পুয়ের্তো রিকোঃ অন্যভাবে সন্ধান করা

এনরিক আরসে নামের একজন পুয়ের্তো রিকীয় রাস্তা শিল্পী (street artist) এবং আলোকচিত্রী, যিনি আসলান নামে পরিচিত। গত ছয় মাসেরও বেশি সময় ধরে তাঁর (@আসলানটুইট ) ইন্সটাগ্রাম এ্যাকাউন্টে “#পারিবা” (উচ্চমুখী) সিরিজের অংশ হিসেবে বিমানের ছবি পোস্ট করে আসছেন। প্রকল্পটি একটি “খোঁজার” [স্প্যানিশ] চ্যালেঞ্জ এর মাধ্যমে একটি সম্প্রদায়ের সাথে যুক্ত হতে আগ্রহী, যার বিস্তারিত বর্ণনা তাঁর ব্লগ থেকে জানা যাবে। সিরিজ থেকে নির্বাচিত ছবিগুলো টাইলস প্রতি মুদ্রিত এবং আটকানো হয়। এরপর সেগুলো সান জুয়ান শহর জুড়ে বিভিন্ন দালান ও দেয়ালগুলোতে পেরেক দিয়ে এঁটে দেওয়া হয়। যেসব সৌভাগ্যবান ব্যক্তি প্রথম এই টাইলসগুলোর মধ্যে কোন একটির সন্ধান পাবে এবং এটির অবস্থান জানিয়ে একটি ছবি পাঠিয়ে দিবে আসলানের কাছে, সে পুরস্কার হিসেবে তাঁর নিজের কাছে রাখার জন্য সেই টাইলসটির একটি অনুলিপি পাবে।

গ্লোবাল ভয়েসে প্রকাশিত একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে আসলান বলেছেনঃ “প্রথমে আমি কোন নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়াই এগুলো [ছবিগুলো] সংগ্রহ করতে শুরু করি। এরপর ততক্ষন পর্যন্ত আমি এই সিরিজের উপর কাজ করার সিদ্ধান্ত নিই নি যতক্ষণ না আমার মনে হয়েছে, এই অনুসন্ধান একটি ভিন্ন ধরণের শিল্পিসুলভ সৃষ্টিতে পরিণত হতে পারে যা লোকের মনোযোগ আকর্ষণ করবে। এটা দেখতে খুবই আকর্ষণীয় যে, একটি বিমান খোঁজা এবং তার ছবি (অথবা “পা’রিবা”) তোলার মতো একটি সাধারণ ধারনা কীভাবে অনেক মানুষকে আকর্ষণ করে।”

নিচে ৬০০ এর অধিক ছবি সম্বলিত বিশাল সিরিজটির মধ্যে আমার প্রিয় দশটি #পারিবা বিমানের ছবি আপনারা  দেখতে পাবেন। সব ছবি শিল্পীর অনুমতি নিয়ে পুনরায় প্রকাশ করা হয়েছে। আসলানকে অনুসরণ করুন, যেহেতু তিনি টুইটার ও তাঁর ব্লগের মাধ্যমে আরো ছবি সংগ্রহ করে চলেছেন।









নিচের চিত্রশিল্পগুলো কিছু শিল্পীর অন্যান্য কাজ দেখানোর জন্য এখানে দেওয়া হলো, যেগুলো আসলানের সংগ্রহশালা ক্রিয়েচারাস এন লিম্বো (লিম্বতে সৃষ্ট) থেকে নেয়া হয়েছে। আরো অনেক চিত্রশিল্প পাওয়া যাবে তাঁর ব্লগে



আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .