‘ফুলেকো’ মাসকট ব্রাজিলকে বিভক্ত করেছে

কোকা কোলার পৃষ্ঠপোষকতায় একটি গণমতামত প্রচারণা ব্রাজিলীয় ইন্টারনেট ব্যবহারকারীদেরকে ২০১৪ সালের বিশ্বকাপের ভবিষ্যত মাসকটের – ব্রাজিলের বনাঞ্চলের বিপন্ন একটি ছোট্ট প্রাণী বনরুইয়ের – নাম পছন্দ করার আমন্ত্রণ জানিয়েছে। হুমকির সম্মুখীন হলে খুবই শক্ত খোলসযুক্ত ছোট্ট এই প্রাণীটি নিজেকে গুটিয়ে একটি বলের মতো করে ফেলার ক্ষমতা রয়েছে বলে এর নাম টাটু বোলা (বল বনরুই)।

ঈশ্বরের শহরকে নির্দেশ করা ইন্টারনেট প্রচারণা: “ফুলেকো, আমার পাছা! আমার নাম ছোট্ট জে!” এ টু জেড বেলো হরিজন্তে-তে ওডস এর ব্যাঙ্গচিত্র – পাবলিক ডোমেইন

১৭লক্ষ ভোটারের মধ্যে জুজেকো (৩১%) এবং অ্যামিজুবি’র (২১%) তুলনায় ফুলেকো’কে (৪৮%) বেশি পছন্দ করেছে। বেবেতো (ব্রাজিলীয় জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়), আর্লিন্দো ক্রুজ (গায়ক এবং সাম্বা সুরকার), থালিতা রেবোউসাস (সাংবাদিক এবং লেখক), রবার্ট দুয়াইলিবি (প্রচারণাকারী) এবং ফার্ণান্দো সান্তোসকে নিয়ে গঠিত একটি কমিটি তিনটি পরামর্শের প্রস্তাবনা করেছে। মাসকটটির আনুষ্ঠানিক ওয়েবসাইটটিতে দেখানো হয়েছে যে আগে থেকেই অধিকাংশ ব্রাজিলীয়দের অনানুষ্ঠানিকভাবে ডাকা টাটু বোলা দেশে একটি অত্যন্ত শক্তিশালী সহানুভূতির ঢেউ সৃষ্টি করেছে:

অনুষ্ঠানটির একটি উচ্চমর্যাদা সম্পন্ন দূত এবং একটি বিপন্ন প্রজাতির সদস্য হিসেবে আনুষ্ঠানিক মাসকটটি পরিবেশগত সচেতনতার ক্ষেত্রে একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে। ফুলেকো ™ নামটি ফুটবল এবং ইকোলোজিয়া (প্রতিবেশ) শব্দের সংমিশ্রণ। এটি একসঙ্গে একটি উপায়কে বোঝায় যেখানে ফিফা বিশ্বকাপ এই দু’টিকে একসঙ্গে মিলিয়ে জনগণকে পরিবেশ বান্ধব আচরণে উৎসাহিত করতে পারে। ফুলেকো ™ নামের পক্ষে ভোট দিয়ে ব্রাজিলের জনগণ পরিষ্কারভাবে নামটির ধারণ করা উভয় থিমের প্রতি একটি অনুরক্তি প্রদর্শন করেছে।

তবে এখন ব্রাজিলীয়দের সংখ্যাগরিষ্ঠ একটি অংশ এই নামের পছন্দটিকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করছে। নাগরিকরা পূর্বে উল্লেখ করা মানগুলোকে  (পরিবেশ এবং ক্রীড়া) তুলে ধরতে রাজি থাকলেও তারা ফিফার দায়িত্বহীন পছন্দে (মাসকটটির নামকরণে) খেদ প্রকাশ করেছে। শুধু দুটি অক্ষরের কারণে ফুলেকো আসলে ফুলেরিও (টুকরো টুকরো)-তে রূপান্তরিত হয়ে গিয়েছে। উত্তরপূর্বে এর মানে মিথ্যাবাদী ও অলস, এবং দক্ষিণপূর্বে ফুলেরিও অকেজো কোন কিছুকে বোঝায়। এছাড়াও ফুলেকোর  সঙ্গে ফুরেকো’র মিল রয়েছে যার মানে খুব খারাপ গুণ এবং মূল্যহীন।

“এসব নাম দিয়ে আমাদের বিব্রত করবেন না! আমরা আমিজুবি, , ফুলেকো বা জুলেকো (নাম) চাই না। তার নাম টাটু বোলা!  ফেসবুকে  জুভেন্তুজে সুস্তেন্তাভেল (টেকসই যুবসম্প্রদায়), অনুমতি নেয়া।

দিক্সোনায়রে ইনফর্মেল দু পর্তুগায়স (অনানুষ্ঠানিক পর্তুগীজ অভিধান) [পর্তুগিজ ভাষায়]-এ অবদান রাখা ইন্টারনেট ব্যবহারকারীদের মতে অপভাষাতে ফুলেকো পদটি মলদ্বারের আরেকটি প্রতিশব্দ, যেমন আমাদের ব্যবহৃত শব্দ পাছা। ফুলেকো’র জন্যে বিশেষভাবে উপযুক্ত শব্দের খেলা: ফুদেকো (যে *** করে), ফুমেকো (যে ধূমপান করে)… সংক্ষেপে, ফুলেকো অনুপযুক্ত প্রমাণিত। ফেসবুক বা টুইটারের মতো সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে অনেক সংখ্যক ব্রাজিলীয় তাদের ক্ষোভ প্রকাশ করেছে। হাজার হাজার জন এই মাসকট পৃষ্ঠা্র [পর্তুগিজ ভাষায়] মতো লজ্জা, ক্ষোভ এবং দুঃখের মন্তব্যসহ ফুলেকো’র বিভিন্ন ব্যাঙ্গচিত্র ভাগাভাগি করেছে। ম্যাসকটটির নাম পরিবর্তনের আহবান জানিয়ে একটি প্রচারাভিযান পর্যন্ত চালু হয়েছিল; উদাহরণস্বরূপ, এর পুণঃনামকরণ টাটু বোলা। ইতোমধ্যে ৩৯ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ করা একটি পি্টিশনে  [পর্তুগিজ ভাষায়]  প্রশ্ন করে হয়েছে:

Se o Tatu-Bola foi escolhido justamente pela forma e pelo nome, por que o Mascote não pode se chamar simplesmente… Tatu-Bola?

টাটু বোলা চরিত্রটি যদি এর আকৃতি এবং নামের কারণে পছন্দ করা হয়ে থাকে তবে কেন মাসকটটিকে শুধু… টাটু ব্যালন ডাকা যাবে না?

কাহিনীটির সবচেয়ে মজার দিকটি হলো স্থানীয় সাংগঠনিক কমিটি (এলওসি) এবং ফুটবল সংস্থাগুলোর আন্তর্জাতিক ফেডারেশন (ফিফা) ছয়টি ব্রাজিলীয় সংস্থার প্রস্তাবিত ৪৭টি নাম বিশ্লেষণ করেছে। তাদের সিদ্ধান্তের মধ্যে প্রধান নির্ণায়ক ছিল যে তারা ৫ থেকে ১২বছর বয়সী শিশুদের প্রশংসাপত্রের উপর নির্ভর করেছে। অন্ততঃ সংগঠকরা তাদের লক্ষ্য অর্জন করেছে: শিশুদের খেলার মাঠ নিয়ে লোক হাসিয়ে!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .