রাশিয়ার ইন্টারনেট সেন্সরশিপ “পরীক্ষা-নীরিক্ষা”

একটি রুশ ফেডারেল অঞ্চল ইন্টারনেট নজরদারির উদ্দেশ্যে একটি “পরীক্ষামূলক” প্রকল্প হাতে নিতে যাচ্ছে। এটি কস্ত্রোমা আঞ্চলিক সরকার এবং নিরাপদ ইন্টারনেট লীগ নামের একটি এনজিওর যৌথ প্রচেষ্টা, যা রাশিয়ার নতুন ইন্টারনেট কালো তালিকা [গ্লোবাল ভয়েসেস রিপোর্ট] এবং শিশুদের রক্ষা করার নামে লীগটির চালু করা অন্যান্য ব্যবস্থার অনুরূপ চিন্তাধারায় প্রবর্তিত। (ঘটনাক্রমে কালোতালিকা পরিচালনাকারী রোস্কোমনাজোরের প্রধানও সেই কস্ত্রোমা অঞ্চলের গভর্ণর সের্গেই সিত্নিকভ।)

League Chairman of the Board, religious businessman Konstantin Malofeev. November 20, 2012. CC 3.0 Wikimedia Commons.

লীগের বোর্ড চেয়ারম্যান, ধর্মীয় ব্যবসায়ী কনস্তান্তিন মালোফিভ। ২০শে নভেম্বর, ২০১২. সিসি ৩.০ উইকিমিডিয়া কমন্স।

তবে অদ্ভুত একটি জীবন অনুকরণ শিল্পে লীগটির ​​নতুন উদ্যোগটি গত ডিসেম্বরে আরইউনেট ইকো’র কাভার করা একটি বিদ্রূপাত্মক ভবিষ্যৎ বাণী [গ্লোবাল ভয়েসেস] পূরণ করেছে। সেসময়ে বুটিক মস্কো আইএসপি (ইন্টারনেট পরিষেবা দানকারী) আরআইনেট “পরিচ্ছন্ন ইন্টারনেট” নামের একটি “অনন্য অর্থ পরিশোধ পরিকল্পনা” ঘোষণা করে যা এর ব্যবহারকারীদেরকে শুধুমাত্র “সুন্দর ওয়েবসাইট” দেখানোর নিশ্চয়তা প্রদান করেছে। পরিকল্পনা অনুসারে ব্যবহারকারীরা কেবলমাত্র আইএসপিটির পরীক্ষিত একটি তালিকাভুক্ত বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে। তালিকাটিতে www.kremlin.ru, www.gov.ru, www.government.ru  এবং (এরকম) সামান্য কিছু গণ-সন্তুষ্টিকারী (ওয়েবসাইট) অন্তর্ভুক্ত।

দুর্ভাগ্যবশতঃ আরআইনেটের শুধু চলমান ইন্টারনেট নজরদারি প্রচেষ্টাকে বিদ্রুপ করার উদ্দেশ্যে অবাস্তবভাবে বিদ্রুপাত্মক প্রেস-বিজ্ঞপ্তিটির বিস্তারিত বিস্ময়করভাবে প্রকল্পটির নামে কস্ত্রোমার ইন্টারনেট ব্যবহারকারীদের জন্যে অপেক্ষমান সবকিছুর মতোই। কয়েকদিন আগে লীগের একজন প্রতিনিধি একজন প্রতিবেদকের কাছে এই আসল “পরিচ্ছন্ন ইন্টারনেট” সম্পর্কে ব্যাখ্যা করেছেন [রুশ ভাষায়]:

Пользователям из тестового региона будут доступны только те страницы и сайты, которые проверили эксперты лиги.

পরীক্ষিত এলাকার ব্যবহারকারীরা শুধুমাত্র লীগ বিশেষজ্ঞদের যাচাই করা ওয়েব পৃষ্ঠা এবং সাইটগুলোতে প্রবেশ করতে পারবে।

এই ধরনের নজরদারির ফলাফল কর্ম-নিরাপদ ফিল্টার ধরনের যে কোন কিছুর সীমা অতিক্রম করবে। সর্বোপরি, (বিদ্যমান কোটি কোটির মধ্যে) প্রবেশযোগ্য যে কোন ওয়েবসাইট (প্রবেশের আগে) প্রথমে একজন মানব “বিশেষজ্ঞ” দ্বারা যাচাইকৃত হতে হবে। অর্থাৎ ক্রেমলিন এবং অর্থডক্স (কট্টর) চার্চের সঙ্গে শক্তিশালী সম্পর্কযুক্ত এই লীগ একপাক্ষিকভাবে যে কোন ওয়েবসাইট অবরুদ্ধ করে দিতে পারে। জনপ্রিয় প্রযুক্তি ফোরাম হাব্রাহাবর উল্লেখ করেছে যে এটা বিশেষ করে বিদেশী ভাষার ওয়েবসাইটগুলো [রুশ ভাষায়] নিয়ে একটি সমস্যা সৃষ্টি করবে।

অন্যান্যরা এই ধরনের পদক্ষেপের আর্থিক প্রণোদনা সম্পর্কে কৌতুকের সঙ্গে বিস্ময় প্রকাশ করেছে [রুশ ভাষায়]:

stenogriz: […] Тут можно еще и доп заработок получить. Тарифные пакеты! Тарифный пакет «Базовый» — доступно 5 сайтов; тарифный пакет «Домашний» — 10 сайтов, теперь и с YouTube! Тарифный пакет «Профессионал» — 100 сайтов. […] Тариф «Тролль» — возможность выбора любого ника. отличающегося от паспортных данных и возможность писать комментарии (не более 3 в сутки). […]

স্তেনোগ্রিজ: […] অতিরিক্ত কিছু নগদ টাকা পাওয়ার জন্যে আপনি এটা ব্যবহার করতে পারেন। গ্রাহক প্যাকেজ! “আবশ্যকীয়” প্যাকেজ — ৫টি ওয়েবসাইটে প্রবেশের জন্যে; “গৃহস্থালী” প্যাকেজ — ১০টি ওয়েবসাইটে প্রবেশের জন্যে, এখন ইউটিউবসহ! “পেশাদার” প্যাকেজ — ১০০টি ওয়েবসাইটের। […] “প্রকাণ্ড” প্যাকেজ – পাসপোর্টের তথ্যের বাইরে ছদ্মনাম ব্যবহার এবং মন্তব্য (দিনে ৩টির বেশি নয়)  লিখতে পারার ক্ষমতাসহ। […]

সম্ভবতঃ সবচেয়ে উদ্বেগজনক হলো লীগ প্রতিনিধিদের দেয়া বিবৃতি থেকে মনে হয়েছে যে বিদ্রুপাত্মক “পরিচ্ছন্ন ইন্টারনেট” এর বিপরীতক্রমে “অযাচাইকৃত” ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে চাইলে ব্যবহারকারীদেরকে প্রক্রিয়াটি থেকে বের হয়ে যেতে হবে [রুশ ভাষায়]:

Суть эксперимента состоит в том, что сайты порнографического содержания будут закрыты, а пользователь, желающий получить доступ к ним, должен будет обратиться к провайдеру и заключить с ним договор, предоставив свои паспортные данные.

পরীক্ষাটির সারকথা হল অশ্লীল ওয়েবসাইটগুলো বন্ধ হয়ে যাবে এবং ব্যবহারকারীদের যারা এগুলোতে প্রবেশ করতে চায় তাদেরকে আইএসপিগুলোর কাছে গিয়ে তাদের ব্যক্তিগত তথ্য জমা দিয়ে একটি চুক্তি করতে হবে।

একজন লাইভজার্নাল ব্যবহারকারী এড়িয়ে যাওয়া বাঁধার সম্ভাব্য খারাপ পরিণতি সম্পর্কে বিস্ময় প্রকাশ করেছেন [রুশ ভাষায়]:

Человек должен раскрыть свои аспекты личной жизни. Его внесут в базу, уже будет не “благонадежным”. Истинный гражданин и патриот не может смотреть порно. Он должен смотреть только программу “Время”, выступления президента и патриарха.

একজন মানুষকে তার ব্যক্তিগত জীবনের সমস্ত দিক প্রকাশ করতে হবে। তিনি একটি ডাটাবেজের মধ্যে ঢুকে পড়ে আর “বিশ্বাসযোগ্য” থাকতে পারবেন না। একজন সত্যিকারের নাগরিক এবং দেশপ্রেমিক অশ্লীলতা দেখতে পারে না। তিনি শুধু সংবাদ, রাস্ট্রপতি আর পুরুষ-প্রধানকে দেখবেন।

এই ভীতিকর বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করা হলে [রুশ ভাষায়] কস্ত্রোমা গভর্ণরের দপ্তর দাবি করেছে যে পরীক্ষা-নীরিক্ষাতে অংশগ্রহণ করতে হলে ব্যবহারকারীদেরকে আসলে গ্রাহক হতে হবে। লীগের প্রতিনিধিদের বিপরীত বিবৃতিগুলোকে অপব্যাখ্যা করা কঠিন বলে প্রকল্পটির সম্ভাবনা এবং সার-সংক্ষেপ সম্পর্কে অভ্যন্তরীণ ভুল বুঝাবুঝি বা মত-পার্থক্যের অবকাশ রয়েছে বলে মনে হচ্ছে।

ব্যবহারকারীদের তথ্য মুক্ত হওয়ার চেয়ে কম কিছু হলে কী ঘটে এবং তারা কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে সেটা দেখার জন্যে আরইউনেট এই গল্পটি পর্যবেক্ষণ অব্যহত রাখাবে। কেউ কেউ ইতোমধ্যেই নিরাশাবাদী [রুশ ভাষায়] হয়ে পড়েছে:

Если vk.com и mail.ru будут в списках, большинство ничего не заметит.

[সামাজিক নেটওয়ার্ক] vk.com এবং mail.ru [সাদা] তালিকাভুক্ত হলে সংখ্যাগরিষ্ঠ কিছুই দেখবে না।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .