২০১১ নির্বাচনী পরাজয় সম্পর্কে জাম্বিয়ার সাবেক রাষ্ট্রপতি বান্দা

জাম্বিয়ার প্রাক্তন রাস্ট্রপতি রুপিয়াহ বান্দা তার বহুদলীয় গণতন্ত্র আন্দোলন (এমএমডি) সরকার ২০১১ সালের নির্বাচনে আসন্ন রাষ্ট্রপতি মাইকেল সাতা’র দেশপ্রেমী ফ্রন্টের (পিএফ) কাছে হেরে যাওয়ার পর বলেছেন যে তার বিরোধীরা আপাতদৃষ্টে যার জন্যে প্রস্তুত দেশটিকে সেই যুদ্ধের দিকে নিয়ে যেতে চান না বলে তিনি ফলাফলটি চ্যালেঞ্জ করেননি।

জাম্বিয়ার রাষ্ট্রপতি রুপিয়াহ বান্দা। ছবিটি প্রকাশ করেছেন আন্তোনিও ক্রুজ/এবিআর ক্রিয়েটিভ কমন্সের অধীনে (সিসি বাই-এসএ ২.৫)

সম্প্রতি গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে অবস্থানকালে আফ্রিক প্রোডাকশন টিভির সঙ্গে তার সাক্ষাৎকারের একটি ইউটিউব ভিডিও প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারটিতে জনাব বান্দা বলেছেন:

[…] একেবারে শুরুতে, এটি খুবই স্পষ্ট যে আমি নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার কথা প্রচার করেছিলাম। অবশ্যই, আমি বলবো যে সম্ভবতঃ আমি প্রায় নিশ্চিত ছিলাম যে আমি অবশ্যই জিতবো […] এটি (ফলাফলটি)আমার খুবই হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু আপনারা (তো) জানেন, দেশের পরিস্থিতি এরই মধ্যে খুবই বিষাক্ত হয়ে গিয়েছে। আমার প্রতিপক্ষ – যারা নির্বাচনে জয়ী হয়েছে – ইতোমধ্যে তারা প্রকাশ্যে বলেছে যে যদি তারা না জিতে তারা যুদ্ধে যাবে এবং রাস্তায় তারা ছুরি ধার দিতে শুরু করেছে। এবং ঘটনাগুলো এরকমভাবে শুরু হয়েছে। আমি জাম্বিয়ার জনগণের রক্তপাতের জন্যে দায়ী কোন ব্যক্তি হতে চাই না।

ভিডিওটির একটি প্রতিক্রিয়ায় কেটবেবে১ লিখেছে:

রুপিয়াহ, আপনি আপনার প্রকাশ্য উপস্থিতিতে কখনো এই পরিমাণ মনযোগী এবং চিন্তাশীল থাকলে আপনি সহজেই পুনর্নির্বাচিত হতেন। কিন্তু আপনি আপনার সঙ্গী-সাথীদের চাটুকারিতাকে প্রশ্রয় দিয়ে আপনার প্রকাশ্য ইমেজ গড়েছেন। আমি আপনাকে যতটা দোষারোপ করি, ততটাই দোষারোপ করি আপনাকে যারা ব্যবহার করেছে তাদেরকে।

জনাব বান্দা ২০শে সেপ্টেম্বর, ২০১১ তারিখের নির্বাচনের কয়েকদিন পরে নবনির্বাচিত রাষ্ট্রপতি সাতা’র কাছে শান্তিপূর্ণভাবে দপ্তর হস্তান্তর করেছেন  অফিসে হস্তান্তর করেছেন এবং তার পর থেকে যেখানে তিনি সাক্ষাৎকারটি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেই বোস্টন বিশ্ববিদ্যালয়ে একটি সংক্ষিপ্ত অবস্থানসহ আন্তর্জাতিক বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .