গাজায়, শিশুদেরও যুদ্ধের মূল্য প্রদান করতে হচ্ছে

আজ সামাজিক প্রচার মাধ্যম জুড়ে মৃত ফিলিস্তিনি শিশুদের হৃদয় বিদারক ছবি প্রকাশিত হয়েছে, যার মাধ্যমে গাজায় চলতে থাকা এই বেদনাদায়ক ঘটনার প্রতি মনোযোগ প্রদান করার আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে ইজরায়েল এবং হামাস যখন একে অপরের প্রতি হামলা অব্যহত রেখেছে।

গাজায় দফায় দফায় ইজরায়েল-এর বোমা হামলার আজ পঞ্চম দিন। ইজরায়েল-এর ছোড়া একটি মিসাইল গাজা সিটির একটি বাড়িতে আঘাত করে, যে ঘটনায় অন্তত ১০ জন সাধারণ নাগরিক নিহত হয়েছে। নিহতের মধ্যে কয়েকজন শিশুও ছিল। অনলাইনে, নেট নাগরিকরা এই বেদনাদায়ক ঘটনার নিন্দা জানাচ্ছে।

গাজা থেকে রানা টুইট করেছে:

@রানাগাজা: আল দালোয় পরিবারিক বাসভবনে ইজরায়েল-এর এক সরাসরি হামলায় পরিবারে নয়জন সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন হচ্ছে শিশু। #গাজা #আলাদালোয়ম্যাসাকার

রেজা কাসু আল জাজিরার এক অনলাইন সাংবাদিক, যিনি এর সাথে যোগ করেছেন:

@ রেজাকাসু : #গাজা মেডিকস: গাজায় মোট ৬৬০ জন নাগরিক আহত হয়েছে যার মধ্যে ২২৪ জন শিশু, ১১৩ জন নারী এবং ৫০ জন প্রবীণ নাগরিক।

সিএনএন-এর সাংবাদিক আরওয়া দামন, যে কিনা গাজায় অবস্থান করছে, সে সংবাদ প্রদান করেছে:


@আরওয়াসিএনএন
:আরওয়াসিএনএন #গাজার স্বাস্থ্য মন্ত্রী জানাচ্ছেন বুধবার থেকে এ পর্যন্ত #গাজায় ৬৫ জন নাগরিক নিহত হয়েছে।

আরেকটি টুইটে ভদ্রমহিলা ব্যাখ্যা করেছেন:

@আরওয়াসিএনএন: #গাজায় পৌঁছে দুটি বিমান হামলার দৃশ্য অবলোকন করলাম, আমরা দুটি শিশু এবং একটি বয়স্ক মহিলার মৃতদেহ দেখতে পেলাম, যাদের ধ্বংসস্তুপের ভেতর থেকে টেনে বের করে আনা হয়েছে। এদের মধ্যে একটি শিশুর বয়স মাত্র দুই মাস।

এবং জেনান মোউসা ব্যাখ্যা করেছেন:

@জেনানমোউসা : সকলের এই ঘটনার নিন্দা জানানোর মত নৈতিক সাহস থাকা উচিত। অন্তত দশজন নিহত-যার মধ্যে পাঁচজনই শিশু-এরা সকলেই #গাজার একটি ভবনের উপর সংঘঠিত হামলায় নিহত হয়েছে।

গাজা থেকে রানা একটি ইজরায়েলি সংবাদপত্রের শিরোনাম উদ্ধৃত করে সংবাদ প্রদান করছে :

@@রানাগাজা : ইজরায়েল “সাধারণ নাগরিক যাতে ক্ষতিগ্রস্থ না হয় আমরা তার চেষ্টা চালিয়ে যাচ্ছি”। আর তাই বুধবার থেকে এ পর্যন্ত তাদের হামলায় ২৪ জনের বেশী শিশু নিহত হয়েছে।

আইয়াদ এল-বাগদাদি এর সাথে যোগ করেছে:

@আইয়াদ_এলবাগদাদি:এখন একটি প্রিয় বাক্য হচ্ছে হামাস শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। দৃশ্যত যার মাধ্যমে শিশুদের উপর বোমা হামলাকে যৌক্তিক করা হচ্ছে? #গাজা#ইজরায়েল।

এবং সে আরো উল্লেখ করছে:


@আইয়াদ_এলবাগদাদি
: যদি আপনারা সন্ত্রাসবাদের চেহারা দেখতে চান, তাহলে এটাই হচ্ছে তার চেহারা। মাত্র একজন ব্যক্তিকে হত্যার জন্য শিশুতে পরিপূর্ণ একটি পারিবারিক ভবনে বোমা হামলা চালানো। #গাজা# ইজরায়েল।

এদিকে কানাডার ভ্যাংকুভার থেকে রব মাকির একটি সংবাদ মাধ্যমকে তাদের গাজা সংক্রান্ত সংবাদের শিরোনাম পরিবর্তনের বিষয়ে প্রশ্ন করেছে ।

@রবমাকির:আমি বিস্মিত কেন@সিবিসিনিউজ দ্রুত তাদের সংবাদ শিরোনাম, গাজায় শিশু নিহত” পাল্টে “গাজায় মৃতের সংখ্যা বৃদ্ধি” করেছে। বাস্তবতা কি এতটাই অস্বস্থিকর?

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .