ছবিঃ অনেক দিন আগে মাদাগাস্কারে

আফ্রিকার ইতিহাস সমৃদ্ধ কিন্তু তা খুব বাজে ভাবে নথিবদ্ধ করা হয়। এই শূন্যতা পূরণের জন্য মাদাগাস্কারের সুশীল সমাজ দেশটি ঐতিহাসিক ঘটনার এক ডিজিটাল সংরক্ষণশালার প্রকল্প শুরু করেছে।

মাদাগাস্কারের ইতিহাসকে সম্মান প্রদান করা এবং সেটি সংরক্ষণের মত একই চাওয়া থেকে ফেসবুকের দুটি পাতা দেশটির প্রাচীন সব শহর এবং লোকজনের ছবি সংরক্ষণ করছে। মাদাগাস্কার হায়ার (পুরোনো দিনের মাদাগাস্কার) এবং ইল এত উনে ফোয়া মাদাগাস্কার (কোন এক সময় মাদাগাস্কারে) [উভয় লিঙ্ক ফরাসী ভাষার]

এখানে ওই সমস্ত পাতায় পোস্ট করা কয়েকটি ছবি প্রদর্শন করা হয়েছে যে সব ছবি কেবল অনেক আগের সময়কে তুলে ধরেনি সাথে এক সরল সময়ের স্মৃতিচারণার বিষয়কে আরো তীব্র করেছে, যে সময় দরিদ্র এবং প্রতিদিনের জীবনের অভাব অনেক কম ছিল। এই বিষয়ে আরো ছবি দেখতে চাইলে উক্ত দুই ফেসবুক পাতার সংরক্ষণশালায় প্রবেশ করুন।

রাজধানী আনতানানারিভোর সংরক্ষিত ছবি

আন্দাহালোর বাগান

Jardin Andohalo — at Antananarivo sur Madagascar Hier

মাদাগাস্কার হায়ার এর মাধ্যমে পাওয়া আন্দোহালোর বাগান [ফরাসী ভাষায়]

L'Université d'Anakatso à Antananarivo sur Il était une fois Madagascar

আনতানানারিভোয় অবস্থিত আনকাতসো বিশ্ববিদ্যালয়

জোমা সড়কের বাজার

zoma vintage

ইল এতে উনে ফোয়া মাদাগাস্কার-এর মাধ্যমে পাওয়া জোমা সড়কের বাজার

পূর্ব উপকূলের শহর তোয়ামাসিনার সংরক্ষিত কিছু ছবি

Toamasina, rue du commerce

তোয়ামাসিনা, রু দে কমার্স

এক বেতসিমিসারাকা তরুণী

jeune fille Betsimisaraka

এক বেতসিমিসারাকা তরুণী

পশ্চিম উপকূলের শহর মাহাজাঙ্গার কিছু সংরক্ষিত ছবি

Mahajanga , le bord de mer

মাহাজাঙ্গা সমুদ্র উপকূল– বুলভার্ড পইনকেয়ার

দক্ষিণ মাদাগাস্কারের ফিয়ানারানাতাসোয়া শহরের সংরক্ষিত শহর।

Fianaratsoa

ফিয়ানারানাতাসোয়ার সিটি হল

দক্ষিণ মাদাগাস্কার আন্তাদ্রোই-এর নাচিয়েরা

Danseurs Antadroy dans le Sud de Madagascar

দক্ষিণ মাদাগাস্কার আন্তাদ্রোই-এর নাচিয়েরা

উত্তর মাদাগাস্কারের আন্তাশ্রিয়ানানার সংরক্ষিত ছবি

কেপ দিয়েগো

Antsiranana - Le Cap Diégo

আন্তিশ্রিয়ানানা-কেপ ডিয়েগো

মাদাগাস্কারে ১৮৯৫ সালে অনুষ্ঠিত উপনিবেশিক লড়াই-এর ছবি

Illustration du Petit Journal sur la guerre coloniale à Madagascar

পেতি জুর্নাল-এর অলঙ্করণে মাদাগাস্কারের উপনিবেশিক যুদ্ধ

এই দুই উদ্যোগ এবং সাথে অন্য প্রকল্প মাদাগাস্কারের ইতিহাস সংরক্ষণের নেমে পড়েছে, এখানে একটি উল্লেখ করা অবশ্যক যে পাঠকেরা এই সমস্ত পাতার জন্য ছবি সহ অন্য এলাকার তথ্য যোগানে সহায়তা করছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .