আদিবাসীদের প্রতিবাদ সত্ত্বেও ইকুয়েডরে তেলের নিলাম শুরু

ইকুয়েডর ২৮শে নভেম্বর, ২০১২ বুধবার নিষ্কলুষ দক্ষিণ-কেন্দ্রীয় আমাজনের সংরক্ষিত অঞ্চলের প্রায় এক কোটি একর এলাকায় ১৩টি তেল ব্লকের জন্যে একটি আন্তর্জাতিক লাইসেন্স প্রদানের আলোচনা শুরু করেছে। এতে আদিবাসী নেতারা তাদের জমিতে পেট্রোলিয়াম অনুমোদনের প্রতিবাদ করার জন্যে রাস্তায় নেমে এসেছে।

শত শত আদিবাসী বিক্ষোভকারীরা লাইসেন্স প্রদানের প্রক্রিয়ার শুরু করা একাদশতম তেল এবং শক্তি সম্পর্কিত সভা চলার সময় জে.ডাব্লিউ. ম্যারিয়ট হোটেলের বাইরে জড়ো হয়েছে।

ইকুয়েডরের আদিবাসীদের জাতীয়তাসমূহের কনফেডারেশন (কোনাইয়ে) এবং আমাজনের আদিবাসী জাতীয়তাসমূহের কনফেডারেশন (কনফেনাইয়ে) আয়োজিত প্রতিবাদে সাতটি আদিবাসী জাতীয়তার প্রতিনিধিরা অনুমতি দানের প্রক্রিয়া এবং ড্রিলিংযের সম্ভাব্য পরিবেশগত ও সামাজিক প্রভাব বিষয়ে আলোচনা না করায় উদ্বেগ প্রকাশ করেছে। আমাজনওয়াচ (আমাজন প্রহরী) রিপোর্ট করেছে যে আদিবাসী বিক্ষোভকারীদের উপর সামরিক বাহিনী, পুলিশ, বেসরকারী নিরাপত্তা বাহিনী এবং মরিচের গুড়ার আক্রমণ হয়েছে। আমাজনওয়াচ তাদের ওয়েবসাইটে মখোমুখি সংঘাতের বেশ কিছু ছবি পোস্ট করেছে।

পৃথিবী দ্বীপ অনুসারে,  কনফেনাইয়ে অভিযোগ করেছে যে হাইড্রোকার্বন সংক্রান্ত সহকারী সচিব অনুমতি ছাড়াই অক্টোবর মাসে আচুয়ার, কিচওয়া এবং সাপারা আদিবাসী সম্প্রদায়ের ভিতরে প্রবেশ করে স্থানীয় লোকদের সঙ্গে আলাপ-আলোচনা অনুষ্ঠিত করেছে। তবে কনফেনাইয়ে সম্প্রদায়গুলোর বৃহত্তর সিদ্ধান্ত-গ্রহণ কাঠামোর পরিবর্তে বাছাই করে কিছু ব্যক্তি যুক্ত করায় এই আলোচনাগুলোকে অবৈধ বলেছে।

XI Oil Round and Indigenous Terriroties

আদিবাসী সংরক্ষিত অঞ্চল এবং একাদশতম তেল অনুমোদনের আলোচনার মানচিত্র। উৎস: পাচামামা ফাউন্ডেশনের ফেসবুক পৃষ্ঠা।

এই বছর অক্টোবর মাসের শুরুতে ব্লগার ইকুয়াচাস্কি [স্প্যানিশ ভাষায়] রিপোর্ট করেছেন যে আচুয়ার, শিউইয়ার, সাপারা এবং কিচওয়া আদিবাসী সম্প্রদায়ের নেতারা একটি সংবাদ সম্মেলন করে ঘোষণা করেছে যে তারা তাদের জমিতে পেট্রোলিয়াম শিল্পকে প্রবেশের অনুমতি দিবে না। সভাটির অডিওটিও [স্প্যানিশ ভাষায়] পাওয়া যাচ্ছে।

বিভিন্ন আদিবাসী সংগঠন একাদশতম তেল আলোচনা সম্পর্কে কয়েকটি নেতিবাচক ঘোষণা দেওয়া সত্ত্বেও কোড়িয়া সরকার তাদের উদ্বেগের প্রতিক্রিয়া জানায়নি।

২৮শে নভেম্বর তারিখে  অনলাইনে প্রকাশিত একটি আনুষ্ঠানিক বিবৃতিতে [স্প্যানিশ ভাষায়] কোনাইয়ে এবং কনফেনাইয়ে লিখেছে:

Las nacionalidades indígenas situadas en el centro sur de la Amazonia:  Kichwas Amazónicos, Shuar, Achuar, Shiwiar y Sáparas, rechazaron la decisión unilateral del régimen de licitar bloques  petroleros mediante la llamada XI Ronda e instaron a que esta sea suspendida de inmediato.

আমাজনের দক্ষিণ-কেন্দ্রীয় অংশে অবস্থিত আদিবাসী জাতীয়তা: কিচওয়া, শুয়ার, আচুয়ার, শিউইয়ার, এবং সাপারারা শাসকগোষ্ঠীর তথাকথিত ১১তম আলোচনার সময় পেট্রোলিয়াম ব্লকগুলো নিলামে তোলার একতরফা সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে অবিলম্বে এটি স্থগিত করার জোর পরামর্শ দিয়েছে।

উপরন্তু, সংগঠনগুলো জোর দিয়ে বলেছে যে সরকারের আলোচনা স্থানীয় সিদ্ধান্ত গ্রহণের নিয়মকে তোয়াক্কা করেনি এবং এতে স্থানীয় ভাষায় সঠিক পদ্ধতির অভাব রয়েছে।

যোগাযোগটিতে কনফেনাইয়ে সভাপতি ফ্রাংকো ভিতেরির নিচের উদ্ধৃতিটিও রয়েছে:

“…Estamos unidos y nos oponemos totalmente a la XI  Ronda Petrolera. El avance de la frontera petrolera en nuestro territorio  representa el fin de nuestra forma de vida y puede significar el fin de nuestras vidas.

“… আমরা একতাবদ্ধ এবং সম্পূর্ণভাবে ১১তম তেল আলোচনার বিরোধিতা করি। আমাদের সংরক্ষিত অঞ্চলগুলোতে তেল উত্তোলনের মানে হলো আমাদের জীবনযাত্রার অবসান এবং এর মানে আমাদের নিজেদের জীবনগুলোরও শেষ হতে পারে।”

ওপেক (পেট্রোলিয়াম রপ্তানীকারক দেশগুলোর সংস্থা)-এর ক্ষুদ্রতম সদস্য হিসেবে ইকুয়েডরের জন্যে, একটি রাষ্ট্রের জন্যে তেল শিল্প গুরুত্বপূর্ণ আয়ের উৎস হিসেবে বিবেচিত। রয়টার্স রিপোর্ট করেছে যে সরকার ১৩টি ব্লক থেকে অন্ততঃ ১০০ কোটি ডলার বিনিয়োগ আশা করে। গত কয়েক বছর ধরে দেশটির তেলের উৎপাদন প্রতিদিন প্রায় ৫ লক্ষ ব্যারেল হওয়ায় নবায়ন অযোগ্য প্রাকৃতিক সম্পদ মন্ত্রী উইলসন দেশের আরো দশ বছর টিকে থাকার জন্যে প্রতিদিন ৫ লক্ষ ৩০ হাজার ব্যারেলে তেল উৎপাদন উন্নীত করার আশা করেন

নতুন আমাজনীয় অনুমোদনগুলোর নিলাম উপস্থাপন করার জন্যে কোম্পানীগুলোর হাতে ছয় মাস সময় রয়েছে। সরকার আশা করছে চুক্তিগুলো  ২০১৩ সালের সেপ্টেম্বরের পূর্বেই স্বাক্ষরিত হবে।

“আমরা একটি অসঙ্গতির মধ্যে বসবাস করছি”

দেশের মধ্যে একাদশতম তেল আলোচনা এখনো চলতে থাকলেও এটি ইয়াসুনি জাতীয় পার্কের ইশপিঙ্গো-তাম্বোকচা-তিপুতিনি (আইটিটি) এলাকায় তেল রেখে দেওয়ার অর্থায়নের পথ খুঁজছে। সরকারী উদ্যোগটি [স্প্যানিশ ভাষায়] সরকার, ফাউন্ডেশন  এবং ব্যক্তিবর্গের কাছ থেকে ১৮ কোটি ৭০ লক্ষ ডলারের প্রতিশ্রুতিসহ ৬ কোটি ৪০ লক্ষ ডলার আকৃষ্ট করেছে। সম্প্রতি প্রকল্পটির আলোচক কমিটির প্রধান ইভোনী বাকি বলেছেন:

ইকুয়েডর তেলে উপর নির্ভর করতে চায় না বলে এই জন্যে নির্ভরতা কমাতে চায়। তেলের দেশগুলো অভিশপ্ত। উন্নয়নশীল দেশগুলো এর উপর এতো বেশি নির্ভর করে যে তারা অন্য কোন কিছুর উন্নয়ন করতে চায় না। এটা দুর্নীতির বংশ বিস্তার করে এবং মূল্য চুকাতে হয় দরিদ্রদের। একমাত্র সুবিধাটি ঐতিহ্যগতভাবেই অভিজাতদের কাছে চলে যায়।

নভেম্বরে রেবেলিওন (বিদ্রোহ) [স্প্যানিশ ভাষায়] এর সঙ্গে একটি সাক্ষাৎকারে কনফেনাইয়ে সভাপতি ফ্রাংকো ভিতেরি বর্তমান কোড়িয়া প্রশাসনের অসঙ্গতিটিকে তুলে ধরেছেন:

Cierto, vivimos efectivamente en una contradicción. Mientras se esboza un discurso ecologista en los ámbitos internacionales, el gobierno del presidente Rafael Correa ha lanzado la XI Ronda Petrolera.

আমরা কার্যকরভাবেই একটি অসঙ্গতির মধ্যে বসবাস করছি। আন্তর্জাতিক বিভিন্ন পরিমণ্ডলে পরিবেশবিদদের একটি আলোচনার রূপরেখা টানার পরও রাষ্ট্রপতি রাফায়েল কোড়িয়া একাদশতম তেল আলোচনা শুরু করেছেন।

এই বছরের ২৬শে অক্টোবর তারিখে এই স্ববিরোধিতাটি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান আইন রিসোর্স কেন্দ্র সরকারের উচ্চস্তরের বন সংরক্ষণের প্রতিশ্রুতি এবং আদিবাসীদের পূর্ব-পুরুষের ত্রিশ লক্ষ হেক্টর তেল (৩ হাজার বর্গ কিলোমিটার) জমি তেল উন্নয়নের জন্যে উন্মুক্ত করার পরিকল্পনার মধ্যেকার অসঙ্গতিটি উল্লেখ করে  জাতিসংঘের কয়েকজন জলবায়ু পরিবর্তন কর্মকর্তাকে একটি চিঠি পাঠায়। তারা রিপোর্ট করেছে যে অনুমোদন প্রক্রিয়াটিতে জমিগুলো বৃক্ষশূন্য না করার জন্যে আদিবাসীদের অর্থায়ন করা সোশিওবস্ক নামের ইকুয়েডরীয় একটি কর্মসূচীর অধীনে থাকা আদিবাসীদের জমি রয়েছে। চিঠিটিতে অনুমোদনের প্রক্রিয়াটির বৈধতাকে প্রশ্ন করেছেন যেটি আদিবাসী জনগণের মুক্ত, প্রাথমিক এবং জ্ঞাত সম্মতি ছাড়া অগ্রসর হয়েছে।

কপ (পক্ষসমূহের সম্মেলন) ১৮

কাতারের দোহায় ইকুয়েডরের পরিবেশ মন্ত্রণালয় [স্প্যানিশ ভাষায়] অংশ গ্রহণ করা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ১৮) পটভূমিতে বর্তমান তেল অনুমোদনটি ঘটেছে। সম্মেলনটি ২৬শে নভেম্বর শুরু হয়ে ৭ই ডিসেম্বর তারিখে শেষ হয়েছে।

Protesting XI Oil Round at COP18

দোহাতে অনুষ্ঠিত জাতিসংঘের কপ১৮-তে একাদশতম তেল আলোচনার বিরুদ্ধে ইকুয়াডরীয় আমাজানের আদিবাসীদের নেতাদের বিক্ষোভ। ছবির সৌজন্যে এফআইসিএসএইচ-এর সভাপতি ফ্রান্সিসকো শিকি।

আন্তঃপ্রাদেশিক আন্তর্জাতিক ফেডারেশন স্কুয়ার কেন্দ্রসমূহের সভাপতি ফ্রান্সিসকো শিকিসহ ইকুয়েডরীয় আমাজনের কয়েকজন আদিবাসী নেতা ইকুয়েডরের একাদশতম তেল আলোচনাটিকে কপ১৮-তে নিয়ে এসেছে।

ফুন্দাসিওন (ফাউন্ডেশন) পাচামামা [স্প্যানিশ ভাষায়] অনুসারে, এসব নেতারা আন্তর্জাতিক মিত্রদের সরকারের “ইকুয়েডরের পরিবেশগত ও সামাজিক সুরক্ষা অঙ্গীকার সমুন্নত রাখার রাজনৈতিক সদিচ্ছার অভাব”কে নিন্দা জানানোর আহবান জানিয়েছে।

বহুজাতিক তেল কোম্পানির সঙ্গে আইনি সংগ্রাম করতে গিয়ে বিখ্যাত ইকুয়েডরের একটি আদিবাসী গোষ্ঠী সারাইয়াকুর তিনজন নেতাও এই বিক্ষোভে যোগদান করেছে। সম্প্রতি তারা আমাজনওয়াচের ওয়েবসাইটে প্রদর্শিত একটি ভিডিও পিটিশন সংকলিত করেছে।

একাদশতম তেল আলোচনায় বর্তমানে তাদের জমি অন্তর্ভুক্ত না থাকলেও সরকার সারাইয়াকু (কিচওয়া) সংরক্ষিত অঞ্চলেরগুলিসহ আরো পাঁচটি ব্লক নিলামের সিদ্ধান্ত নিতে পারে। সারাইয়াকু জনগণের ব্লগে  [স্প্যানিশ ভাষায়] সরকারের আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন ১৬৯ অথবা ইকুয়েডরের সংবিধান অনুসারে আদিবাসী জনগণের মুক্ত, প্রাথমিক এবং জ্ঞাত সম্মতি নেওয়ার সঙ্গে সঙ্গতি না থাকা পূর্ববর্তী “আলোচনাগুলোর” সমালোচনা করে কোড়িয়া প্রশাসনের কাছে পাঠানো কয়েকটি যৌথ চিঠি রয়েছে।

আদিবাসী সংগঠণগুলো ইকুয়েডরের পরিবেশগত কর্মসূচী, এর আদিবাসী জনগণের অধিকার রক্ষার সাংবিধানিক প্রতিশ্রুতি এবং চলমান একাদশতম তেল আলোচনায় আদিবাসীদের নিষ্কলুষ জমি ছাড়ের মধ্যেকার অসঙ্গতির প্রতি দৃষ্টি মনোযোগ আকর্ষণের জন্যে ডিসেম্বর মাসব্যাপী প্রতিবাদ অব্যহত রাখার পরিকল্পনা করেছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .