আরব বিশ্বঃ সালাফি বিব্রতকর মূহুর্ত

লম্বা দাড়ি এবং সংক্ষিপ্ত পোশাকের (থোব) জন্য পরিচিত সালাফিস্টরা, যারা ইসলামের যথাযথ ব্যাখ্যা অনুসরণ করে চলে তাঁরা টুইটারে একটি নতুন হ্যাশ ট্যাগ #সালাফিঅকয়ারডমোমেন্টস এর অধীনে উপহাসের পাত্রে পরিণত হয়েছে।

তিউনিসিয়ার জাইন এল আবিদিন বেন আলি ও মিশরের হোসনি মোবারককে উচ্ছেদ এবং লিবিয়ার মুয়াম্মার আল গাদ্দাফিকে হত্যার অনুসরণে, সালাফিস্টরা, যারা গোপনে তাঁদের কার্যক্রম পরিচালনা করতো তাঁরা ধীরে ধীরে প্রসিদ্ধি লাভ করছে। তাঁরা সামাজিক জীবনে আরো সুস্পষ্টভাবে সামনে আসছে এবং বিভিন্ন বিষয়ে কথা বলা শুরু করেছে। এমনকি একজন সালাফি নেতা হাজেম আবু ইসমাইল মিশরের রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে তাঁর প্রার্থীতা বাতিল হওয়ার পূর্ব পর্যন্ত কিছু সময়ের জন্য হলেও লড়েছেন। তাঁর মা একজন মার্কিন নাগরিক ছিলেন বলে পরে তাঁর প্রার্থীতা বাতিল হয়ে যায়। একটি চলচ্চিত্রের ট্রেলার মুক্তির পাবার পর তাঁরা লিবিয়া ও তিউনিসিয়ার মার্কিন দূতাবাসগুলোতে প্রচন্ড আক্রমণ চালায়। কারন চলচ্চিত্রটিতে মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) এবং ইসলামের অবমাননা করা হয়েছে।

পশ্চিমারা যখন বিবেচনা করছে যে কিভাবে তাঁদের মোকাবিলা করবে, তখন চলুন দেখি টুইটারে কৌতুকপূর্ণ নেট নাগরিকেরা তাঁদের সম্পর্কে কি ভাবছেনঃ

দ্যাট সালাফির হাতে রয়েছে অনেকগুলো কৌতুক। তিনি টুইট করেছেনঃ

@দ্যাটসালাফিঃ যখন আপনি জানবেন যে আপনার নতুন বস একজন নারী #সালাফিঅকয়ারডমোমেন্টস

মিশরের রাষ্ট্রপতি নির্বাচনে সাবেক প্রার্থী হাজেম আবু ইসমাইলের জন্য একটি র‌্যালী

৬ এপ্রিল, ২০১২ কায়রোর তাহরির স্কয়ারে মিশরের রাষ্ট্রপতি নির্বাচনে সাবেক প্রার্থী হাজেম আবু ইসমাইলের জন্য একটি র‌্যালী। ছবিটি তুলেছেন জোনাথান রাসাদ এবং ফ্লিকরের অধীনে (সিসি বিওয়াই-এনসি-এসএ ২.০) শেয়ার করেছেন।

@দ্যাটসালাফিঃ যখন আপনার থোবটি দলের সবার মধ্যে সবচেয়ে লম্বা #সালাফিঅকয়ারডমোমেন্টস

@দ্যাটসালাফিঃ কীভাবে দাড়ি কাটতে হয় তা আপনার ছেলে যখন আপনাকে শেখাতে বলে #সালাফিঅকয়ারডমোমেন্টস

@দ্যাটসালাফিঃ আমার চেয়েও বড় দাড়িওলা কোন গোঁড়া ইহুদিকে যদি আপনি দেখতে পান #সালাফিঅকয়ারডমোমেন্টস

আলি জালাল ঠাট্টা করেছেনঃ

@আলিক্যাচারঃ আপনি যখন ডিশে আপনার দাড়ি ভেজানোর স্যুপ ছাড়া আর কিছু পাচ্ছেন না। #সালাফিঅকয়ারডমোমেন্টস

মিশরীয় সুপারওম্যান আরও লিখেছেনঃ

@সুপার_মিশরঃ যখন একজন সালাফিয়া আপনাকে “তুমি ঠিক আমার মতো সালাফি নও” এমন দৃষ্টিতে দেখে এবং আপনাকে শহীদের মর্যাদা বেছে নিতে বলে #সালাফিঅকয়ারডমোমেন্টস

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .