেখানে সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয় থেকে আসা ​​সাংবাদিকদের একটি দলের সাথে আল-জোহানি কথা বলেছিলেন। পরে বাড়ি ফিরার পথে একই দিন তাকে গ্রেফতার করা হয়। ২৫ শে জুলাই, ২০১২ পর্যন্ত তিনি আটক ছিলেন। 

অনেকেই ভেবেছিলেন তাঁকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। যাইহোক, গত সোমবার রিয়াদ অপরাধ আদালত তার মামলার রায় প্রদান করেছে। খালেদের ভাই [আরবি] টুইট করেছেনঃ

بعد مرور أكثر من أربعة اشهر تم الاتصال علينا من قبل المحامي وابلغنا بان المحاكمة ستستمر وان لكم جلسة قادمة في المحكمة الجزائية في الرياض

@১৯৮এঃ চার মাস অতিক্রমের [তার মুক্তির] পর, আইনজীবী আমাদের বলেছেন যে বিচার চলতে থাকবে এবং আদালত সময় রিয়াদ অপরাধ আদালতে অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেছেনঃ

كنت أثناء الجلسات أتوقع الحكم على أخي الفاضل خالد الجهني بالبراءة من حيثيات كثيرة

@১৯৮এঃ সেই সময় ভেবেছিলাম আমার প্রিয় ভাই খালেদ আল-জোহানিকে অনেক অভিযোগ থেকে নির্দোষ ঘোষণা করা হবে।

এবং অব্যাহত:

حكم على خالد الجهني بسنة ونصف و منع من السفر ثلاث سنوات وغرامة مالية ستمائة ريال و مصادرة أجهزته […]

@১৯৮এঃ খালেদ আল-জোহানিকে দেড় বছরের দণ্ডাদেশ দেওয়া হয়েছে [কারাগার],তিন বছরের জন্য ভ্রমণ থেকে নিষিদ্ধ, ছয় শত রিয়াল জরিমানা [~ ১৬০ ডলার] এবং তাঁর ইলেকট্রনিক যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয়েছে […]

মানবাধিকার অ্যাক্টিভিজমে চেষ্টারত ​​কর্মী আব্দুল্লাহ আল হামিদ, টুইট করেছেনঃ

الحكم_على_خالد_الجهني بالسجن سنة ونصفا/ إعلان للعالم كله وبرهان على أن القضاء السعودي من مطارق قمع حقوق الإنسان إنها #المحاكمةالسرية

@আবুবেলাল_১৯৫১: খালেদ আল-জোহানিকে দেড় বছরের দণ্ডাদেশ সমগ্র বিশ্বের জন্য একটি ঘোষণা যে মানবাধিকার দমনে সৌদি বিচার ব্যবস্থা একটি হাতিয়ার। এটি হচ্ছে গোপন বিচার [ফলাফল]।

একটি মানবাধিকার স্বাক্ষর করার জন্য মুহাম্মদ আল-অলায়ানকে ৩৬ দিন আটক করে রাখা হয়েছিল। তিনি টুইট করেছেন:

[…] لقول الحق ثمن نحن مستعدون على دفعه، ولا بد من التضحية ليزول الظلم… كان الله في عونك ياخالد وفي عوننا على عونك…

২শব্দেরবন্দী: সত্য কথার মূল্য আছে এবং আমরা এর দাম দিতে ইচ্ছুক। শেষ পর্যন্ত অবিচারের জন্য আমাদের অনেক বিসর্জন দিতে হবে। খালেদ, আল্লাহ আপনাকে সাহায্য করুন। আমাদেরকেও তিনি সহায়তা করুন যাতে আমরা আপনাকে সাহায্য করতে পারি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .