গ্রীস-মেসেডোনিয়ার নাম বিতর্কে যথাযথ নয় এমন সাদৃশ্য

জেরাল্ড কানুসের দাবীর প্রতিক্রিয়ায়… …

এথেন্স এবং স্কোপজা [ প্রিজনর'স ডিলেমা] নামক এক সঙ্কটের মুখোমুখি হয়েছে: যদি উভয় পক্ষ বিশ্বাস না করে যে এই বিষয়ে কার্য এবং সমাধান সম্ভব, তাহলে উভয়পক্ষ ক্ষতিগ্রস্থ হবে।

জারাকো ত্রাজানোস্কি ফেসবুকে লিখেছে:

তবে, প্রিজনর’স ডিলেমার বিষয়ে সাদৃশ্য কেবল এক প্রতারণা নয়, একই সাথে অত্যন্ত আক্রমণাত্মক: এথেন্স কোন কারাবন্দী নয়, বরঞ্চ সে এক কারারক্ষী এবং এই ক্ষেত্রে সম্ভবত এক রাজনৈতিক অত্যাচার। এবং এই রাজনৈতিক অত্যাচার, যাতে সোফিয়া যথারীতি ঘি ঢালছে, তার ফলাফল হচ্ছে এই যে, এতে মেসিডোনিয়ার স্বজাত্য-জাতীয়তাবাদ জেগে উঠছে এবং উদারনৈতিকতা, গণতন্ত্র, মানবাধিকার–এর মত বিষয়গুলোর পতন ঘটছে।

পরে তিনি তার এক ব্লগ পোস্টে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .