লেবাননে অপহৃত নাগরিকদের পরিবার কর্তৃপক্ষের উদাসীনতার প্রতিবাদ করছে

“অপেক্ষার পালা আর না, তাদের ভাগ্যে কি ঘটেছে তা জানা আমাদের অধিকার”। বৈরুত ওয়ালস ব্লগ –এর ব্যানার।


“অপেক্ষার পালা আর না, তাদের ভাগ্যে কি ঘটেছে তা জানা আমাদের অধিকার”। লেবাননের অপহৃত হাজার হাজার নাগরিকের পরিবারের প্রশ্নের উত্তর প্রদানে কর্তৃপক্ষের উদাসীনতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ শোভাযাত্রায় এটা ছিল তাদের স্লোগান। করনিচে এলমাজারা নামক রাস্তায় এই প্রতিবাদের আয়োজন করা হয়, যেখানে অপহৃত নাগরিকদের পরিবার ৩০ বছর আগে প্রথম একত্রিত হয়েছিল, তাদের প্রিয়জনদের ভাগ্যে কি ঘটেছিল তা অনুসন্ধানের জন্য।

বৈরুত ওয়ালস নামক ব্লগ ১৭ নভেম্বরের মিছিল সম্বন্ধে লিখেছে, যে মিছিল থেকে অপহৃত ব্যক্তিদের অনুসন্ধানের আহ্বান জানানো হয়।

এই বিষয়ে আরো পাঠ করুন:

লেবানন: লেবাননের নিখোঁজ এবং অপহৃত নাগরিকদের প্রতি নতুন করে মনোযোগ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .