লিবিয়া: খামিজ গাদ্দাফি কি সত্যিই নিহত?

আমাদের এ পোস্টটি লিবিয়া বিপ্লব ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ

খামিজ গাদ্দাফি কি সত্যিই মারা গেছেন? খামিজ গাদ্দাফির পিতা লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার আল গাদ্দাফির পতনের ঠিক এক বছর পরে প্রশ্নটি এখনো ঘুরে ফিরে আসছে।

সাংবাদিক ম্যারি ফিটজেরাল্ড টুইট করেনঃ

@ম্যারিফিটজেরাল্ডআইটি: সারাদিন ধরে চলমান গুজবের পরিপ্রেক্ষিতে # লিবিয়া ন্যাশনাল কংগ্রেসের একজন মুখপাত্র স্থানীয় টেলিভিশনকে জানান যে গাদ্দাফির ছেলে খামিজ আজ আহত অবস্থায় ধরা পড়েছেন এবং পরবর্তিতে মারা গেছেন

তিনি আরও বলেন:


@ম্যারিফিটজেরাল্ডআইটিঃ
গত ২০ মাস ধরে গাদ্দাফির ছেলে খামিজের গ্রেফতার/মৃত্যুর খবর একাধিকবার প্রচারিত হয়েছে, অবাক হওয়ার মত কিছু নেই কারন অনেকেই স্বাক্ষ্য প্রমান দেখার জন্য অপেক্ষা করছে # লিবিয়া

দি লিবিয়ান ইয়ুথ মুভমেন্ট মন্তব্য করেঃ

@শাবাবলিবিয়াঃ আমরা ছবির জন্য অপেক্ষা করছি এবং এ ঘটনার আপডেট সবার কাছ থেকে চালানোর চেস্টা করছি।আমাদের ধারনা খামিজ মারা গেছেন! # লিবিয়া

হুদা মন্তব্য করেনঃ

@হুদ্দুহ: কেনির চাইতে অনেকবার খামিজ নিহত হয়েছেন। তার গ্রেফতার/মৃত্যু সংক্রান্ত বিষয়ে সুনিশ্চিত হওয়ার জন্য আকাট্য মোবাইল ফোন ফুটেজের অপেক্ষা করছি।#লিবিয়া

এনপি আর এর একজন জেষ্ঠ কৌশুলি এন্ডি কারভিন টুইট করেনঃ

@একারভিন ঃ খামিজ গাদ্দাফিকে দেখান। প্রমান করেন।প্রমান না করা পর্যন্ত তিনি সিজার সোজে হয়েই থাকবেন।#লিবিয়া

ইতোমধ্যে ইয়াদ এল-বাগদাদি ধারণা করেনঃ

@ইয়াদ এল_বাগদাদি: কোন কোন অর্বাচীন ফটোশপকৃত কামিজ#গাদ্দাফির মৃত্যুর ছবি তৈরি করেছে এবং প্রচার করছে ৩…২…#লিবিয়া

লিবীয় আলিদাইয়ালিবিয়া মন্তব্য করেছেনঃ

@আলিদাইয়ালিবিয়াঃ যদি # গাদ্দাফি “লিবীয়দের হৃদয়ে চির জীবিত থাকে”, তাহলে এটা মেনে নেওয়া যায় যে মুসা ইব্রাহিম ও খামিজ #লিবিয়ার কারাগারে চিরদিন থাকবে।

মুসা ইব্রাহিম ছিলেন গাদ্দাফির মুখপাত্র। আজকের সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে যে রাজধানী ত্রিপোলীর দক্ষিনে অবস্থিত তারহুনা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সাংবাদিক জেনান মুসা আহবান জানানঃ

@জেনানমুসাঃ দয়া করে গুজব ছড়ানো বন্ধ করুন। আমি নিশ্চিত যে #লিবিয়াতে এ মুহুর্তে খামিজ গাদ্দাফির বিষয়ে কেউ নিশ্চিত খবর দিতে পারবে না

সময় বলে দেবে যে খামিজ গাদ্দাফি সত্বর তার বাবার ভাগ্য বরণ করবে কি না।

আমাদের এ পোস্টটি লিবিয়া বিপ্লব ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .