কুয়েতঃ আমীরকে অপমান করার দায়ে টুইটার ব্যবহারকারীর দুই বছরের কারাদণ্ড

কুয়েতের এক একটি টুইটার ব্যবহারকারী সাত মাস ধরে কারাগারে আটক, যাকে আমীরকে অপমান করার দায়ে পাঁচ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে, এই সোমবার আরেকজন টুইটার ব্যবহারকারী আইইয়াদ আল হারবিকে একই অভিযোগে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। হারবি, আমির এবং বিক্ষোভের বিরুদ্ধে পরিচালিত অভিযানের সমালোচনা করে বেশ কিছু টুইট লেখে। আদালতের আদেশ অনুসারে (যা কিনা সাবর অনলাইন প্রকাশ করেছে), আইইয়াদ –এর করা টুইট-এ নীচের লাইনগুলোর কারণে তাকে অভিযুক্ত হয়েছে:

- সেই শাসক গোল্লায় যাক যে তার নিজের নাগরিককে কারাগারে পাঠায়। সেই শাসক গোল্লায় যাক যার সমর্থকের চেয়ে বিরোধীদের সংখ্যা বেশী।
– হে রাজন, কুয়েতিদের মাঝে প্রবল ঐক্য প্রদর্শিত হচ্ছে ইরাদা স্কোয়ারে, আর আপনি সেটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন।
– আর কি অবশিষ্ট আছে? কোন বিপ্লব না, কোন উন্নয়ন না, কোন স্বাধীনতা না, কোন মর্যাদা না, কোন সংসদ না, কোন ভোট প্রদানের অধিকার না, কোন প্রতিবাদ না, কোন আপত্তি না, ঈশ্বরের দোহাই আপনি আমাদের প্রতি কি ধরনের আচরণ করতে চাচ্ছেন?
– আর এতে আমি কোন ধরনের প্রমাণ ছাড়াই নাগরিকদের অপমান এবং অভিযুক্ত করতে পারি এবং বলতে পারি যে এটাই হচ্ছে স্বাধীনতা অথবা কোন এ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং তা প্রকাশ হয়েছে?
-যদি আপনি কুয়েতি না হন, এবং যদি আপনি উপসাগরীয় এলাকার নাগরিক হন, তাহলে আপনি নিপীড়ন এবং উৎপীড়ক-এর মুখোমুখি হবেন এবং সামান্য তেল –এর মাধ্যমে গ্রেফতার হবেন।
– উৎপীড়ন এবং নিপীড়নকে ক্ষমা করা উচিত নয়, তার ক্ষমতা কেড়ে নেওয়া উচিত এবং তার বিচার হওয়া উচিত, সাথে তার জেল হওয়া উচিত এবং তাকে খুন করা উচিত।
– এই রাষ্ট্রকে অভিশাপ দেই, যা কিনা তার কুকুরগুলোকে দেশটির নাগরিকদের মর্যাদা ভক্ষণ থেকে বিরত রাখছে না, কারণ তারা বিরোধীতা করছে।

এছাড়াও আল হারবির বিরুদ্ধে স্বৈরশাসকের সমালোচনা করে ইরাকের কবি আহমেদ মাতার-এর লেখা কবিতা পুনরায় টুইট করার অভিযোগ আনা হয়েছে। এছাড়াও এই টুইটারকারী জর্ডানের উদ্দেশ্যে আমীরের রওনা দেওয়ার সময় একটি টুইট লিখেছিল, যাতে বলা হয়েছে:

মাছ মারার জন্য জর্ডানের উদ্দেশ্য যখন আমীর যাত্রা করেন, তখন বড়রা গান ধরে” মানুষকে প্রহার করা একটা রীতিতে পরিণত হয়েছে” আর এরপর শিশুরা বৃষ্টির জন্য গান ধরে। .”

ঠিক তার বিচারের রায় ঘোষণার পরপর আল হারাবি তার সর্বশেষ টুইটটি করে:

أحبّــــّــّــك .. يا وطن !

@আইইয়াদকিউ৮কিউ৮: আমার স্বদেশ, আমি তোমাকে ভালবাসি!

৬ জানুয়ারি তারিখে আল হারবি পোস্ট করেন, যে তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে:

غداً صباحاً النطق بمحاكمتي على تهم أمن الدولة ( الطعن بالذات الأميرية / نشر أخبار كاذبة بالخارج / إساءة إستخدام هاتف ) لا تحرمونا من دعائكم

@আইইয়াদকিউ৮কিউ৮: আগামীকাল আমার বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তা বিভাগের আনা অভিযোগ সম্বন্ধে আদালতের রায় প্রদান করবে। যে সব অভিযোগ হচ্ছে আমীরকে গালি দেওয়া, বিদেশে মিথ্যা সংবাদ ছড়ানো, এবং মোবাইল ফোনের অপব্যবহার। কেবল আপনার প্রার্থনা আমাকে রক্ষা করতে পারে।

কুয়েতের এবং অন্য দেশের টুইটার ব্যবহারকারী এই ধরনের শাস্তি প্রদানের বিরুদ্ধে সমালোচনা করে লিখেছে যে এটা বাক স্বাধীনতার লঙ্ঘন। আইইয়াদের বন্ধু হুসাইন আল শামারি, একটি মন্তব্য সহকারে তার ছবি পোস্ট করেছে :

قبل يومين أخرج لي عياد الحربي السلاح الخاص الذي حُكم عليه بالسجن بسببه ، كان عبارة عن 140 حرف وأحلام ممتدة للسماء !
“@হাভানা_এইচ: দুই দিন আগে, আইইয়াদ আল হারবি আমাকে তার বিশেষ অস্ত্র প্রদর্শন করে, যার জন্য তার দুবছরের জেল হয়েছে, এটা হচ্ছে ১৪০ অক্ষরের এক লেখা এবং আকাশ ছোয়া এক স্বপ্ন। “

সাবর অনলাইন সংবাদপত্র একটি ছবি প্রদর্শন করেছে, তাতে দেখা যাচ্ছে যারা তাকে সৌদি নাগরিক হিসেবে অভিযুক্ত করেছে, তার প্রতিক্রিয়ায় তার কুয়েতি সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করছে:

আইইয়াদ-এর প্রতি একাত্মতা প্রদর্শন করে মিশরীয় একটিভিস্ট গামাল ঈদ মন্তব্য করেছে:

صديقنا وزميلنا عياد الحربي من الكويت ، حتى أمس كان يغرد معنا ، والان اضيف لقائمة سجناء الرأي رقم جديد !!

@গামালঈদ: আমাদের বন্ধু এবং সহকর্মী কুয়েতের নাগরিক আইইয়াদ আল হারবি আমাদের মাঝে থেকে গতকাল পর্যন্ত টুইট করে গেছে এবং এখন সে চেতনার বন্দির তালিকায় নতুন আরেকটি নাম হিসেবে যুক্ত হল।

কুয়েত থেকে মোন্থার আল হাবিব, যিনি এর আগেও এক বিক্ষোভের সময় গ্রেফতার হয়েছিলেন, তিনি আইইয়াদের শাস্তি এবং গ্রেফতারকৃত অন্য কুয়েতি নাগরিক, রাশাদ আল ইনিজি ও সালাম আল রুজাইব, যারা সম্প্রতি বিরোধী দল আয়োজিত র‍্যালির সময় গ্রেফতার হয়েছিলেন, এবং বেদুইন একটিভিস্ট আবদুলহাকিম আল ফাদলিকে নিয়ে টুইট করেন:

كل دقيقة لكم في الزنازين تستنشقون بها حريتكم، هي تمر علينا كالساعات نتجرع بها الإنكسار. الحربي العنزي الرجيب الفضلي

@মোনতাহারআল হাবিব:কারাগারে কাটানো আপনাদের প্রতিটি মূহূর্তে, আপনাদের নিঃশ্বাস আপনাদের স্বাধীনতা। ওই সমস্ত প্রতিটি মুহূর্ত আমাদের কাছে ঘন্টার সমান, বিশেষ করে তখন, যখন আমরা বেদনার স্বাদ অনুভব করছি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .