সিনাই-এর বন্যায় মিশরের নিরবতা

ভারি বৃষ্টিপাতের পর মিশরের সিনাই নামক এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। অনলাইন প্রচারমাধ্যম এই ঘটনার খুব সামান্য তথ্য প্রদান করেছে, এদিকে মূলধারার প্রচার মাধ্যম এই ঘটনায় পুরোপুরি নিশ্চুপ ছিল।

টুইটারে, ইব্রাহিম এলগারহি তার লেখা একটি টুইটে মিশরীয় রাষ্ট্রপতি মোহাম্মদ মোরসিকে উদ্দেশ্য করে বলেন [আরবিতে]::

عاجل وانساني: فيه عشرات الاسر المحاصرة في سيناء في وادي فيران بعد ما عزلتهم السيول ومحتاجين اغاثة.. ملحوظة: سيناء دي تبع مصر يا ريس

@ইব্রাহিম_এলগারহি: জরুরী এবং মানবিক প্রয়োজনেঃ সিনাই-এর ফিরান উপত্যকায় উল্লেখযোগ্য সংখ্যক পরিবার পানিবন্দী হয়ে রয়েছে। বন্যার কারণে যারা বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং তাদের দ্রুত সাহায্যের প্রয়োজন। জনাব রাষ্ট্রপতি দয়া করে জেনে রাখুন যে সিনাই নামক এলাকাটি মিশরের এক অংশ।

সাহায্য প্রদানে কর্তৃপক্ষের নিরবতার বিরুদ্ধে সোচ্চার হবার জন্য আলইয়াদ গাদ নেট নাগরিকদের সমর্থন চেয়েছে :

ال١٤٠٠ أسرة المحاصرين بالسيول في سيناء نساعدهم ازاي؟ (انسوا الحكومة- مافيش حكومة)، احنا – احنا نقدر نعمل ايه؟

@আলইয়াদগাদ:সিনাই-এর বন্যায় পানিবন্দী হয়ে পড়া ১,৪০০ টি পরিবারকে আমার কি ভাবে সাহায্য করতে পারি?( যখন সেখানে কোন সরকার নেই, সেখানে সরকারের কথা ভুলে যান)। আমরা তাদের জন্য কি করতে পারি?

আর গতকাল, ব্লগার ওয়েল আব্বাস টুইট করেছে:

1400 اسرة معزولة في جنوب سيناء وادي فاران بسبب السيول بدون اكل او كهرباء ولا يوجد اعلام او سياسين او احد يتحدث عنهم – الناس بعتولي استغاثة !

@ওয়েলআব্বাস: বন্যার কারণে দক্ষিন সিনাই-এর ফিরান উপত্যকার ১,৪০০ পরিবার  সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  তাদের কাছে খাবার নেই, বিদ্যুৎ নেই, আর কোন প্রচার মাধ্যম কিংবা কোন রাজনীতিবিদ তাদের কথা বলছে না। তারা আমাকে একটা জরুরী বার্তা পাঠিয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .